এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ভোট শেষ -- কে কি বল্লেন

    Ishan
    অন্যান্য | ১৬ মে ২০০৯ | ১৫৬৭৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Suvajit | 58.164.230.120 | ১৭ মে ২০০৯ ১৭:১৯410236
  • শ্রীজাতর কবিতা।
    http://www.anandabazar.com/17edit2.htm

    মমতার গদ্য।
    http://www.sangbadpratidin.in/kolkata.php

    অশোকবাবুর স্বগোতক্তি।
    http://www.aajkaal.net/cat.php?hidd_cat_id=7

    আর আবাপতে কোনো একটা খবরে একটা বাক্য দেখলাম, "যেখানে জনতার রায় বিরুদ্ধে যায়, সেখানে কোনও সংগঠন কিছু করতে পারে না।" আমার মতে একদম খাঁটি কথা, বামফ্রন্টের তাই আত্মবিশ্লেষণ জরুরী যে এই সংগঠনই এখন বামেদের প্রধান সমস্যা কিনা।
  • Du | 72.64.112.185 | ১৭ মে ২০০৯ ১৮:২৬410247
  • শিশুর লাশ তো দেখি কবিতার নর্দমা ছাড়ছে না। অবশ্য ভোট তো শেষ হয়নি এ বারের ভোটে।
  • Arpan | 122.252.231.12 | ১৭ মে ২০০৯ ১৮:৫৪410269
  • বুদ্ধের সমর্থকরা এখনো রাজ্যের বিরোধী নেত্রীর নাম মুখে আনতে ঘৃণাবোধ করেন দেখছি। এই সুনির্দিষ্ট ম্যান্ডেটের পরেও।
  • shrabani | 59.94.96.157 | ১৭ মে ২০০৯ ১৮:৫৪410258
  • সিপিএমের ঘরছাড়ারা শুভেন্দু অধিকারীর কাছে গিয়ে আবেদন করবে তাদের ঘরে ফিরতে দিক নিরাপদে। আজকের TOI এর খবর।
    (TOI বোর্ডে কারা আছে কে জানে!)

    কিন্তু সিপিএমের সমর্থকরা ঘরে ফিরতে পারছেনা বা পারেনি? ওগুলো তো সব সাজানো ছিল!
    কেন? পার্টি পুলিশের সাহায্যে সন্ত্রাস করে তাদের ক্যাডারদের বাঁচাতে পারছেনা?

    অধিকারী মশাইয়ের অবশ্য দয়ার শরীর, সবার সমস্যা খতিয়ে দেখবেন বলেছেন ই টিভিতে বাছবিচার করবেননা শুধু ...
    এখন আর বলছেননা যে তারা তো সব দুধের শিশু, তাদের ভয়ে ঘরে ফিরতে পারছেনা এ আবার কি অপপ্রচার!
  • saikat | 59.93.163.71 | ১৭ মে ২০০৯ ১৯:৫৯410280
  • মমতার নাম মুখে আনতে রুচিতে বাঁধে - এ রকম একটা কথা মুখ্যমন্ত্রীর নিজেই দিন কয়েক আগে বলেছেন।

    কিন্তু কেন? কি সেই রুচি জানা নেই।

    "আমরা ২৩৫, ওরা ৩০", "paid back by their own coins"-এর মত এই রকমের কথাও যে আখেরে তাদের ক্ষতিই করছে তা তাঁরা বুঝছেন কিনা জানা নেই। অবশ্য রেজ্জাক মোল্লা বলেছেন জে মুখ্যমন্ত্রী "আমরা ওরা" না বল্লেই পারতেন।
  • Samik | 122.162.236.138 | ১৭ মে ২০০৯ ২০:১১410291
  • উরিন্না!! অশোক দাশগুপ্তর কলমে মমতার জন্য ভালো ভালো কথা !!! পারিনা মাসিমা।
  • Du | 72.64.112.185 | ১৭ মে ২০০৯ ২০:৩৩410302
  • আরে না না নাম তো মুখে চিরকালই আনি । এ নিয়ে এতো ঘৃণা ফিনার কথা আসছে কোথ থেকে ? নৌকা ডুবিয়ে পুজো পাওয়ার গল্পটা মিলে যাচ্ছে বলেই আলংকারিক অর্থে বলা, সেটা এখানে সবাই বোঝেন বলেই মনে করি বলেই লিখেছিলাম দুবার লিখবো না ভেবেও । ঘৃণা করি না অবশ্যই। দেখলাম তো এক্সক্লুসিভ ইন্টারভিউ। ঐ দু মিনিটে একটু নির্মল খুশি আর বক্তব্য দেখবো আশা করেছিলাম - কিন্তু ছল চাতুরী বাদ দিয়ে দুমিনিটও কাটলো না। তাই ঘৃণা অবশ্যই নয়, আর মানুষের সাপোর্ট পেয়েছেন বলে জয়ধ্বনিও করছি, কিন্তু তার বেশি আর পারলাম না।
  • shyamal | 24.119.10.202 | ১৭ মে ২০০৯ ২১:১৬410324
  • অশোক দাশগুপ্ত আজকালে লিখেছেন, যদি কারাট পরমানূ চুক্তি ইস্যুতে সমর্থন সরিয়ে না নিতেন তবে কংগ্রেস প: বঙ্গে তৃণমূলের সঙ্গে জোট করত না, তাহলে এরকম বিপর্যয় হত না। সব কিছু হাঙ্কি ডোড়ি থাকত।

    কিন্তু আমার মনে হয় কংগ্রেস অত বোকা নয়। তারা তাদের মন্ত্রী লালু, পাশোয়ানের সঙ্গেও একসাথে লড়েনি। বিহারে একা লড়েছে। বাম দল মাত্র ৬৪ টা সীট নিয়ে কংগ্রেসের ওপর ছড়ি ঘুরিয়েছে। এটা বদল করার প্রয়াস কংগ্রেস নিতই।
  • santanu | 217.196.19.45 | ১৭ মে ২০০৯ ২১:২৮410336
  • এবার মনমোহনবাবু উদারনীতি ইত্যাদি শুরু করবেন, ২৪ জন নিয়ে বামদলগুলো ওখানে বিশেষ ট্যাঁ ফোঁ করতে পারবেন না - মনে হচ্ছে বেশ ঘনঘন ভারত (বাংলা) বন্ধ হবে - চাড্ডি ছুটি পাওয়া যাবে।
  • Arpan | 122.252.231.12 | ১৭ মে ২০০৯ ২১:৪১410347
  • মনসাটা সত্যি বুঝিনি, আসলে ভাবিনি এইভাবে। তিন "ন' (ন্যানো, নন্দীগ্রাম আর নয়াচর) নিয়ে সিপিএমের প্রচার হজম হলে ভাবতাম হয়ত। :-)
  • Arpan | 122.252.231.12 | ১৭ মে ২০০৯ ২২:০০410352
  • এই খবরটি দেখুন। এতদিন ধরে রিগিং নিয়ে বিরোধীরা যেই অভিযোগ করতেন প্রথম প্যারাটি যেন তারই প্রতিধ্বনি।

    http://aajkaal.net/report.php?hidd_report_id=113028
  • Du | 72.64.112.185 | ১৭ মে ২০০৯ ২২:৩০410353
  • অর্পণ, মুখ্যমন্ত্রীর রুচিতে বাধার বক্তব্যটা একটু পেস্ট করবে? বক্তব্যটা ঠিক এই সেন্সে ছিল বলে মনে হয় না।

    যাই হোক , আমার এখন বেশি বকবক করা মানায়ও না। বরং ভাবি বসে - কেন একইসাথে চিদাম্বরমের দোষ আর একইসাথে কারাতের হাত থেকে মনমোহনের মুক্তি ভাল।
  • Du | 72.64.112.185 | ১৭ মে ২০০৯ ২২:৩২410354
  • পাহাড় নিয়ে আর ভেবে কাজ নেই পুরমন্ত্রীর- জাতির লাইনে ভোট শুরু হলে কমুনিস্টির বারোটা বাজেই - আসামে সেটাই হয়েছে।
  • Ri | 121.247.234.219 | ১৭ মে ২০০৯ ২২:৫১410355
  • মনমোহন চাইলে সংস্কারের স্টীম রোলার চালিয়ে দিতে পারে, প্রকাশ কারাতেরা বুড়ো আঙ্গুল চোষা ছাড়া কিছুই করতে পারবে না, বামেরা জাতীয় রাজনীতিতেই অপ্রাসঙ্গিক হয়ে গেছে।পাওয়ার উইদাউট রেসপন্সিবিলিটি কনএপ্ট টাকেই দেশের লোক নেয় নি।
    কিন্তু মনে হয় মনমোহন কাছা খোলা রিফর্ম নীতি নেবেন না, প্রণব বাবু আছেন বলে কথা,সেই ইন্দিরা জমানার রাষ্ট্রীয়করণ অর্থনীতির রূপকার।আর মনমোহন নিজেও যথেষ্ঠ প্রাজ্ঞ অর্থনীতিবিদ।তবে বামেদের কপালে আগামী পাঁচ বছরে অপমান আর লাঞ্ছনা ছাড়া কিছু দেখছি না।
    লালের মধ্যে অনেকেই বলছে এ হল ইয়েচুরি কারাত পান্ধে দের মত ইলেকশন না লড়া ভুঁইফোড় দের মাথায় তোলার ফল। নিউক্লিয়ার ডীল টা কি খায় না মাথায় দেয় এটা নিয়ে ইপিএমের নথিভুক্ত বাস কন্ডাকটর রা এটা নিয়ে লিস্ট ইন্টারেটেড।ইজরায়েলের থেকে অস্ত্র কিনেছে তো কি মহাভারত অশুদ্ধ হয়েছে এটা সিটুর অটো ওলারা সদস্য বোঝে না ,বোঝার ইন্টারেস্ট ও নেই।কিন্তু ওরা ভাবে বাংলা ৩৫ জন এম পি দিয়েছিলো গতবার, আর ঐ রুটলেস দক্ষিণী নেতাদের কিকরে সাহস হয় সোমনাথ বাবুর মত প্রবীন নেতাকে বহিকার করার? কেরল লবি কিকরে এত শক্তিশালী হয় ? এখানে বাংলা বঞ্চিত নয়? সাধারন সিপিএম কর্মীরা প্রশ্ন তুলছেই এবং তুলবেও। দীর্ঘদিন সিপিএমের সংগঠন করা লোকে ভাবে সইফুদ্দিনের মত শার্প নেতা,সুজিত বসু, সমীর পুততুন্ডের মত সংগঠক কে কারাত রা দল থেকে বের করে দেয় কেন? সুভাষ দলকে এত দেওয়া সত্তেও কেন উপেক্ষিত?
  • Ri | 121.247.234.219 | ১৭ মে ২০০৯ ২৩:০৭410356
  • সাম্প্রতিক অবসার্ভেশন - কলকাতায় বহু অটোতে সিটুর স্টিকারের বদলে AITTUC(এ আই টি ইউ সির তৃণমূলী ভার্সন ) র স্টিকার লাগানো দেখলাম - নতুন লাগানো হয়েছে। আর CSTC বাসে মে দিবসের পোস্টার ছিঁড়ে AITTUC র সদ্য লাগানো পোস্টার - " বেতন কমিশনে সি এস টি সির বাসকর্মীদের মাইনে বাড়ল না কেন অপদার্থ রাজ্য সরকার জবাব দাও"।
    তৃণমূল যদি বলে বাসকর্মীদের মাইনে বাড়াবে তাহলে সিটুর ম্যাক্সিমাম সদস্য চলে আসবে ওদিকে।এখন লোকে বোঝে পয়সা আর নিজের স্বার্থ।ঐ ইজম সংগ্রামে বিশ্বাস এই সময়ে গল্পকথা। আর আছে বেওসায়ি রা- ক্ষমতার মধু যেদিকে মৌমাছিও সেদিকে - নেতাকে কিছু দেবো নেতাও আমার কাজ করে দেবে।তারাও শিবির বদল করবে।

  • shyamal | 24.119.10.202 | ১৭ মে ২০০৯ ২৩:২২410357
  • এটা ঠিক যে কংগ্রেস অর্থনৈতিক রিফর্ম করবে কিন্তু ধীরে ধীরে করবে। প্রনববাবু খুব সম্ভবত: হোম পাবেন, অর্থ হয়তো মন্টেক সিং আলুওয়ালিয়া। কিন্তু প্রণব , আমার ধারণা, মোটেই ১৯৭০ এর ধারণা নিয়ে বসে নেই। মনে রাখবেন , মনমোহন সিং যখন রিজার্ভ ব্যাংকে ছিলেন তখন একজন বামপন্থী অর্থনীতিবিদ বলে পরিচিত ছিলেন। উনি যে ১৯৯১ এ লিবারালাইজেশন করবেন অনেকেই ভাবতে পারেনি।

    এখন পুরো ম্যান্ডেট কংগ্রেসের হাতে। অন্তত: কতগুলো রিফর্ম করা অত্যন্ত জরুরী।
  • pinaki | 67.43.246.22 | ১৮ মে ২০০৯ ০২:৪৪410358
  • হেব্বি দিল আমার মা। রেজাল্টের পরে কথা হচ্ছে। দেখি বলছে - ""এদিকে শুনেছিস তো কি অবস্থা?"" গলায় উচ্ছ্বাস শুনে জিগালাম - ""তুমিও কি এইবার?...." বলল - ""না না, আমি দিই নি। কিন্তু পরিবর্তনটা হয়ে ভালো হয়েছে।""

    বোঝো। :-))
  • Arijit | 61.95.144.123 | ১৮ মে ২০০৯ ১০:৩১410359
  • ভোটের টইয়েই লিখেছিলাম - রিগিং, বুথ জ্যাম, সন্ত্রাস কিস্যু দিয়ে পপুলার ভোটের erosion-এর ব্যাখা দেওয়া যায় না। সিপিএম এই erosion আইডেন্টিফাই করতে পারেনি - বাংলা কথা। কেন পারেনি এবং erosion টা কেন হল - এই প্রশ্নগুলোর উত্তর খুঁজলে কাজে দেবে।

    অটোতে স্টিকার বদলের ঘটনার মতন আমিও দেখলাম - নতুন করে পতাকার অর্ডার দেওয়া। ইস্পাত মনে পড়ে কারো? কোনো এক শহরে লোকজনের মধ্যে কথা হচ্ছে - অমুক আসছে, তাদের চিহ্নটা কি বলতে পারেন - ঘরে লাগাবো...এর আগে যারা এসেছিলো তাদের তো তমুকটা ছিলো...

    এটা অনেকদিন ধরে বলে আসছে অনেকে - কেউ কান দেয়নি।
  • Samik | 122.162.236.189 | ১৮ মে ২০০৯ ১১:০৯410361
  • হুম্‌। ইস্পাত মনে পড়ে গেল। সত্যি!
  • Arijit | 61.95.144.123 | ১৮ মে ২০০৯ ১২:০৮410362
  • ২৪ ঘন্টা জিটিভির সেটা জানতাম, NE-বাংলা-ও ওদের জানা ছিলো না। বাকি ব্যাপারগুলো নিয়ে কিছু জানা নেই, তবে দুটো কিন্তু পোলার অপোজিট - মানে আউটলুকের দিক দিয়ে - ২৪ ঘন্টা প্রো-বাম, এনই একেবারে উল্টো।
  • Samik | 122.162.236.224 | ১৮ মে ২০০৯ ১২:১২410363
  • NEতে বাংলা খবর হয় কতটুকু? অসমীয়া, মণিপুরি এসবও তো হয় সারাদিন ধরে।
  • shyamal | 24.119.10.202 | ১৮ মে ২০০৯ ১৬:২৪410364
  • ভোটের ফলশ্রুতি : সেন্সেক্স উঠেছে ২১১০ পয়েন্ট বা ১৭% । এখন ১৪২৮৪।
  • r | 125.18.104.1 | ১৮ মে ২০০৯ ১৬:৪৩410365
  • ইলেকশনে যা হবার ছিল তাই হয়েছে। ভালই হয়েছে। একমাত্র কবীর সুমনের জেতাটা ছাড়া। আর বরুণ গান্ধী। ভীষণ চেয়েছিলাম এই দুজন হারুক।
  • d | 144.160.5.25 | ১৮ মে ২০০৯ ১৬:৪৫410366
  • ক্কি ক্কান্ড!!!
    আমিও চেয়েছিলাম এই দুজন এবং কাকলি ঘোষ দস্তিদার হারুক।
  • dipu | 207.179.11.216 | ১৮ মে ২০০৯ ১৬:৪৮410367
  • মহারাষ্ট্রে রাজ ঠাকরের পার্টি প্রচুর ভোট পেয়েছে। এটাও একটা বাজে ব্যাপার। তবে সে তো শিবসেনাও প্রচুর ভোট পায়।
  • intellidiot | 220.225.245.130 | ১৮ মে ২০০৯ ১৬:৫২410368
  • বরুণ গান্ধীর জেতাটা আমারও ভালো লাগেনি, কিন্তু কবীর সুমনের জয়টা আমি খুব করে আশা করেছিলাম। রাজনীতিটা যেমন দুর্জনের আখরা হয়ে উঠেছে তাতে ওনার মত কয়েকজন বিদ্বান মানুষ এলে রাজনীতিরই ভালো।
  • r | 125.18.104.1 | ১৮ মে ২০০৯ ১৬:৫৫410369
  • এই রাজ্যে ক্রিমিনাল কেস নিয়ে দাঁড়ানো প্রার্থীদের মধ্যে অগ্রগণ্য তো কবীর সুমন! বিদ্যা থাকলেই মানুষ আর দুর্জন হয় না?
  • dipu | 207.179.11.216 | ১৮ মে ২০০৯ ১৭:২০410370
  • বরুণ ফিরোজ গান্ধী ওরকম বাণী দেওয়ার পর দু লাখ একাশি হাজার ভোটে জিতেছেন। ছ্যা:
  • Partho | 202.177.144.18 | ১৮ মে ২০০৯ ১৭:২৪410372
  • r কে-
    সুমনকে যে কারনে আপনার অপছন্দ, ঠিক একই কারনে নিশ্চয়ই আপনি অমর্ত সেনকেও পছন্দ করেন না!

    তবে আমি কিন্তু সেলিমের হারে দারুন খুশি হয়েছি। আশা করি এই হার CPMকে এই শিক্ষা দেবে যে প্রোমটার আর ক¾ট্রাক্টারদের পয়সায় নির্বাচন লড়লে কি ফল হয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে প্রতিক্রিয়া দিন