এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ভোট শেষ -- কে কি বল্লেন

    Ishan
    অন্যান্য | ১৬ মে ২০০৯ | ১৫৪৬৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • shrabani | 124.30.233.102 | ১৯ মে ২০০৯ ১৫:২৯410060
  • সুমন সিপিএমকে যা খুশী বলতে পারে, তাতে কার কি! ওপরে যেগুলো লিখেছি সেগুলো সুজন চক্রবর্তীকে উদ্দেশ্য করে বলেছিল। অবশ্য তাতেই বা কার কি!
  • Ri | 203.197.96.50 | ১৯ মে ২০০৯ ১৫:৪০410061
  • বিনয় কোঙার আর সুমনের বড় মিল হল দুজনেই সমালোচনা পছন্দ না হলে পশ্চাদ্দেশ প্রদর্শনে বিশ্বাসী , সে মিডিয়ার সামনেই হোক বা মঞ্চেই হোক

    পুলক বন্দ্যো কি ভোট চাইতে বেরিয়েছিলেন? এ তো ধর্মপ্রচারের থেকেও বড় - ভোটের প্রচারে যখন বেরিয়েছো তখন তো তোমার মুখে আর কাজে সঙ্গতি থাকা উচিত। নইলে জনতা হিপোক্রিট বলবেই। ভোটের বাজারে জনতা হচ্ছে জনার্দন - প্রার্থীকে কাটাছেঁড়া করবেই। সেখানে তুমি নতুন গানের কান্ডারী কিনা সেটা অপ্রাসঙ্গিক।বাংলার জনতা বলতেই পারে যে পারিবারিক হিংসয় বিশ্বাসী ( জথা বৌ পেটানো,মেয়ের ওপর অত্যাচার) সে কোন যোগ্যতায় এম পি হবে ? জনতার পূর্ণ অধিকার আছে বলার কারন জনতার ট্যাক্সের পয়সায় সুমন আগামী পাঁচ বছর খাবে। কই লাল জনতা তো মমতার সম্পর্কে এরকম কথা বলে না সে যতই কালিঘাটের বাড়ি ছেড়ে তপসিয়ার অফিসে গিয়ে থাকুক না।বলতে পারে না যেহেতু মমতা সেই সুযোগ দেয় নি।
  • intellidiot | 220.225.245.130 | ১৯ মে ২০০৯ ১৫:৪৬410062
  • জনতা বলতে তো সবই পারে। কে কাকে আটকাবে? কিন্তু বলাটা উচিত কি না, সেইটে নিয়েই কথা।
  • kallol | 220.226.209.2 | ১৯ মে ২০০৯ ১৬:১৪410063
  • ইন্টেলিডিয়ট - নামটা বড় খাশা বানিয়েছেন ভাই।
    যাই হোক - আপনার ঐ কথাটা মানলাম না - ""তিনি যা যা গান লিখেছেন প্রত্যেকটি তাকে মানতে হবে? পুলক বন্দ্যো মানতেন?""
    পুলক বন্দ্যোপাধ্যায় গান লিখতেন মূলত: ফরমাইশে - তা সে বেসিক বা সিনেনা যাই হোক না কেন। সুমন গান লেখেন নিজের তাগিদে। তাই - তিনি যা যা গান লিখেছেন প্রত্যেকটি তাকে মানতে হবে। যেভাবে রবীন্দ্রনাথ বা লালন মানতেন।
  • arjo | 168.26.215.13 | ১৯ মে ২০০৯ ১৮:১৫410064
  • পাই, কে কি রকম এর অবজেকটিভ অ্যাসেসমেন্টের কোনো টুল আজ অবধি বেরোয় নি। আদৌ কোনোদিন বেরবে কিনা তাই নিয়েও সন্দেহ আছে। তাই লোকজন সম্বন্ধে আমাদের ধারণাটা অনেকটাই পারসেপশন। আর সেই পারসেপশন তৈরী হয় কনসিস্টেন্ট প্যাটার্ণ অফ বিহেভিয়ার থেকে। ভোট সম্বন্ধে সুমনের নন সিরিয়াস, অনেকটা অলিম্পিকে যোগদানের মতন ভাবভঙ্গী দেখে আমার মনে হয়েছে ভদ্রলোক ক্যাজুয়ালি ভোটে দাঁড়িয়েছেন। যদি সিম্বলিক প্রোটেস্টই উদ্দেশ্য হয় তারজন্য ভোটে দাঁড়ানোর দরকার নেই। আগেই বলেছি ভোটে দাঁড়ানোর মানে আমার কাছে কি, আর রিপিট করছি না। মূলত ভোট সম্বন্ধে সুমনের ক্যাজুয়াল অ্যাটিটিউড আমার ডিসগাস্টিং লেগেছে, তোমার লাগে নি। যেহেতু এটা পার্সেপশন তাই এই নিয়ে বিশেষ তর্ক করার কিছু নেই। সুমন এর পরেও ভালো রাজনীতিক হয়ে উঠতে পারেন, কিন্তু তাতেও সেলিব্রিটি ও ভোট সম্বন্ধে আমার মূল ধারণা বদলাবে না।

    ল্যাদোষ-দা, না না সুমনকে গোবিন্দার সাথে তুলনা করছি। আরও বলছি চমস্কির সাথে তুলনা করা হলে আপত্তি আছে। ;)

    অম্বরীষ, যাত্রাপালা তো বটেই কিন্তু পার্শিয়াল কেন? পুরোটা নয় কেন? সময় পেলে লিখলে ভালো হয়।
  • vikram | 193.120.76.238 | ১৯ মে ২০০৯ ১৮:৩৯410065
  • লালন জানি না, কিন্তু রবি ঠাকুর নিজের গান নিজের জীবনে মানতেন! কেউ কিছু বানালে তাগিতে হোক আর ফরমায়েশেই হোক, তাকে মানতে হবে! তাগিদ, ফরমায়েশ এগুলো কিছু হয়? সবকটা ফরমায়েশের মধ্যে তাগিদ থাকে না? আর তাগিদে ফরমায়েশ? বব ডিলানও তো যখন মনে হয়েছিলো লিখেছিলো। এখন হাঁ করে বসে থাকে। সুমনের যা মনে হয়েছিলো লিখেছিলো, এখন 'চেনজ করে গেছে' তাই ফলো করছে না। কথা শেষ।

    এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে আপাত অপ্রাসঙ্গিক :-), কিন্তু মুজতবা আলির 'লোকনৃত্য' বলে প্রবন্ধটা মনে পড়ছে।

    আরেকটা কথা হলো, সুমন যেখান থেকেই জিতুক, তার জন্য এমন কিছু রাজনীতি না জানলেও প্রবাবলি চলে। সে ফেমাস হোক, যাই হোক, জিতেছে, আরও অনেকের মতই। আপনি, আমি যে কেই, যদি ঐ পদে থাকতাম, মোটামুটি সদিচ্ছা থাকলে এমন কিছু খারাপ কাজ করতাম না। লেগে থাকলে, সময় দিলে আপসেই হতো। আরেকটু সময় দিলে নিজের আখেরটাও ভবিষ্যতের কথা ভেবে ম্যানেজ করে নিতাম। এবার কাজ করে কিনা, বা তাকে দিয়ে কিভাবে কাজ করানো যায় সেটা আমাদের ব্যাপার।

    খুব আনরেস্ট হলে পরের বার ভোত না দিলেই চলবে। আর ইন দা মীনটাইম বাকি সব রাজনীতির লোকের মতো তারা যা করে দেখতে হবে। এই তো।

    তবে হ্যাঁ। ল্যাখালেখি করতে আর তর্ক করতে একদম বাধা নেই। সেইটা চলুক। পরে লোকে আনন্দ পয়। সবই ঠাকুরের লোকশিক্ষা।
  • M.R. | 72.190.83.142 | ১৯ মে ২০০৯ ২০:৪৫410066
  • পুলক বন্দোপাধ্যায় গান লিখতেন শুধু ফরমায়েসে এটা মানতে পারলামনা। মনেহয় গান গুলো ঠিক করে শোনা হয় নি।
  • tatin | 130.39.149.146 | ২০ মে ২০০৯ ০০:০৫410067
  • eivote-ermulissuechhilojomibnachanorlorai.arseiloraiesumanmamatarthekeopurono. (ref.rajarhat)
    eTaisufficientonarpoliticaljogyotapromankorte
  • lcm | 128.48.7.72 | ২০ মে ২০০৯ ০০:০৮410068
  • সুমন-কে যারা রবীন্দ্রনাথের পাশে বসিয়েছেন, অনেকে প্রায় ভগবানের কাছাকাছি বসিয়েছিলেন... তারা ভাবুন মানুষ সুমন কেমন, গানের ভাব তার জীবনযাত্রায়, হাবেভাবে, কথাবার্তায় প্রতিফলিত হচ্ছে কি না... ইত্যাদি, ইত্যাদি।

    আর, এমপি সুমন চাটুজ্জের-এর কাছে এমপি শতাব্দী রায় বা প্রাক্তন সাংসদ সুজন চক্রবর্তীর থেকে বেশী/কম এক্সপেক্টেশন যাদের আছে, তারা আকাশ পাতাল ভাবুন । দিল্লীতে কজন আর জানে সুমনের গান খায় না মাথায় মাখে...
  • tatin | 130.39.149.146 | ২০ মে ২০০৯ ০০:১৪410070
  • ontotonicaragua-rbiplabTadekhaachhe..
    ar, sumanjeasadharoNboktaeniyesandehokeuirakhbenna.surely, bharotioparliament-erchaos-enotunvaluesumanaddkorben.
  • Ishan | 12.163.39.254 | ২০ মে ২০০৯ ০০:৩৩410071
  • আমার এক বন্ধু এবার যাদবপুর কেন্দ্রের ভোটার ছিল। ছেলেটা প্রচন্ড অ্যান্টি মমতা। সিপিএমেরও পক্ষে নয়। তবে এক-দুবার সিপিএমকে ভোট দিয়ে থাকলেও থাকতে পারে। মাঝে মধ্যেই কথা হয় তার সঙ্গে। কথাবার্তার একটা ছোট্টো জিস্ট দিচ্ছি এখানে। প্রাসঙ্গিক। :)

    ভোটের ছমাস আগে
    -------------------
    বন্ধু: তোরা সব্বাই তৃণমূল হয়ে গেলি? ছ্যা ছ্যা।
    আমি: তৃণমূল কোথায় হলাম?
    বন্ধু: ঐ হল (সে মাঝে মাঝে গুরু পড়ে)। তোদের চেয়েও আশ্চর্য হল ডেরেক ও ব্রায়েন। ওরকম একটা লোক কিকরে তৃণমূল হয়?
    আমি: সুমন?
    বন্ধু: ধুর সুমন। ও তো ঐরকমই।

    সুমন প্রার্থী হবার পর
    -------------------------
    বন্ধু: সুমন তো হারবেই।
    আমি: তোরা ভোট দিবিনা?
    বন্ধু: মমতাকে ভোট?
    আমি: মমতা কোথায়। সুমন তো।
    বন্ধু: ধুর। লোকটা প্রচার করতে এসে বলল, আমি কোথায় শুই, কোথায় হাগি, সেসব ব্যক্তিগত ব্যাপার। এরকম করে ভোট হয়?

    আবাপ সুমন হারছেই, এই মর্মে সমীক্ষা করার পর
    -------------------------
    বন্ধু: সুমন হারছেই।
    আমি: কেন?
    বন্ধু: আরে ৪০%(এক্স্যাক্ট নম্বরটা ভুলে গেছি) লোক মোটে সুমনকে চায়।
    আমি: এতো কম?
    বন্ধু: আরে সিপিএম একদম পার্সোনাল প্রচার করছে। লোকটার জন্য খারাপই লাগছে। এতো ভালো গান গাইতো। কি দরকার ছিল ভোটে দাঁড়ানোর।

    ভোটের কদিন আগে
    ---------------------
    বন্ধু: এসব নোংরামো জাস্ট সহ্য করা যায়না।
    আমি: কি হল?
    বন্ধু: বাড়িতে সিপিএম লিফলেট দিয়ে গেছে। কি ভাষা।
    আমি: কি লিফলেট?
    বন্ধু: আরে ওর চেয়ে বাপ তুলে খিস্তি করা ভালো। কবে কোথায় কার সঙ্গে কি করেছে, এই সব লেখা। না: এসব সহ্য করা যায়না।

    ভোটের পর
    -----------------
    বন্ধু: অ্যাত্তো ফোন আসছে, কি বলব। মনে হচ্ছে আমিই জিতলাম।
    আমি: তোকে ফোন কেন?
    বন্ধু: আরে সবাইকে এতবার বলেছি সুমনকে ভোট দিতে, তারাই সব ফোন করছে। সিপিএমের ঐ প্রচার? উচিত শিক্ষা হয়েছে।

    (অবভিয়াসলি ডায়ালগগুলো হুবহু মনে নেই। আমি বানালাম। কিন্তু কথাবার্তাগুলো এইরকমই হয়েছিল)
  • shyamal | 24.119.10.202 | ২০ মে ২০০৯ ০১:১৪410072
  • সুকুমার রায় তো কবেই বলে গেছেন,
    আকাশপানে ছুঁড়লে থুতু, নিজের গায়েই পড়ে

    (বা এরকম কিছু, খাই খাই এ)
  • Arpan | 122.252.231.12 | ২০ মে ২০০৯ ০১:১৯410073
  • ভদ্রলোক সুবক্তা, নি:সন্দেহে। আবেগ খুঁচিয়ে তুলতে ভালই পারেন। বক্তিমে শুনে মনে হচ্ছে অলিম্পিকে যোগদান করতে নেমেছেন, তবে চিনের মত। :-)


  • pi | 128.231.22.89 | ২০ মে ২০০৯ ০১:২৯410074
  • মামু, :))

    আর আজ্জোদা, আমার কেমন জানি আবাপ পড়ে মনে হয়েছে, ওরা বেশ যত্ন নিয়ে পড়ে সুমনের এই ভোট নিয়ে অতি ক্যাজুয়াল ইমেজ টা তৈরি করেছে। কই, অন্য কাগজ বা ভিডিও তে সুমনের বক্তৃতা শুনলে তো এরকম লাগেনা।
    আমি নিজেও ওনার সভায় গান,বক্তৃতা শুনে এসেছি। ভোট পর্বের আগে। কিন্তু উনি রাজনীতি কিছু বোঝেন টোঝেন না এরকম কোন কথা তো বলতে শুনিনি, বরং রাজনীতি টা সিরিয়াসলি করতে চান, এমনতর কথাবাত্তাই ছিল ।

    আর টিম, এখনো বুঝতে পারলাম না কিন্তু, কে কটা বিয়ে করেছে , কজনের সাথে কবার শুয়েছে, বৌ এর সাথে তার সম্পর্কের সাথে তার তার জনপ্রতিনিধিত্ব করার যোগ্যতা কিভাবে নির্ধারিত হয় ?
  • Tim | 198.82.167.98 | ২০ মে ২০০৯ ০১:৫১410075
  • পাইয়ের কথা এবার অন্ধভক্তের মতই শোনাচ্ছে। আমার পোস্টের কোথায় বলেছি যে ঐ ঐ বিষয়ের সাথে রাজনৈতিক যোগ্যতার সম্পর্ক আছে? র দা কিছু অভিযোগ (নথিভুক্ত) কথা বলেছে। আমার ইঙ্গিতও সেদিকেই ছিলো। সিপিএমের উদাহরন দিয়ে লাভ নেই। আমি সিপিএমের প্রার্থীদের জাস্টিফাই করতে বসিনি। এ বিষয়ে দমদিও অনেক লিখেছে।
    এনিওয়ে, আমার আর নতুন করে এবিষয়ে কিছু বলারও নেই (অ্যাজ ইফ আগেও কত বলেছি)। তোমরা আলোচনা করো।

  • Tim | 198.82.167.98 | ২০ মে ২০০৯ ০১:৫২410076
  • অভিযোগের*
  • Du | 65.124.26.7 | ২০ মে ২০০৯ ০১:৫৯410077
  • আবাপ সুমনকে হারানোর জন্য ইমেজ বানাচ্ছে, ইয়ে বাত কুছ হজম নেহী হুয়া। বিশেষত: যখন তারা ঐ কেন্দ্রেই সইফুদ্দিন সিপিএমের প্রেম নিয়ে স্বরচিত গাথা সৃষ্টিতে ব্যস্ত ছিল।
    টপিকে বলার কিছু নেই, কিন্তু আবাপকে বাঁচাতে এটুকু বলতেই হল।
  • arjo | 168.26.215.13 | ২০ মে ২০০৯ ০২:০৯410078
  • পাই, বলেইছি সুমন সম্বন্ধে আমার ধারণা পারসেপশন, সেটা আবাপর রিপোর্ট, ওনার এতদিনের বিহেভিয়ার প্যাটার্ণের ভিত্তিতে তৈরী হয়েছে। এখনো অবধি এমন কিছু ঘটে নি যাতে সেই পারসেপশন বদলাবে। যদি কোনোদিন বদলায় বদলাবে। তো, পারসেপশন নিয়ে তর্ক করে লাভ নেই। তর্কে ও পাল্টায় না। :)

    সেলিব্রিটি ও ভোট নিয়ে আমার মূল ধারণা এখনো একই।

    আর অন্য প্রসঙ্গে সুমন যতদিন গান গেয়ে জীবিকা অর্জন করছিলেন ততদিন ওনার ব্যক্তিগত জীবন নিয়ে বিশেষ কিছু বলার নেই। কারণ ওনার এবং আমার সম্পর্ক হল ক্রেতা ও বিক্রেতা। আমি টাকা দিতাম উনি গান গাইতেন, ভালো লাগলে আরও টাকা দিতাম, নইলে কাটিয়ে দিতাম। ওনার দিক থেকেও তাই। তারপর উনি কি করছেন এবং আমি কি করছি কিছু যায় আসে না। কিন্তু লোকসভার সদস্য হওয়া মানে ওনাকে জনগণ কিছু পাওয়ার দিচ্ছে। সেই পাওয়ার উনি কিভাবে ব্যবহার করবেন তা নির্ভর করে ওনার মরাল, সোশ্যাল ভ্যালুস (আজকের দিনে অ্যাকসেপ্টেড), কনসিস্টেন্সির ওপর। তাই জন্যই ক্রিমিনাল অফেন্স থাকলে সে লোকসভার সদস্য হলে আপত্তি থাকে। কিন্তু তা সঙ্কেÄও প্রচূর এক্সেপশন হয়। আমি যেহেতু ভোটের রাজনীতির সাথে জড়িত নই তাই সমস্ত এক্সেপশনকেই একই রকম ভাবে দেখব। সে লক্ষণ শেঠ কিম্বা কবীর সুমন যেই হোন না কেন। এটা ইন জেনারাল কেন পাবলিক পার্সোনার পার্সোনাল লাইফ ইম্পর্ট্যান্ট সে পরিপ্রেক্ষিতে বলা। সুমনের ব্যক্তিগত জীবন সম্পর্কে আমার বিশেষ কোনো ডেটা নেই, কিছু বলতেও চাই না।
  • shyamal | 24.119.10.202 | ২০ মে ২০০৯ ০২:২৪410079
  • এই ব্যাপারে আমেরিকা খুব গোঁড়া। ভোটে যারা দাঁড়ায় তাদের চরিত্র দেখে। অর্থাৎ কেউ নিজে নেবারের বৌএর সঙ্গে প্রেম করলেও প্রেসিডেন্টের জন্য যে দাঁড়াবে সে যদি ওরকম কিছু করে তবে ভোট দেবে না। এটা আমার মনে হয় হিপক্রিসি।
    গ্যারি হার্ট ছিলেন বেশ ভাল ক্যান্ডিডেট। তিনি কোন বিকিনি পরা যুবতীকে কোলে বসিয়েছেন, তাই তাঁর কেরিয়ার নষ্ট হয়ে গেল। তিনি বৈদেশিক নীতি সম্বন্ধে কতটা জানেন তার হিসেব হল না।

    এদিক দিয়ে ভারতে কিন্তু একটা অলিখিত নিয়ম ছিল যে রাজনীতিকের ব্যক্তিগত জীবন নিয়ে রিপোর্টাররা কিছু লিখবেনা, লিখবে শুধু তার কাজ নিয়ে। সে টাকাপয়সা চুরি করলে বলবে। কিন্তু কার সঙ্গে শুচ্ছে সে নিয়ে কিছু নয়। শোনা যায় চিরকুমার প্রফুল্ল সেনের সঙ্গে কংগ্রেসের পুরবী মুখার্জির সম্পর্ক ছিল। কোন কাগজ কিন্তু এনিয়ে কেচ্ছা লেখেনি।
  • kallol | 122.167.10.51 | ২০ মে ২০০৯ ০৭:২০410081
  • আমি জানি না কিভাবে সুমনকে রবীদ্রনাথের সাথে এক আসনে বসানো হলো।
    আমার বলার ছিলো - যারা নিজেকে প্রকাশ করার তাগিদে সৃষ্টি করেন, তাদের সৃষ্টি যা communicate করে, তা যদি তারা না মানেন সেটা ভন্ডামী। আমার মতে যে ভন্ডামী রবীন্দ্রনাথ করেন নি, লালন করেন নি।

    পুলক বন্দ্যোপাধ্যায়ের সব গান শুনেছি এমন দাবী করি না। তবে আমার মনে হয় নি উনি নিজেকে প্রকাশিত করার তাগিদ থেকে গান লিখতেন। ওনার লেখা তেমন একটা ভালো লাগতো না। বরং গৌরীপ্রসন্ন মজুমদার মশাই বেশ ভালো লিখতেন, এবং অবশ্যই সলিল চৌধুরী, জটিলেশ্বর মুখার্জি।

  • tatin | 130.39.149.146 | ২০ মে ২০০৯ ০৮:৪৭410082
  • আমার মতে যে ভন্ডামী রবীন্দ্রনাথ করেন নি, লালন করেন নি।

    rabindranathbhanDamikorenni? sure?
  • arjo | 24.42.203.194 | ২০ মে ২০০৯ ০৯:১১410083
  • শ্যামল বাবু কিছু কিছু ক্ষেত্রে আমিও খুব গোঁড়া যেমন মাতাল চোখের ডাক্তারের কাছে ভুলেও চোখ কাটাব না। :)
  • pi | 128.231.22.89 | ২০ মে ২০০৯ ০৯:১৩410084
  • টিম, তোমার ১১:৪৬ এর পোস্টে তুমি কিছু প্রশ্ন করেছিলে। একজন জনপ্রতিনিধির যোগ্যতা নিয়ে। কোন কোন বিষয় বিবেচ্য হবে তাই নিয়ে।
    তার উত্তরে অনেকেই লিখে গেছেন জন প্রতিনিধি হলে তার ব্যক্তিগত জীবনের আচরণ স্ক্যানারের তলায় আসতে বাধ্য।
    এবারে সুমনের ব্যক্তিগত জীবন নিয়ে যে প্রশ্ন গুলো বার বার উঠে এসেছে এদ্দিনের নির্বাচনী প্রচার পর্বে, সেগুলো তোমার র তোলা যোগ্যতা নির্ধারণের ক্যাটাগরিতে আসবে কিনা সেটা আমার তোমাকে প্রশ্ন ছিল।
    তুমি এই এই প্রশ্নগুলো তুলেছ বলি নাই :)

    লিখিত অভিযোগ প্রসংগে, ঐ অভিযোগ কি এখনো প্রমাণিত অপরাধ? আমি তো কোথায় একটা পড়েছিলাম যে স্ত্রী বিদেশের নাগরিক বলে উনি দেখাননি , বা দেখাতে হয় না এরকম কিছু । সে যাই হোক, আইন তার নিজের মত ব্যবস্থা নেবে।
    কিন্তু কথাটা হল, কোন অভিযোগ নথিভুক্ত মানেই যদি কারুর জনপ্রতিনিধিত্ব করার যোগ্য চলে যায়, তাহলে
    কেউ প্রার্থী হবার পর তখন যদি তার সম্বন্ধে অভিযোগ ওঠে , তখন ই তাকে প্রার্থী পদ থেকে সরে যেতে হবে, এরকম কিছু আইন করা উচিত, নয় কি ?
    সে আইন হলে সুমন এবং আরো অনেকে ভোটে দাঁড়াতে পারেন না।
    অবিশ্যি ভোট টোট হয়ে যাবার পরে সে অভিযোগ মিথ্যা প্রমাণিত হলে তাতে একটা গন্ডগোল :)

    তবে সেটা যখন নেই, ততক্ষণ বেনিফিট অফ ডাউট দিয়ে ওনার জনপ্রতিনিধিত্ব করার যোগ্যতা এতে খর্ব হয়ে যায় না, এটা বলতেই পারি।

    ওনার বিরুদ্ধে আগের কেসগুলির কি পরিণতি হয়েছে ? সুমন কি শাস্তি পেয়েছেন তার জন্য ? এগুলো সিরিয়াসলি জানিনা।
    বিপ্লব চাটুজ্জের কেসটা নিয়ে সুমনের দিকের বক্তব্য তো এই গুরুতেই কেউ একটা লিখেছিলেন বোধহয়, কোথায় কবে কার লেখা ঠিক মনে নেই। সেটা পড়ার পর সুমন অযথা অভদ্রতা করেন এ ধারণাটা কিছুটা হলেও কেটেছিল।

    আর মনে হয়েছিল, অনেক সময় আমরা অন্ধ বিরোধিতাও করি :)
  • Ishan | 173.26.17.106 | ২০ মে ২০০৯ ০৯:১৫410085
  • এখানে একপিস কথা বলার ছিল। কারো ব্যক্তিগতভাবে সুমনকে অপছন্দ হলে কিচ্ছু বলার নেই। শঙ্করলালকে পাছা দেখিয়েছেন বলুন, কোনো প্রবলেম নেই। হঠাৎ ধর্মে মতি হল কেন, বলে খিল্লি করুন, কোনো অসুবিধে নেই। কিন্তু সিরিয়াস অভিযোগ-টোগ যখন আছে, তখন কংক্রিট অভিযোগ পেশ করাই ভালো।

    অনেককাল আগে থেকেই সুমনের বিরুদ্ধের অভিযোগগুলো হাওয়ায় ভাসানো।

    ১। লোকটা ফোনে হুমকি দেয়। বিপ্লব চট্টোপাধ্যায়কে হুমকি দিয়েছিল। এই নিয়ে কোথাও কোনো এফ আই আর হয়নি। কেউ এই অভিযোগ নথিভুক্ত করেছেন বলে শোনা যায়নি। তবু শোনা যায় সুমন ফোনে হুমকি দিয়েছেন এবং দেন। কারা এটা রটান, এবং কেন রটান জানা নেই। তবে সুমন নিজের বইয়ে লিখেছেন, তিনি এটা নিয়ে প্রতিবাদপত্র পাঠিয়েছিলেন, জাস্ট কেউ ছাপেনি।

    ২। লোকটা বৌ পেটায়। "সুমন আমাকে পিটিয়েছে' বা "আমার মেয়েকে অ্যাবিউজ করেছে' বলে মারিয়া চট্টোপাধ্যায় কোথাও বিবৃতি দিয়েছেন বলে জানিনা। দিলে জানান। অভিযোগটা আছে বলে মেনে নেব।

    এগুলো পরিষ্কার করে না জানালে অভিযোগগুলো দাঁড়াচ্ছেনা। অন্তত: কোত্থেকে জানলেন, সোর্সগুলো জানান। বিশ্বাসযোগ্য সোর্স হলে মেনে নেব। নচেৎ না।
  • pi | 128.231.22.89 | ২০ মে ২০০৯ ০৯:২২410086
  • আজ্জোদা, অবশ্য ই তুমি আবাপ পড়ে একটি পারসেপশন তৈরি করতে পারো ও আমার কথা শুনে কি দুটো ভিডিও অডিও শুনে সে পারসেপশন বদল না করতে পারো। :)
    সেই নিয়ে কিছু বলার নাই।
    একটি ই কথা বলার ছিল আর বারবার বলার চেষ্টা করছি , সুমন কিন্তু জাস্ট ঐ নিছক সেলিব্রিটি ক্যাটেগরি তে পড়েন না।
    কেউ এখানে আগেই লিখেছেন , 'সুমন তো নেহাত ভজন গান না (যদিও ভজন গাইলেই বা কি' ), এরকম কিছু কথা।
    হক কথা।
    সুমনের গান কি ওনার রাজনৈতিক সচেতনতার পরিচয় বহন করতো না ?
    সুমন তো রাজনীতির সাথে একসময় সক্রিয় ভাবে যুক্ত ও ছিলেন বলে শুনেছিলাম।

    তাই যদিও ভজন গাইলেও কিছু এসে যেত না, কিন্তু অনুপ জালোটা কি সুমন রাজনীতির জন্য এক ই ক্যাটেগরি র সেলিব্রিটি হিসেবে ট্রিটেড হবেন ( সেলিব্রিটি নিয়ে তোমার খুঁতখুঁতানি মেনে নিয়ে এবং তাতে কিয়দাংশে সম্মতি জানিয়েই বল্লাম) , এটা ভাবাটা একটু চাপ হচ্ছে,
    এই আর কি ।

  • Ishan | 173.26.17.106 | ২০ মে ২০০৯ ০৯:২৫410087
  • দুকে। আবাপর সঙ্গে সুমনের খারাখারি বহু পুরোনো। সেই আমলে সুমনের জনপ্রিয়তা অকল্পনীয় ছিল। এবং তিনি নিজের অনুষ্ঠানে যথেচ্ছ গালাগালি দিতেন। তার বড়ো অংশ আবাপকে। আবাপ কি একটা লেখায় শংকরলালকে একবার পশ্চাদ্দেশ দেখিয়েছিলেন।

    ওনার বক্তব্য ছিল সিম্পল। কাগজ গুলো নিজেদের পাওয়ারকে ব্যবহার করে যা খুশি লেখে। আমার তো সে ক্ষমতা নেই, অতএব আমার কথা আমি মঞ্চে বলব। যা খুশি বলব। এবং উনি চার অক্ষর ব্যবহার করে গাল দিতেন সেই সময়। আবাপকে।

    এর পরেই বিপ্লব চট্টোপাধ্যায় এপিসোড। (আমি নেহাৎ কনস্পিরেসি থিয়োরিতে বিশ্বাস করিনা, নচেৎ বলতাম ওটা আবাপই করিয়েছে :) )। আবাপ ওটা না করালেও, আমি সুমনের এই কথাটায় বিশ্বাস করি, আবাপ যত্ন করে ওটা প্রচার করেছে।

    ফলে খারাখারি টা ছিল এবং আছে। সেইজন্য আবাপ সুমনকে হারাতে উঠে পড়ে লেগেছিল, এটা একটু বাড়াবাড়ি হয়ে যাবে। ইকুয়েশন নিশ্চয়ই অতো সরল না।

    একই ভাবে সফির ইকুয়েশনটাও অতো সোজা না। বুদ্ধবাবু ভোটের আগে দুম করে বললেন, সফিকে ফেরানোর কথা ভাবা হচ্ছে। এমনি তো আর বলেননি। সিপিএমের ভোটগুলো যাতে সফির দিকে না যায়, সেই জন্যই বললেন। মানে, আমরা তো ওকে নিয়েই নেব, ওকে আর ভোট দিয়ে কি করবে। কিন্তু এই প্ল্যানটা, আরও অনেক কিছুর মতই ব্যাকফায়ার করল। মমতা ক্যাচ লুফে নিলেন। অবাম ভোটারদের বোঝালেন, যে, লোকটাতো সিপিএমেই চলে যাবে, ফালতু ওকে ভোট দিয়ে লাভ কি। ভোট নষ্ট। ইত্যাদি ইত্যাদি। আবাপও যত্ন করে ছাপল সেটা। কার ফরে ছাপল বলা শক্ত। আবাপকে বোঝা ঈশ্বরকে বোঝার কাছাকাছি। :)
  • Arijit | 61.95.144.123 | ২০ মে ২০০৯ ০৯:২৭410088
  • দুই নং নিয়ে - সুমনের নামে ৪৯৮এ কেস রয়েছে - মারিয়ার করা, সেখানে ওদের মেয়ে - ভার্জিনিয়া নাম সম্ভবত: - সাক্ষী। এটা নথিভুক্ত কেস।
  • pi | 128.231.22.89 | ২০ মে ২০০৯ ০৯:২৯410089
  • আর দুদি, আবাপ র সুমন বিরোধিতা তো বহুবিদিত।

    সইফুদ্দিন-সিপিএম টা আবাপ র গল্পগাথা ছিল কি ?
    ওটা তো সিপিএম এর ও স্বেচ্ছা প্রণোদিত প্রচার আর মমতার সেটাকে শেষ মুহূর্তে লুফে নিয়ে ওদেরকেই ব্যুমেরাং করে দেওয়া, এইরকম ই কিছু জানতাম। অন্তত:, পি ডি এস এর লোকজন ও এখন সেইরকম ই বলে বেড়াচ্ছেন :)
  • kanti | 125.20.11.34 | ২০ মে ২০০৯ ০৯:৩০410090
  • বিষয়টা ছিল : কে,কি বল্লেন। হয়ে দাঁড়াল,বেঁড়ে ব্যাটা সদ্য সাংসদ সুমনের পাছায় কত গু। এরা, ওরা সকলেই বেশ নাপাচ্ছেন যাহোক।একটু বিরতি ঘোষনা কোরে একবার ভাবুন না সেই মান্ধাত্তার কালের রত্নাকরের বাল্মীকি হওয়ার কথা।লোকটার কিছু ক্যালি আছে, এটাতো মানবেন।
  • pi | 128.231.22.89 | ২০ মে ২০০৯ ০৯:৩১410092
  • অজ্জিতদা, মেয়ের উপর অত্যাচার করা নিয়ে ?

    আর বৌ এর কেস তো অনেকদিনের। এখনো রায় বের হয়নি ?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল প্রতিক্রিয়া দিন