এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ভোট শেষ -- কে কি বল্লেন

    Ishan
    অন্যান্য | ১৬ মে ২০০৯ | ১৫৪৬০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Somnath | 220.226.186.71 | ২০ মে ২০০৯ ১৪:৩৫410161
  • পল্লব কীর্তনীয়া যথেষ্ট ভালো গান লেখে, সুর দেয় এমনকি গায় ও। পলিটিকাল ওরিয়েন্টেশন বেসড রেজিমেন্টেশন মারফৎ পার্সোনাল প্রেফারেন্স সেট করলে অবশ্য সত্যিই কোনো তর্ক হতে পারে না।
  • Blank | 170.153.65.102 | ২০ মে ২০০৯ ১৪:৩৫410160
  • আমাদের এক আত্মীয়া (বাচ্ছা আর কি) এবং মারিয়া চ্যাটার্জীর মেয়ে একই স্কুলে পড়তো (এখনো পড়ে কিনা জানিনা)। ক্লাসমেট।
    সুমন চাটুজ্যের কথা প্রথম সেখান থেকে শোনা। প্রথম দিকে বিশ্বাস হতো না।
    (মারিয়া চ্যাটার্জী মেয়েকে আনতে স্কুলেও যেতেন)
  • r | 198.96.180.245 | ২০ মে ২০০৯ ১৪:৪৩410162
  • ওগুলো গান নাকি!

    বাই দ্য ওয়ে, পোলিটিকাল প্রেফারেন্স খুঁজতে গিয়ে সুস-র উপর করা মন্তব্যটা মিস করে গেলি? ;-)

    এর মধ্যে পোলিটিকাল প্রেফারেন্সের কি আছে? মহাশ্বেতা দেবী আবুল বাশারের থেকে ভালো ঔপন্যাসিক, প্রকাশ কর্মকার সমীর আইচের থেকে ভালো চিত্রশিল্পী, সৌমিত্র চট্টোপাধ্যায় অপর্ণা সেনের থেকে বড়ো অভিনেতা, সুমন মুখোপাধ্যায় চন্দন সেনের থেকে ভালো নাট্যপরিচালক, জয় গোস্বামী মল্লিকা সেনগুপ্তের থেকে ভালো কবি, পল্লব কীর্তনিয়া বেসিকালি কিছুই পারে না- এ তো সবাই জানে। ;-))
  • shyamal | 24.119.10.202 | ২০ মে ২০০৯ ১৬:৫৯410163
  • মনিশংকর আইয়ার : উনি সিপিএমে থাকলেই ভাল হত। চরম বামপন্থী আর কমিউনিষ্টদের মতই ইরানের প্রতি অতি সহানুভুতিশীল। ওনার দাদা স্বামীনাথন আইয়ার অনেক সেন্সিবল।

    মমতার বিরোধীতা প্রসঙ্গে : মমতা মোটেই বোকা নন। জানেন যে কংগ্রেসের সঙ্গে জোট ছাড়া বাংলায় জেতা যাবেনা। কাজেই যতই বলুন, কংগ্রেসের সঙ্গে ঝগড়া করবেন না। কেন্দ্রে কংগ্রেস কি পলিসি নিচ্ছে তাতে মমতার বিশেষ মাথাব্যাথা থাকবেনা।

    জোট হওয়ায় প: বঙ্গেও ওনার একছত্র ভাবটা কমবে। সেটা ভাল।

    তবে অলরেডি মমতা নাকি সিদ্ধার্থ রায়ের কাছ থেকে একটি চিঠি আনিয়েছেন। ১৯৭৭ এর জনতা পার্টি জয়ের পর নটা রাজ্যে কংগ্রেস সরকারকে তুলে দিয়ে রাষ্ট্রপতির শাসন করেছিল যাতে বিধান সভা ভোট হয়। মমতা সেটা করার চেষ্টা করবেন মনে হয়।
  • arjo | 24.42.203.194 | ২০ মে ২০০৯ ১৭:০৫410164
  • অপর্ণা সেন চেষ্টা করলেও কোনোদিন সৌমিত্র চট্টোপাধ্যায়ের থেকে বড় 'অভিনেতা' হতে পারবে না। অন্য অসুবিধা আছে। ;)

    পাই, সুমন হলেন ইন্টেলেকচুয়ালদের সেলিব্রিটি যেমন শতাব্দী হলেন ওনারা যাত্রার ক্রাউডের সেলিব্রিটি। কারণ টার্গেটেড অডিয়েন্স ওনাদের কথাবার্তা, মেসেজ কিম্বা গানের সাথে নিজেদের চিন্তাভাবনার আইডেন্টিটি খুঁজে পায়। তাই সুমন যাদবপুরে দাঁড়ায় আর শতাব্দী বীরভূমে। আসলে দুজনেই সেলিব্রিটি।

    যতদূর মনে পড়ছে, সুমনের বৌ মারিয়াই সুমনের বিরুদ্ধে মামলা করেছিল। খবরের কাগজেও এসেছিল নব্বইয়ের শেষের দিকে? ঠিক মনে নেই। মামলা যখন চলছে কেউ একটা করেছে। কে মামলা করেছে কারুর জানা আছে?
  • shyamal | 24.119.10.202 | ২০ মে ২০০৯ ১৮:২৩410165
  • ওয়েবে বিভিন্ন সাইটে যত কমেন্ট বেরিয়েছে, তার মধ্যে একটা জিনিষ উল্লেখযোগ্য। বিজেপি সমর্থকরা বলছে, প:বঙ্গের অবস্থা আরো খারাপ হল এবার মমতা জিতল বলে। তারা মনে প্রাণে চাইছে বামেরা আবার জিতুক।

    প:বঙ্গে ৪২ টা আসন। তার খুব কমই UPA পেত। NDAর একটাও পাওয়ার কথা নয়। কিন্তু এবারে UPA র বিশাল জেতার একটা কারণ প: বঙ্গে জোট আর ২৫ টা আসন জেতা। বিজেপি দেখছে ২০১৪ তেও কংগ্রেস, মমতা জোট যদি থাকে তো তারা বেশ কিছু সীট পাবে প: বঙ্গ থেকে। সেটা একটা বিরাট তফাৎ করে দেবে দুটো গ্রুপের মধ্যে। কাজেই NDA র ভবিষ্যত খুব উঙ্কÄল নয়।
  • Joburg | 196.13.231.43 | ২০ মে ২০০৯ ১৯:০৬410166
  • Lot of people are even quite confused to the prospect of seeing Mamata as Next CM.

    Btw . what happened to Partho Chatterjee , one of the most visible and Vocal leader during Last phase of Singur episode ? Any update on him

    Regards

  • d | 117.195.39.63 | ২০ মে ২০০৯ ২১:০২410167
  • Joburg,

    এটা তো বাংলা সাইট। একটু কষ্ট করে বাংলায় লেখা অভ্যাস করে নিয়ে তাতেই লিখুন না।
  • Ishan | 12.163.39.254 | ২০ মে ২০০৯ ২১:৪১410168
  • কোন ধারায় মামলা এখনও কেউ বলতে পারলনা। গণশক্তি, আজকাল, বারো ঘন্টা চব্বিশ ঘন্টা কেউ না। সাধে কি আর হেরেছে? :)

    আর 498 A কি সুমনের কেসের সময়ে হয়নি? আমি এই ব্যাপারে বিশেষজ্ঞ নই। তবে নেটে সার্চ করে প্রথম যে লিংকটা পেলাম, সেটা হল: http://www.498a.org/498aexplained.htm । এই খানে দেখছি, 498A "Passed by Indian Parliament in 1983, Indian Penal Code 498A, is a criminal law (not a civil law)' ।

    এবার দুটো অপশন হতে পারে। ১। এরা ঢপ দিয়েছে। ২।সুমন প্রথম বামফ্রন্টের আমলে (কে জানে আরও আগেও হতে পারে, হয়তো জরুরি অবস্থার সময়) বৌ পিটিয়েছিলেন।

    এর মধ্যে কোনটা ঠিক, জানতে পারলে ভালো হত। :)
  • Blank | 170.153.65.102 | ২০ মে ২০০৯ ২২:০৬410170
  • এই তো TOI তেও লেখা ছিলো যে মারিয়া সুমনের বিরুদ্ধে কেস করেছিলো টর্চারের অভিযোগে।

    http://timesofindia.indiatimes.com/articleshow/1732093439.cms

    a few years ago, his first wife, maria, a german, had dragged chattopadhyay to court on grounds of torture

  • Ishan | 12.163.39.254 | ২০ মে ২০০৯ ২২:২৪410171
  • ও লিংক তো অজ্জিত আগেও দিয়েছে। মারিয়ার সঙ্গে সুমনের যে বিচ্ছেদ হয়েছে, কোর্ট কাছারি হয়েছে, সেটা নিয়ে তো কোনো সন্দেহ নেই। ব্যক্তিগত জীবনে বিচ্ছেদ হলে ওসব হয়েই থাকে। লোকে একে অন্যকে চরিত্রহীন বলে, নপুংসক বলে, মামলা ঠোকে।

    সেটা পেয়েন্ট না। পয়েন্ট হল, এক। সেই কেস কি এখনও চলছে? দুই। সেটা কি আদপেই ফৌজদারি কেস? হলে কোন ধারায়?

    আমি এই ব্যাপারটায় কিস্যু জানিনা। এই দুটো জানিয়ে দিলেই মেনে নেব সুমন অন্যায় করেছেন। (অবশ্য সোর্সটা যদি সিপিএমের লিফলেট না হয়। :) )। অন্যথায় পুরো ব্যাপারটাই অন্ধভক্তির উল্টোপিঠের অন্ধবিদ্বেষ এর মতো লাগছে।
  • Du | 65.124.26.7 | ২০ মে ২০০৯ ২২:৩৯410172
  • ঈশানকে,
    বুদ্ধ যেচে পড়ে বা জনসভায় সফির কথা বলেননি, আবাপই তাকে ডেকে ঐভাবে জিগিয়েছিল। চালু লোক হলে বুদ্ধ বলতেন - ঐ ব্যাপারে কিছু বলার নেই। পছন্দের নিউজ ম্যানুফ্যাকচার করে ফ্রন্ট পেজে দেওয়াকে তারা শিল্পের পথে নিয়ে গিয়েছে।
    সুমন আবাপকে গালি দিতেন - আর সিপিএম কি করত?

    সিপিএমের প্রচারগুলো ফালতু হয়েছে সে নিয়ে কোন সন্দেহ নেই, একটা কারণ মনে হয় তারা ধরে নিয়েছিল সব মানুষই আসলে তাদের সাপোর্টার ( মানে আমার মত সাপোর্টার :))।

    পাই - আশা করো, ক্ষতি নেই কিন্তু মনে রেখো, ডিমটা মুরগীরই :)
  • arjo | 168.26.215.13 | ২০ মে ২০০৯ ২২:৪২410173
  • সফি কে নিয়ে দুই দলই খেলেছে। বুদ্ধ বলেছে ওকে দলে নিয়েই নিচ্ছি। আন্ডারলাইন বক্তব্য হল ওকে ভোট দিয়ে আর কি করবেন আমাদেরই দিন। আর মমতা বলেছে সাতদিনের মধ্যে সিপিএমে ঢুকবে, ওকে ভোট দেবেন না। বেচারা সফির জমানত বাজেয়াপ্ত।
  • Ishan | 12.163.39.254 | ২০ মে ২০০৯ ২৩:০৭410174
  • বুদ্ধ খুব চালু লোক বলেই তো বললেন, সফিকে আমরা ফিরিয়ে নেব ভাবছি। যাতে সিপিএমের লোকজন সফিকে ভোট দিয়ে কষ্ট না করে। কদিন বাদেই তো লোকটা চলেই আসবে পার্টিতে।

    আবাপ খুব চালু, সে নিয়ে অবশ্য কোনো মতপার্থক্য নেই।
  • dd | 122.167.1.49 | ২০ মে ২০০৯ ২৩:১৮410175
  • ও:।
    এটা কি খ্যাল করেছেন যে সুমন নিছক টেকো ? আমার পরপর দুজন বস নিশ্ছিদ্র টেকো ছিলেন এবং আমাকে স্যাক করেছিলেন।
    আর কী ই বা বলার আছে ?

    দ্বিতীয়ত:, উনি ঘিলু রাগে মীরের সময় ঋ ঋ ষ ণি ণি খ্যা খ্যা র বদলে ডি রে রে চিং বিং কেঁউ কেঁউ করে থকেন। একজন সোস্যালি কমিটেড গায়কের কাছে এটি খুবই অনভিপ্রেত।

    আরো কারন আছে। "আমি কবীর সুমনরে এম্নি এম্নি পসন্দ করি না, বেশ করি" টাইপের ছেঁদো যুক্তি দিয়ে আমি পলায়ন করি না।
  • pi | 128.231.22.89 | ২০ মে ২০০৯ ২৩:৪৬410176
  • আচ্ছা, যদ্দুর জানি, সুমন ওনার স্ত্রী সম্পত্তি তো 'nil' বলেননি , বলেছেন NA। আর সেটা ওনার স্ত্রী ভারতীয় নাগরিক নন বলে।
    এতে ভুলটা কি ?

  • Ishan | 12.163.39.254 | ২১ মে ২০০৯ ০০:০৫410177
  • দুকে। ছাপে নাই বলে জানা গেল। সর্বত্র খবরটাকে "সিপিএম প্রার্থী অভিযোগ করেছেন' বলে ছাপা। ডিটেল দেওয়া নেই। কেউ আর দায়িত্ব নিয়ে ডিটেলটা ছাপেনি। এখন, জানি, কিন্তু ছাপব কেন, বলে চুক্কি দিলে অন্য কথা। :)

    টিম। আমি কি বল্লাম সিপিএম শত্রুতা করে সুমন-মারিয়ার ডিভোর্স করিয়েছে? :) ঐ মামলার সঙ্গে সিপিএমের কোনো সম্পকো নেই। কিন্তু আজকের প্রচারটা সিপিএমের। যেখানে ঐ মামলাটাকে কায়দা করে ব্যবহার করা হচ্ছে।

    আজ্জো। সুমন ফৌজদারি মামলায় ছাড়া পেয়ে গেলেও দোষী হতেই পারেন। প্রভাব খাটিয়ে তো অনেকেই ছাড়া পায়। তাতে কি হল?
  • pi | 128.231.22.89 | ২১ মে ২০০৯ ০০:০৮410178
  • সুমনের ইসলাম ধর্ম গ্রহণ করাটা আমাদের অনেকের কাছেই ভন্ডামির চূড়ান্ত উদাহরণ।
    ওনার এ বিষয় নিয়ে উত্তরগুলোতে একবার চোখ রাখা যেতে পারে।

    “I decided to get rid of my Hindu Brahmin identity on the day that Graham Staines and his two boys were burnt alive,” he says, referring to the murder of the Australian missionary and his sons by Hindu fundamentalists in 1999.
    After much deliberation, Suman zeroed in on the name, Kabir Suman. “I wanted to keep the name my parents gave me, so I kept Suman. I took the name Kabir after Sheikh Kabir, a Bengali Muslim poet who wrote Baishnab Padabali. Suman is a self-confessed agnostic and nihilist-anarchist, though, as he says, “of an academic sort.” He talks about his miniscule existence in a vast universe. But when you ask him whether he doesn’t attribute all this immensity to something or someone, he reflects for a moment. “You mean God? If there was a God, there wouldn’t be cruelty to animals and children,”

    http://www.telegraphindia.com/1070902/asp/7days/story_8265265.asp
  • Du | 65.124.26.7 | ২১ মে ২০০৯ ০০:১৩410181
  • সিপিএম প্রার্থীর অভিযোগটাতো তো স্ত্রীর (বর্তমান) সম্পত্তির হিসেব নিয়ে। প্রাক্তন স্ত্রীকে নিয়ে সিপিএম প্রার্থী কি অভিযোগ করবেন?

  • Tim | 198.82.167.98 | ২১ মে ২০০৯ ০০:১৩410179
  • আরে ডিভোর্স কেন করাবে? আমি তো সেই সময়ের প্রতিবেদনের কথা বললাম। তখন তো কায়দা করে মামলা সম্পর্কে প্রচার করার দরকার ছিলোনা। এই মামলা এখনকার সময় হলে বোঝা যেত, কিন্তু সেই সময় যত্ন করে কাগজে প্রচার করা হবে কেন যে সুমন টর্চার করেছেন?
  • Ishan | 12.163.39.254 | ২১ মে ২০০৯ ০০:১৪410182
  • পাল্টা প্রশ্ন। কায়দা করে প্রচার করার কি দরকার ছিল, সুমন ফোনে বিপ্লব চাটুজ্জেকে হুমকি দিয়েছেন?
  • Ishan | 12.163.39.254 | ২১ মে ২০০৯ ০০:১৭410183
  • দু এর কথাটা বুঝতে পারলাম না।
  • Tim | 198.82.167.98 | ২১ মে ২০০৯ ০০:১৯410184
  • আরে সেতো আবাপ সুমনের শত্রু। কন্সপিরেসি থিওরি তো রেডিই তারজন্য।
    মামলার খবর আবাপ ছাড়াও আজকালেও বেরিয়েছিলো কিন্তু।
  • pi | 128.231.22.89 | ২১ মে ২০০৯ ০০:২০410186
  • দু দি, বুঝলাম না।
    সুমনের বর্তমান স্ত্রী তো সাবিনা। আর উনি তো বাংলাদেশের নাগরিক। মানে অ-ভারতীয়। কিলিয়ার ? :)

    নাকি তুমি অন্য কিছু কয়েছিলে ? ধাঁধা ছিল ? কিলিয়ার করো :)

  • Du | 65.124.26.7 | ২১ মে ২০০৯ ০০:২০410185
  • পাই, ইসলাম ধর্ম বানের জলে ভেসে আসে নি। জন্মসূত্রে হলে কিছু করার নেই কিন্তু দীক্ষিত হতে হলে একটা বিশ্বাস থাকা দরকার। - বিশ্বাস ছাড়া ধর্ম নিচ্ছেন , ধার্মিকের সামনে বলছে মানি, নাস্তিককে বলছেন মানিনা - এর জন্য মমতা একটা শব্দবন্ধ বানিয়েই রেখেছেন -
    এ তো আরও বেশি - ওর মধ্যে দুই পুড়ে যাওয়া শিশুকেও ঢুকিয়ে দিচ্ছেন !!!
  • Tim | 198.82.167.98 | ২১ মে ২০০৯ ০০:২২410187
  • আমি ল্যাদোষদার কমেন্টের জন্য অপেক্ষা করছি। ঐ ইসলাম গ্রহণ সংক্রান্ত পোস্টের পরিপ্রেক্ষিতে। :-)
  • Du | 65.124.26.7 | ২১ মে ২০০৯ ০০:২৩410188
  • ঈশানকে, আপনি বল্লেন - আজকাল লিখেছে সিপিএম প্রার্থী অভিযোগ করেছেন কিন্তু মামলার কথাটা লেখেনি - তো সেই অভিযোগের সাথে ঐ মামলার কোন যোগাযোগ নেই তো।
  • Ishan | 12.163.39.254 | ২১ মে ২০০৯ ০০:২৪410189
  • উঁহু। কনস্পিরেসি থিয়োরি দিয়ে হবেনা। সেলিব্রিটিরা সবসময়েই খবর। সুমনের সে সময় প্রচন্ড কাটতি। সুমনের পারিবারিক সমস্যা মানেই খবর। ছাপবেনা কাগজে? আর আজ পর্যন্ত আমি কোনো বিচ্ছেদ দেখিনি, যা খুব হাসিমুখে হয়। অভিযোগ, পাল্টা অভিযোগ সব সময়েই হয়। মুখরোচক খবর। কাগজ তো লুফেই নেবে।
  • pi | 128.231.22.89 | ২১ মে ২০০৯ ০০:২৫410190
  • দুদি, ধার্মিকের সামনে বলছি মানি, নাস্তিকের সামনে বলছি মানি না মানে আবার কি ?
    এটা তো কাগজে দেওয়া ইন্টারভিউ।
    কাগজের পাঠককুলের মধ্যে তো নাস্তিক , ধার্মিক দু ই থাকবেন !!

    অবিশ্যি তুমি যদি সামনে বলতে ইন্টারভিউয়ার বুঝিয়ে থাকো তো জানিনে। দোলা মিত্র আস্তিক কি ধার্মিক সে নিয়ে ইনফো নাই। রাখার প্রয়োজন ও বোধ করিনে। :)
  • Ishan | 12.163.39.254 | ২১ মে ২০০৯ ০০:২৭410192
  • দুকে। সিপিএম প্রার্থী দুটো অভিযোগ এনেছেন। ১। বৌ এর আয় সংক্রান্ত। ২। সুমন নিজের চলতে থাকে ফৌজদারি মামলার কথা জানাননি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে মতামত দিন