এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ভোট শেষ -- কে কি বল্লেন

    Ishan
    অন্যান্য | ১৬ মে ২০০৯ | ১৫৬৭২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ishan | 173.26.17.106 | ১৬ মে ২০০৯ ২০:২৩410002
  • মমতার ভাষণটা মনশ্চক্ষে দেখতে পাচ্ছি:

    প্রকাশ করাত মড়াৎ মড়াৎ। সিপিএমের দৌড় থ্রিপিএম পর্যন্ত। হোয়াইট হাউস এখন ব্ল্যাক হাউস হয়েছে আর আমরা লালবাজারকে পালবাজারে পাঠিয়ে দেব। ওনাদের আর লালবাড়ি যেতে হবে না এবার ওনারা তালসারি যান। ...

    (কেউ আবার সত্যি সত্যি ভাববেন বা।)
  • bitoshok | 66.41.249.197 | ১৬ মে ২০০৯ ২০:৩৩410113
  • এখনো অব্দি সেরা সোমনাথ চাটুজ্জের কটাক্ষ। 'নার্সিসিস্ট' নেতা!! শ্রীযুক্ত কারাতকে কি হ্যাটা!!
  • Arpan | 122.252.231.12 | ১৬ মে ২০০৯ ২০:৪১410224
  • "তৃণমূল আমাকে হারানোর চেষ্টা করেছিল' - নিজের কেন্দ্রে জয়ের পরে দীপা দাশমুন্সি।
  • pi | 69.143.119.233 | ১৬ মে ২০০৯ ২০:৪৬410335
  • কে কী বলেছিলেন, সেটাও একটু পাশাপাশি থাকলে ভালো হত না ? :)
  • saikat | 59.93.221.86 | ১৬ মে ২০০৯ ২০:৫৩410371
  • রেজ্জাক মোল্লা, এর পরে কি করা উচিত সে বিষয়ে -

    পার্টীকে গণমুখী, জনমুখী, কৃষক, মজুর, গরীব, মধ্যবিত্তের পার্টীতে পরিণত করতে হবে।
  • Bratin | 117.194.96.49 | ১৬ মে ২০০৯ ২০:৫৩410360
  • তাপস পাল বলেছেন "আমি বার বার বলছি এ জয় আমার জয় নয় , এ জয় সাধারন মানুষের জয়" :-))
  • saikat | 59.93.221.86 | ১৬ মে ২০০৯ ২০:৫৭410382
  • বিনয় কোঙার (গলা দিয়ে আবাজ বেরোচ্ছে না) -

    মা-মাটি-মানুষ দিয়ে ব্যাখ্যা করা যাবে না। কারন দমদম-ব্যারাকপুরে তো জমি নেই।
  • saikat | 59.93.221.86 | ১৬ মে ২০০৯ ২১:০০410393
  • মমতা -

    - we are for agriculture, industry both

    - ৩২ বছরে administration is party cadre
  • dipu | 121.243.161.234 | ১৬ মে ২০০৯ ২১:০৫410404
  • আমরা যাতে কেন্দ্রে সরকার গড়তে না পারি তাই সমাজবাদী পার্টি আর কংগ্রেস মিলে ষড়যন্ত্র করে আমাদের হারিয়েছে - মায়াবতী
  • saikat | 59.93.221.86 | ১৬ মে ২০০৯ ২১:১০410003
  • মমতা -

    - সাফ তো হয়েই গেছে, ফাইনাল সাফ আমরাই করব (CPM সম্বন্ধে)

    - মা-মাটি-মানুষ ভাল থাকুন
  • pi | 69.143.119.233 | ১৬ মে ২০০৯ ২২:৪৬410025
  • আরো অনেক ইন্টারভিউয়ের ভিডিও লিংক আছে ঐ পাতায়।
  • pi | 69.143.119.233 | ১৬ মে ২০০৯ ২৩:৪১410036
  • এই পাতায় একটি ভিডিও আছে। সুমন যা বল্লেন।

    চেঁচামেচিতে খুব ভালো শোনা গেল না।
    যেটুকু শুনতে পেলাম, বলেছেন, এটা সিঙ্গুর, নন্দীগ্রামের জয়। গ্রামবাংলার জয়। ভরত মন্ডল,, তাপসী মালিক, রাধারাণী আইচের জয়। ইত্যাদি।

    http://rahul-bhattacharya.blogspot.com/2009/05/kabir-suman-wins-by-56666-votes-in.html
  • dd | 122.167.2.213 | ১৭ মে ২০০৯ ০০:৩৬410047
  • আমার খুব খারাব লাগলো কবীর সুমন জিতলো বলে। ওনাকে পছন্দ করি নে।

    পাসোয়ান হারলো বলে খুসী - কেনো জানেন? কুরুক্ষেত্রে অবধ্য কেউ নেই, পাসোয়ান্দা হারিয়া সেটা প্রমান করিলেন।

    আর পোতিভা পাতিল যদি ইলেকশনে দাঁড়িয়ে হেরে যেতেন, তাইলেও খুসী হতাম।
  • Rahul | 59.93.209.174 | ১৭ মে ২০০৯ ০২:০১410069
  • কবির সুমন প্রান খুলে কথা বোল্লেন জেতার পোরে , এখানে পাবেন হ্‌ত্‌ত্‌প://রহুল-ভত্তচর‌্য।ব্লোগে্‌স্‌পাত।ওম/২০০৯/০৫/কবির-সুমন-য়িন্স-ইন-জদপুর-হিস-ইর্স্ত।হ্‌ত্‌ম্‌ল
  • lcm | 69.236.191.160 | ১৭ মে ২০০৯ ০২:২২410091
  • জয়, মহাশ্বেতা, শাঁওলী, শঙ্খ, ব্রাত্য... এরা ভুল ছিলেন না। কোথাও একটা গভীর গন্ডগোল ছিল, এরা তার প্রতিবাদ করেছেন মাত্র। ক্ষমতাসীন দলে যেই থাকুক, সিপিএম/ কংগ্রেস/ বিজেপি... - এরা প্রতিবাদ করতেন। আমার ধারনা, যদি কাল কংগ্রেস পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসে এবং পুলিসের গুলিতে ১৪ জন চাষী মারা যান, এরা ঠিক একই প্রতিবাদ করবেন। কিছু মানুষ আজও অন্যায়ের প্রতিবাদ করেন। আগেও করেছেন, পরেও করবেন।
  • ranjan roy | 122.168.26.104 | ১৭ মে ২০০৯ ০৬:৫৩410102
  • তো কি দাঁড়ালো?
    আগের দিন পিনাকী ( নিজের বাড়ির উদাহরণ দিয়ে) এবং ঈশান যা বলেছিলেন সি পি এম এর সাংগঠনিক ক্ষমতা ও স্ট্রাকচার নিয়ে তা সবই সত্যি। এবং তৃণমূল এ'ব্যাপারে সিপিএম এর ধারেকাছেও নেই।
    নর্মাল অবস্থায় এটা এবং ক্ষমতায় থাকা ----সিপিএম কেন, যেকোন দলকে জেতাবার জন্যে যথেষ্ট।
    তাহলে কেন এই ভরাডুবি?
    --- এটা অবশ্যই সিপিএম এর বিরুদ্ধে ""নেগেটিভ ম্যান্ডেট'', মমতার জন্যে ""পজিটিভ '' নয়।
    এটা সেই আশংকা যা অশোক মিত্র(কোন সুশীল/দু:শীল ন'ন) নন্দীগ্রামের ঘটনার পর আনন্দবাজারে ""তুমি আর নেই সেই তুমি'' নামে লেখাটিতে দু:খ করে বলেছিলেন।
    ওনার সাবধানবাণী ছিলো যে সিপিএম যদি এখনও সতর্ক না হয় তাহলে সেই সময় আসবে যখন বাম সমর্থক লোকেরাও হতাশ হয়ে মমতা-বা-যেকোন সিপিএম বিরোধী জোটকে ভোট দেবে। ""বামের বিপরীত অরও ভালো বাম'' এই বিকল্পটিকে পরিত্যাগ করবে।
    সেই সময় এসেছে। বিমানেরা কিছুই শেখেননি। কারণটা আরও গভীরে।
    আদৌ অপ্রত্যাশিত নয়, তবু আমার ব্যক্তিগতভাবে খারাপ লাগছে যেন নিজের অসুস্থ ছেলেকে শ্মশানে পুড়িয়ে এলাম।
  • ranjan roy | 122.168.26.104 | ১৭ মে ২০০৯ ০৭:১৫410114
  • অরিজিৎ এবং ব্ল্যাংকির জন্যে:
    -----------------------------
    দুজনে ঠিকই বলেছো যে ,---কোন দল ক্ষমতায় থাকলে
    নীতিহীন-আদর্শহীন বেশকিছু লোক মধুলোভী হয়ে ঢুকে যায়। এটা সব দলের ক্ষেত্রেই হয়, অবাক হওয়ার কি আছে?
    না, বাংলায় সিপিএম এর ক্ষেত্রে ব্যাপারটা একটু আলাদা। অশোক মিত্র ভেতরে ছিলেন বলে ভালো জানেন। সবটা খুলে না বল্লেও ঐ লেখাটায় যথেষ্ট ইশারা করেছেন।
    আর মার্কস্‌বাদী পার্টির চেয়ে অবশ্যই জনতা অনেক বেশি দুর্নীতিমুক্ত স্বচ্ছপ্রশাসন আশা করে।
    ঈশান-দময়ন্তী-শ্রাবণী-ডিডি থেকে শুরু করে অনেকেই বাংলার বাইরে আছেন। কিন্তু অরিজিৎ-ব্ল্যাংকি কোলকাতায়। আমি যেটা বলছি সেটা একটু ভেরিফাই করে জানাবেন তো!
    বিজেপি সমর্থক জি-টিভিমালিককুল ""প্লে-উইন'' বলে একটি বৈদ্যুতিন জুয়ো কোলকাতা ও সব মেট্রো তে চালায়। প্রতিদিন একেকটি সেন্টারে কোটিটাকার ব্যাপার।কয়েক বছর আগে
    সিপিএম এর ডি ওয়াই এফ কোমরবেঁধে নামলো-- বামশাসিত বঙ্গে এসব নৈতিক অধ:পতন চলবে না,--এমন ভাব করে।
    তারপর কি হলো? প্লে-উইন আবার শুরু হয়েছে, রমরমিয়ে চলছে, বাম্‌দলের সংগঠন নির্বিকার।
    কারণ? জিটিভি'র মালিককুলের সঙ্গে সিপিএম এর সমঝোতা হয়েছে যে ওদের অন্য নামের দুটি বিজেপি সমর্থক চ্যানেলের ( যথা ২৪ঘন্টা ও এন -ই) বোর্ড অফ ডায়রেক্টর্স এ দুজন সিপিএম এর প্রতিনিধি থাকবেন ও এদের মাধ্যমে সিপিএম- বিরোধী প্রচার আটকানো হবে।
    একটু খোঁজ নেবেন এই ডীলটি কে করিয়েছিলো এবংকে কে কে সেই প্রতিনিধি।
    পচন ধরেছিলো আরো আগে যখন সল্ট লেক স্টেডিয়ামে নেহরু গোল্ড কাপ হয়েছিলো ( আহা! অর্জেন্টিনার পোনসে ও বুরুচাগার সেই দুটো গোল!) তখন খেলমন্ত্রী সুভাষ তাঁর ক'জন ঠিকেদারের নাম পদ্মশ্রী'র জন্যে রেকমেন্ড করে বাম সমর্থকদের নাক কেটেছিলেন।
  • kallol | 122.167.14.178 | ১৭ মে ২০০৯ ০৭:৫১410125
  • অনেকদিন পর ভালো লাগছে। যেমন ভালো লেগেছিলো প্রথমবার ""বামফ্রন্ট"" জেতাতে। আমি বামপন্থী তার আক্ষরিক অর্থে - স্পিকারের বাম দিকে যারা বসে। ডানপন্থী হতে মন চায় না। বামেরা আবার বামে ফিরে আসুক - বামেরা বামেই সুন্দর।
  • shyamal | 24.119.10.202 | ১৭ মে ২০০৯ ০৯:১৬410136
  • অনেকেই এখন বামেদের হার নিয়ে গবেষণা করবেন। আমিও এইবেলা একটু মানডে মর্নিং কোয়ার্টারব্যাকিং করি।

    আমি এই নিয়ে একটু হিসেব করেছিলাম মাস দুয়েক আগে। তার সঙ্গে মিলিয়ে দেখছি, সিঙ্গুর , নন্দীগ্রাম, হ্যান, ত্যান, পরমাণু চুক্তি এগুলো সবই ক্ষুদ্র কারণ। ক্ষুদ্র হলেও এরা হারকে বাড়িয়েছে।

    কিন্তু প্রধান কারণ হল বিরোধী জোটের ফলে ভোট ভাগাভাগি বন্ধ হওয়া। এটা হল ৮০% কারণ। সারা ভারতের লোক আর বাইরের বহু লোকও মনে করে বাঙালিরা সবাই বামপন্থী। ভুল। মোটামুটি ৫০-৫০ বাম ও অবাম। ৩২ বছর ধরে বামেরা জিতেছে অবামবিরোধী ভোট ভাগ না হওয়ায়। অপর দিকে অবামদের কোন শক্তিশালী নেতা ছিলনা, যে জ্যোতিবাবু, প্রমোদবাবুর মত অবাম ভোট একত্রিত করতে পারে। ১৯৭৭ এর পর অবামেরা ধরেই নিয়েছিল, কোন নেতা নেই। তরুণ কংগ্রেসীরা সুব্রত, প্রিয়, মানস, প্রদীপ, পংকজ,সোমেন নিজেদের মধ্যে খাওয়াখাওয়ি করতে ব্যস্ত। তাই বোধ হয় সবাই ভোটও দিত না।

    এই প্রথম সলিড জোট হয়েছে এবং ভোটের বেশ কিছুদিন আগে, যাতে সমঝোতাটা সব স্তরে হয়েছে। ২০০১ এও জোট হয়েছিল, কিন্তু শেষ মুহুর্তে আর কংগ্রেস , তৃণমূল দুই দলের কর্মিই ক্ষেপে ছিল একে অপরের ওপর। এবারে সাফল্যের কারণ হল, কংগ্রেস মেনে নিয়েছে যে তৃণমূল প্রধান বিরোধী দল, তারা নয়। দুই, প্রণববাবু প্রথমেই বলেছেন যে জোটের বিরোধীতা করবে তাকে বহিষ্কার করা হবে। তাই অধীরবাবুকে দেখা গেছে মান্নানবাবুর সভায় সাহায্য করতে।

    ২০০৬ এ কং + তৃণ পেয়েছিল ২৯৪ টার মধ্যে বোধ হয় মাত্র ৩৫ টা আসন। লোকসভা দিয়ে ভাগ করলে ৫টা লোকসভা সীট। কিন্তু আপনি যদি ২০০৬ এর ফল থেকে ৪২ টা লোকসভা সীটের প্রতিটাতে মোট কত বিরোধী ভোট পড়েছিল তার হিসেব করেন তো দেখবেন মোট ১৩ টাতে কং+তৃণ+বিজেপি বামেদের চেয়ে বহু বেশী ভোট পায়।

    কাজেই ২০০৯ এ অন্য সব ইস্যু বাদ দিলেও এই ১৩ টা হাসতে হাসতে আসে। আরো ছটাতে মোট বিরোধী ভোট ছিল ভীষণ কাছাকাছি। এগুলো সব এবারে জোট জিতেছে তার কারণ শুধু জোট হওয়াতেই ২-৩% লোক, যারা ভাবত এদের ভোট দিয়ে কি হবে, হারবে তো , ভেবে বুথেই যেতনা, তারা এবারে উজ্জীবিত হয়ে ভোট দিয়েছে।

    এই গেল ১৯ টা। এছাড়া দুটো ( মুর্শিদাবাদ আর জয়নগর)তে জোটের পোজিশন ২০০৬ এ ছিল মোটামুটি। মনে হয় এখানে জিতেছে কিছুটা হাওয়ার জোরে। বিশেষত: শোনা যাচ্ছে মুসলিমরা বামেদের ওপরে ক্ষেপে গেছে নন্দীগ্রাম, সাচার, রিজোয়ানুর ইত্যাদি ইস্যুতে। আমার মনে হয়না সব মুসলিম একই কারণে ভোট দেয়। কিন্তু এর কিছুটা এফেক্ট আছে।

    হল ২১।

    এর পরেও জোট পেয়েছে যাদবপুর, দমদম, তমলুক, বীরভুম, হুগলি। একমাত্র এই পাঁচটায় ২০০৬ এর ভোট যোগ করলেও ধারে কাছে আসেনা। এগুলো পেয়েছে ২০০৬ পরবর্তি কারণে, অর্থাৎ সিঙ্গুর, নন্দীগ্রাম, পরমাণু চুক্তি, কারাট, তাপসী মালিক, শতাব্দীর খ্যাতি, লক্ষ্মণের ঔদ্ধত্য ইত্যাদি কারণে। এর মধ্যে সবচেয়ে আশ্চর্য হয়েছি হুগলি জিতেছে দেখে।

    শহরের কিছু অবাম মধ্যবিত্ত নিশ্চয় বিরক্ত হয়েছেন ন্যানো চলে যাওয়ায়। কিন্তু এরা কেউ মার্কিন পরমাণু চুক্তির বিপক্ষে ছিলেন না। কারাট ঐ ইস্যুতে সরকার ফেলে দেওয়ার চেষ্টা করায় ন্যানোর নেগেটিভিটি কেটে গেছে। কেউ ব্ল্যাকমেলার পছন্দ করেনা।
  • Arpan | 122.252.231.12 | ১৭ মে ২০০৯ ১০:১৯410147
  • শ্যামল, সিঙ্গুর হুগলি কেন্দ্রের মধ্যে আসে। পঞ্চায়েত ভোটে হুগলি ছিল বামবিরোধীদের দখলে। অতএব খুব আশ্চর্য হবার কী হল?
  • Ishan | 173.26.17.106 | ১৭ মে ২০০৯ ১০:২২410158
  • হুগলী কেন্দ্রে এখন কোন কোন বিধানসভা আছে?
  • jo | 24.42.203.194 | ১৭ মে ২০০৯ ১০:২৪410169
  • শ্যামলবাবু যা বলেছেন আবাপও সেরকমই কিছু বলেছে। আর একটা কথা ইপির ঐ সিনেমাটা খানিকটা দেখলাম। খুব অবাক হলাম যে ঐ সিনেমার বেশ কিছু কথাবার্তা আমি এখানেও শুনেছি। ইটস স্ট্রেঞ্জ। যেটুকু দেখলাম খুব আমোদ পেলাম। নো ওয়াণ্ডার।
  • Bratin | 117.194.96.23 | ১৭ মে ২০০৯ ১০:৪৪410180
  • ধনেখালি,চুঁচড়া এই সব....
  • Arpan | 122.252.231.12 | ১৭ মে ২০০৯ ১১:২৬410202
  • আজকাল এখনো আপডেট হয়নি। সব কি নতুন করে লিখতে হচ্ছে?!
  • shyamal | 24.119.10.202 | ১৭ মে ২০০৯ ১১:৩৪410213
  • ভুগোলের জ্ঞান অতি সীমিত বলে জানতামই না যে সিঙ্গুর হুগলি আসনে পড়ে। এবারে বোঝা গেল।

  • pi | 69.143.119.233 | ১৭ মে ২০০৯ ১১:৪০410225
  • http://leftvoice.org/node/173

    শেষ লাইনটা পড়ে বেশ হাসি পেল।
    But we shall struggle and remain committed to the cause of the working people come what may.

    remain committed পার্টটুকু।

    এদ্দিন ধরে কমিটেড থেকে একেবারে উল্টে দিয়েছেন কিনা !

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা খুশি প্রতিক্রিয়া দিন