এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ভোট শেষ -- কে কি বল্লেন

    Ishan
    অন্যান্য | ১৬ মে ২০০৯ | ১৫৪৬৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arijit | 61.95.144.123 | ২০ মে ২০০৯ ০৯:৩২410093
  • তবে আমি মনে করি না আবাপ গোষ্ঠী সুমনের বিরুদ্ধে প্রচার করেছে। এখানে কেউ 91.9 FM শোনে না মনে হয় - ওটা আবাপ-র রেডিও চ্যানেল। লাস্ট দুই মাস যাবৎ প্রতিদিন অন্তত: দুখানা করে সুমনের গান বেজেছে - প্রায় প্রতিটা অনুষ্ঠানে। আমি এই চ্যানেলটা শুনছি প্রায় আট-ন মাস হল - এই দুমাসের আগে কখনো সখনো পনেরোদিনে বা এক মাসে একটা গান হয়তো হত। আমার মতে এটা একটা সফি প্রচারের উদাহরণ - আবাপ বহুদিন ধরেই এটা করে থাকে। এবং স্টারানন্দ এবারেও করেছে - মমতার ছায়াসঙ্গী হয়ে।

    হ্যাঁ - কোনো প্রমাণ নেই আমার কাছে। রেকর্ড করিনি।
  • Arijit | 61.95.144.123 | ২০ মে ২০০৯ ০৯:৩৪410094
  • মেয়ের ব্যাপার জানি না, ইনফ্যাক্ট ওদের মেয়ে আছে সেটাও তো এই সেদিন ওই ৪৯৮-এর কথা পড়ে জানলুম। বৌয়ের কেসে রায় বেরোয়নি - এখানে কোন কেসটায় আট দশ বছরের আগে রায় বেরোয়? তাছাড়া মারিয়া তো মনে হয় এখানে আর থাকেনা - কেস চলবে কি করে সে সম্পর্কে আমার ধারণা নেই।
  • arjo | 24.42.203.194 | ২০ মে ২০০৯ ০৯:৪০410095
  • পাই, ইম্প্রেশন কি আর একটা খবর পড়ে তৈরী হয়? অনেকদিন ধরেই হয়েছে। আর খবরটা তার সাথে মিলেছে বলেই বিশ্বাস করতে কষ্ট হয় না। ভদ্রলোক সুবক্তা এ তো জানাই কথা। তাই প্রচারে ভালো যাত্রা করবে এ নিয়ে কোনো সন্দেহ ছিল না, তোমার পাঠানো ভিডিওতে ঐরকম যাত্রা আছে বেশ। যাত্রা দেখে আনন্দ পাওয়া যেতে পারে বিশ্বাস করা যায় না। উনি ভালো রাজনীতিক হিসেবে নিজেকে প্রমাণ করুন না, তখন বদলে নেব খন ভাবনাটা। অন্তত নিজের রাজনৈতিক অবস্থান সম্বন্ধে ভদ্রলোক কনসিস্টেন্ট।

    সুমন আর অনুপ জালোটা বা শত্রুঘ্ন সিনহা বা বিনোদ খান্না কেমন করে আলাদা বুঝিয়ে বললে ভালো হত। হ্যাঁ ওদের মনে হয় একটু বেশি টাকা আছে, এটা বাদ দিয়ে।
  • Arijit | 61.95.144.123 | ২০ মে ২০০৯ ০৯:৪৬410096
  • রাজনৈতিক বক্তব্য নিয়ে কনসিস্টেন্ট কিনা সেটা তো সহজ হিসেব। নব্বইয়ের দশকে সুমন গান লিখলেন/গাইলেন এস এফ আইয়ের ক্যাসেটে -

    "নুইয়ে মাথা চাইছো প্রসাদ
    দেখছো ঘুঘু দেখছো না ফাঁদ
    ওয়াশিংটনের ফন্দি।
    বেচতে গিয়ে জন্মভূমি
    ডলার প্রসাদ পেয়েও তুমি
    করাল ফাঁদে বন্দী।
    ...'

    মনমোহন সিং-য়ের উদারনীতি আমদানির বিরুদ্ধে গান।

    সুমন দাঁড়ালেন মমতার প্রার্থী হয়ে, জোটসঙ্গী কে? তাদের বিশ্বাসগুলো কি? অর্থাৎ, আগের গানটা সুমন আর বিশ্বাস করেন না? নাকি করেন, কিন্তু ওসব বিশ্বাসের চেয়ে জোট বড়? সেটা হলে কেসটা একই - ওই সিপিএম যেমন দুমদাম জোট করে, বদলায়...
  • Arijit | 61.95.144.123 | ২০ মে ২০০৯ ০৯:৪৭410099
  • অবশ্য ওই আরো একটা গান আছে (শুনিনি, অন্যত্র পড়লাম) - "কার সাথে আছি বড় কথা নয়, কার বিরুদ্ধে আছি...' ;-)
  • Tim | 71.62.2.93 | ২০ মে ২০০৯ ০৯:৪৭410098
  • পাই,
    না, ঐ বিষয়গুলো (বিয়ে ইত্যাদি ইত্যাদি:)) যোগ্যতা নির্ধারক হিসেবে স্ক্যানারে আসেনা। বৌ পেটানো, পাবলিকলি খিস্তি করা বা আলটপকা মন্তব্য জাতীয় অভিযোগগুলো স্ক্যানারে আসা উচিত। আমার মনে হয়েছিলো এটা খুব সহজবোধ্য আর সবাই জানে তাই আলাদা করে লিখি নাই।
    আমি শুধু সুমনের বিরোধীতা করছি না। বারবার বলার চেষ্টা করছি যে সুমন আলাদা করে নিকৃষ্ট কেউ নন। কিন্তু একইসাথে, এখনও পর্যন্ত যা প্রোফাইল, তাতে ওঁকে পেয়ে আলাদা করে খুশি হওয়ার মত কি আছে সেটাই আমার বোধগম্য হয়নি।
    ইনকনসিস্টেন্ট কথাবাত্তা, পাবলিকলি অযথা খিস্তিখাস্তা করার জন্য, এমনকি মামুর আগাছাভরা বাগানেও কাউকে ছেড়ে কথা কওয়া হয় না/নি (ডকুমেন্ট আছে)। সেখানে সংসদীয় গণতন্ত্রে, ট্যাক্স পেয়ারের টাকায় পোষা লোককে ঐ একই অভিযোগের জন্য এতটা প্রশ্রয় দেওয়া হচ্ছে দেখে অবাকই হচ্ছি। :)
  • Ishan | 173.26.17.106 | ২০ মে ২০০৯ ০৯:৪৭410097
  • আমি যদ্দুর জানি, মারিয়া কলকাতাতেই থাকেন। শিওর নই যদিও।

    498 A তে কেস টা বিশ্বাসযোগ্য লাগছেনা। যদ্দুর মনে হচ্ছে, ওটা নন বেলেবল কগনিজেবল অফেন্স। ওটাতে অভিযোগ করলে হাজতবাস অনিবার্য। আগাম জামিন পাওয়া যায়না। সুমন হাজতবাস করেছেন বলে তো শুনিনি।

    (498 A সম্পর্কে ভুল বললে শুধরে দেবেন।)
  • Arijit | 61.95.144.123 | ২০ মে ২০০৯ ০৯:৪৯410100
  • non-bailable মনে হয় এখন। কেসটা যখন হয়েছিলো তখন যদি সেরকম না হয়ে থাকে (বা তখন যদি অন্য ধারা হয়ে থাকে) তাহলে আগের নিয়মেই চলার কথা। তবে ফৌজদারি মামলা রয়েছে সেটা নিয়ে তো সন্দেহ নেই - সব মিডিয়াই বলেছে। হ্যাঁ, কোর্টের রেকর্ড নেই আমার কাছে।
  • pi | 128.231.22.89 | ২০ মে ২০০৯ ০৯:৫৩410101
  • আর, নিজেদের নীতিতে 'কনসিসটেন্ট' থেকে মনমোহনের সাথে পায়ে পা মিলিয়ে আর্থিক উদারনীতি কে রাজ্যে যাঁরা আমদানি করলেন, সুমন তাঁদের সেই কাজের বিরোধিতা করে ইনকনসিস্টেন্ট হয়ে গেলেন, হায় রে । :(

    http://www.anandabazar.com/archive/1061217/17desh1.htm
    http://www.anandabazar.com/archive/1061225/25raj2.htm
  • Arijit | 61.95.144.123 | ২০ মে ২০০৯ ০৯:৫৬410103
  • শেষ লাইনটা না পড়েই লিখে ফেললে? এই কথাগুলো সবাই বলছে না? টিম/দমু ইত্যাদিরা? যে এখানে কোথাও আর কে কি করেছে তার জাস্টিফিকেশন দেওয়ার ব্যাপার নেই?

    আমি অঙ্কে ফেল করেছি কিনা নিয়ে কথা, সেখানে ও বাড়ির পোষা বেড়ালটা আমার পাঁচিলে বসে ছিলো কিনা তাই জেনে কি হবে?
  • Ishan | 173.26.17.106 | ২০ মে ২০০৯ ১০:০১410104
  • কোনো মিডিয়ায় লেখা পড়িনি, যে ফৌজদারি মামলা অছে। সবাই লিখেছে "সিপিএমের অভিযোগ', যে, মামলা আছে। সুমন তার কিসব উত্তরও দিয়েছেন। আর কোর্টের নথি আর আমাদের কাছে থাকবেই বা কিকরে। কিন্তু গণশক্তি-আজকালের তো সেসব ছেপে দেওয়া উচিত।

    তবে রাজনীতি নিয়ে প্রশ্নগুলোতে আমার কোনো আপত্তি নেই। সেসব নিয়ে চাপান উতোর চলতেই পারে। চলুক না।
  • pi | 128.231.22.186 | ২০ মে ২০০৯ ১০:০৬410105
  • উনঁহু, সিপিএম ইনকনসিস্টেন্ট , সেটা পয়েন্ট না।
    কথা হল, সুমন, সিপিএম আগে এক ই নীতিতে বিশ্বাসী ছিলেন, এক ই নীতির বিরোধিতা করতেন।
    এখন সিপিএম সেই বিরোধিতা করার নীতি থেকে সরে এসেছে।
    আর তাই সুমন সিপিএম এর বিরোধী হয়েছেন।
    অর্থাৎ ঐ যে নীতির বিরোধী ছিলেন, তার বিরুদ্ধেই এখন আছেন :)
    ( তার জন্য কার সংগে আছেন অবশ্য ই বড় কথা নয়, কার বিরুধে্‌ধ্‌হ আছেন সেটাই :))
    এতদ্‌দ্‌বারা প্রমাণিত হইল, সুমন তাঁর বিরোধিতার নীতিতে কনসিস্টেন্ট আছেন :)

  • Arijit | 61.95.144.123 | ২০ মে ২০০৯ ১০:০৮410106
  • http://timesofindia.indiatimes.com/articleshow/1732093439.cms - ২০০১-এর খবর।

    "a few years ago, his first wife, maria, a german, had dragged chattopadhyay to court on grounds of torture. the two are separated now and their only daughter lives with maria' - লেখেনি সিপিএমের অভিযোগ। হ্যাঁ, কেস এখনও চলছে কিনা বলতে পারবো না।
  • Ri | 121.240.210.2 | ২০ মে ২০০৯ ১০:১১410107
  • "তাতিন তোমার নাম টা তাতিন হল কেন?" :-) রাগ করবেন না, চন্দ্রবিন্দু মনে পড়ে গেল।
    সুমন জমি আন্দোলনে মমতার থেকে পুরোনো -এগ্রিড। "সুবক্তা"? গুছিয়ে বলেন ,ঝাঁঝালো বিরোধী সুর -এগ্রিড। তবে বক্তব্যের মধ্যে সিপিএম কে দেখে নেবো প্রচ্ছন্ন হুমকি থাকে(অনেকটা নরেন্দ্র মোদী স্টাইল) আর থাকে আমি কত মহান প্রমাণ করার চেষ্টা। থাকেনা ওনার কর্মসূচীর কথা।সর্বদা দেখান মমতার লেজ।
    আর ভারতীয় পার্লামেন্টে বক্তা হিসেবে রত্ন হবেন ? :-) হে হে হে।সময় ই বলবে। প্রণব মুখার্জী, সলমন খুরশিদ,গুলাম নবি আজাদ,জয়রাম রমেশ,মুরলী মনোহর যোশী,সুষমা স্বরাজ,অরুন জেটলি,যশবন্ত সিং,ফারুক আবদুল্লা দের ওরেটরি স্কিলের কথা ছেড়েই দিলাম উনি শচীন পাইলট,জ্যোতিরাদিত্য সিন্ধিয়া,শশী থারুর,মিলিন্দ দেওরা দের মত নতুন দের ও ছুঁতে পারবেন কি ? সাম্প্রতিক কালের সেলিম সইফুদ্দিনের সঙ্গেও তুলনীয় হবেন কিনা সময় বলবে।খুব ভালো বাংলা ইংরাজি হিন্দি বল্লেই ভালো বক্তা হয় না - পার্লামেন্টের আর্কাইভ থেকে হীরেন মুখুজ্জে,শ্যামাপ্রসাদ,সোমনাথ চাটুজ্জে,অটল বিহারী দের বক্তব্যের ফুটেজ দেখে বুঝতে পারবেন কি বলতে চাইছি।বক্তব্যে একমত না হতে পারেন কিন্তু এদের ওরেটরি স্কিল দুরন্ত ছিলো সবাই স্বীকার করে

  • Ishan | 173.26.17.106 | ২০ মে ২০০৯ ১০:১৬410109
  • যাক্কলা দুহাজার এক সালে সিপিএমের অভিযোগ কোত্থেকে আসবে। আমি রিসেন্ট রিপোর্টিং এর কথা বলছি।

    কেস চলছে কিনা, কোন ধারায়, ইত্যাদি বিষয়ে আজকের সিপিএম পন্থী মিডিয়াও সম্পূর্ণ নীরব। এবার জানার একটাই উপায়। সুমন সত্যিই যদি ঢপটা মেরে থাকেন, তো সুমনের জেল হবার কথা। দেখা যাক হয় কিনা। :)
  • shrabani | 124.30.233.102 | ২০ মে ২০০৯ ১০:১৬410108
  • আমার না মমতাকে হেভি পছন্দ! সেই প্রথম যেদিন আমাদের পাড়ার সভায় দেখেছিলাম কি সুন্দর জ্যোতি বোসকে নিয়ে ছড়া কাটছে, শেষকালে দু হাত তুলে নিমাই নৃত্যও করেছিল স্টেজে
    "আল্লা মেঘ দে পানি দে, বন্যাত্রাণের টাকা দে" গান গেয়ে। (অবশ্যই ওটা সিপিএমের গান, মমতা সবাইকে গেয়ে শোনাল)।

    কিন্তু এদিকে সেদিন "উই আর নট জয়েন্ট ভেঞ্চার, উই আর জয়েন্ট ফ্যামিলি। উই নট বার্গেনিং ফর মিনিস্ট্রী" এসব বলে টলে প্রচুর তালি খেয়ে কাল রাতে দিল্লী পৌঁছে বলছে,
    ডিএমকে সাতটা মন্ত্রীত্ব পেলে আমাদেরও সাতটা চাই।

    এইজন্যেই এত ভাললাগে!

  • shrabani | 124.30.233.102 | ২০ মে ২০০৯ ১০:১৭410110
  • *আজকের TOI এর খবর মন্ত্রীত্ব নিয়ে ডিম্যান্ডটা!
  • Ri | 121.240.210.2 | ২০ মে ২০০৯ ১০:২০410111
  • ও পাই দি,
    মনমোহন সিং এবার সংস্কার কর্মসূচী কিছু কিছু রূপায়ন করবে - মমতা তখন মন্ত্রীসভায় শরিক ও থাকবে। তখন ও এই কথা বলবে তো?

  • san | 123.201.53.131 | ২০ মে ২০০৯ ১০:২৩410115
  • অরিজিত, অংকে অমুক ক্লাসে টপ করল কিনা এটা জানতে কিন্তু বাকিদের মার্কস জানতে লাগে :-)

    আবার বলব, পাঁচজনের মধ্যে একজনকে চুজ করাটা যখন লক্ষ্য, তখন কে কি করল শুধু অ্যাবসলিউট টার্মে না দেখে বিরোধীদের থেকে কতটা বেশি/কম করল সেটাও অনেকেই স্বাভাবিক ভাবেই দেখা উচিত বলে মনে করেন। ইনকন্সিস্টেন্সি থেকে ভন্ডামি সবকিছুর জন্যই এটা প্রযোজ্য হয়ে থাকে। সুমন ধান্দাবাজ কিনা শুধু তা দেখে আমি ভোট নাও দিতে পারি, ওর বিরোধীর থেকে ও বেশি ধান্দাবাজ কিনা তা হয়ত আমার কাছে খুব জরুরি প্যারামিটার।

    আর অনেকে যদি আমার সঙ্গে একমত নাও হন, যেমন এখানে দমদি বা টিম, তাতেও প্রমাণ হয়না যে এই কম্পারেটিভ হিসেবটি করে আমি কিছু ভুল করছি, বা না করে তারা কিছু ভুল করছে :-)
  • Arijit | 61.95.144.123 | ২০ মে ২০০৯ ১০:২৩410112
  • এইসব জোটফোটে মন্ত্রীত্বের ব্যাপারে সেই প্রোপোর্শনাল ডিস্ট্রিবিউশন চালু করা উচিত।
  • Arijit | 61.95.144.123 | ২০ মে ২০০৯ ১০:২৭410116
  • স্যানের প্রথম লাইনের উত্তরে - মনে হয় পাইও স্বীকার করবে এই পার্টিকুলার ইস্যুগুলোতে সুজন চক্রবর্তী এবং সইফুদ্দিন দুজনেই সুমনের চেয়ে বেটার - মানে যেগুলো নিয়ে কথা হচ্ছে আর কি। কিন্তু সেরকম হিসেবে তো ভোটে হয় না - হয়ও নি - কোশ্চেনটা তাই নিয়ে।
  • Arijit | 61.95.144.123 | ২০ মে ২০০৯ ১০:৩২410117
  • TOI ই-পেপারের কলকাতা এডিশনের দ্বিতীয় পাতায় তৃণমূল/কং এমপিদের কে কি করতে চান দিয়েছে।
  • pi | 128.231.22.186 | ২০ মে ২০০৯ ১০:৩৩410118
  • আজ্জোদা, এই সমস্ত লাইন লেখা গানের জন্য আলাদা। :)

    আমি কিছুই ঠিকঠাক বাংলা পড়তে পারছিনা :(
    কাল দেখবো কে কি লিখেছে।
  • san | 123.201.53.131 | ২০ মে ২০০৯ ১০:৩৫410119
  • সইফুদ্দিন/সুজন সুমনের থেকে ভাল কি খারাপ সে নিয়ে তো আমি কিছু বলিনি। বলছি মমতার ভন্ডামি ( বা অন্য কিছু) প্রসঙ্গে সিপিএমের ভন্ডামির কথা আসবে নাই কেন? আসাই তো উচিত (বলে আমি মনে করি)। নয়ত কস্ট বেনিফিট অ্যানালিসিস হবে কি করে? :-)
  • Arijit | 61.95.144.123 | ২০ মে ২০০৯ ১০:৩৯410120
  • সেই একই গোলমাল।

    কথা হচ্ছিলো সুমন পলিটিক্যালি ইনকন্সিস্টেন্ট কি না। অন্য কেউ বেশি ইনকন্সিস্টেন্ট না কম সে সম্পর্কে কিছু নেই। সেই নিয়েই বলা।

    দুই - লোকে বলে সিপিএম খারাপ। সিপিএমের কিছু সমর্থক বলে তৃণমূল আরো খারাপ। সেই নিয়ে তাহলে অসন্তোষ দেখাও কেন?

    তিন - লোকে বলে প:ব:-তে শিক্ষা-স্বাস্থ বাজে। প:ব: সরকার এবং সিপিএম বলে বিহারে আরো বাজে। মিডিয়া বলে কলকাতায় মেয়েরা সেফ নয়। সিপিএম বলে দিল্লীতে আরো অনেক বেশি আনসেফ। সেই নিয়ে আপত্তি করো কেন?

    এরকম আরো অনেক কিছু লেখা যেতে পারে।
  • shrabani | 124.30.233.102 | ২০ মে ২০০৯ ১০:৪৫410121
  • বাংলায় একটা কথা আছে, "যে যায় লঙ্কায় সেই হয় রাবণ"।
    লঙ্কায় বসেও রাবণ না হয়ে রাম আছে এরকম সরকার এখনও ভারতবর্ষে কোনো স্টেটে বা সে¾ট্রালে আসেনি। তাই তুলনা হবে এই রাবণদের মধ্যে। যারা লঙ্কা না পেয়ে (তৃণমূল/মমতা বা তার বন্ধুরা) রাম আছে বা রাবণ হবার চান্স পায়নি বলে রাম, তাদের সঙ্গে নয়।

    (ডি:- আমি এখানে বাংলা কথাটিতে যে সেন্সে রাবণ ব্যবহৃত হয়েছে সেই সেন্সেই বললাম। নাহলে আমার শ্বশুরবাড়ীর দেশে রাবণরে পুজো করা হয়, মহান বলে মানা হয়।)
  • a | 203.201.231.35 | ২০ মে ২০০৯ ১০:৪৬410122
  • আমার একটা কথাই মনে হল যে কিছু কিছু প্রচার আছে যেগুলো whispering হিসাবেই ভালো। তার মধ্যে চরিত্র হননের প্রচেষ্টা অন্যতম। মানে, you typically do not put some negative things on paper. You leak them to the people। সিপিয়েম এই ভুলটা করেছে সুমনের বিরুধে্‌ধ, যেমন আজম খান করেছে জয়প্রদার বিরুদ্ধে। এটা প্রচারের ভুল।

    আর সুমন, সুজন আর সফির ভিতর তুলনা করলে (experience, tenacity, integrity etc.) সুমন জেতে না, আর আমি মনে করি সেটাই যারা সুমন হারলে খুশী হতেন তাদের মূল বক্তব্য। আসলে, সুমন জেতে নি, মমতা তথা ত্রিনোমুল জিতেছে। এতে এতো কথার কি আছে!!!
  • Ishan | 173.26.17.106 | ২০ মে ২০০৯ ১০:৪৭410123
  • মন্ত্রীত্ব নিয়ে বারগেনিং করে ঠিকই করেছে তো। ক্ষমতায় যেতে হলে কাজকম্মো করার দায়িত্ব নেওয়া তো ভালো জিনিস। বাইরে থেকে সমর্থন করার বদলে।

    তবে ঋজুর ঐ উদারনীতির পয়েন্টটা একটা জেনুইন গাঁট। এতদিন উদারনীতির বিরোধিতা করে, এখন কি করে, সেটাই দেখার।
  • Ishan | 173.26.17.106 | ২০ মে ২০০৯ ১০:৫৪410124
  • ভুল মানে ভুল? জয় নিজের অসুস্থতাকে ব্যবহার করেন কেরিয়ারের উন্নতির জন্য, সুমনের কটা নাকি বিয়ে, তাপসী মালিককে আসলে তার বাবা মেরেছিল, এর চেয়ে নিম্নমানের প্রচার আর হয়না। এর চেয়ে মমতার ভাষণ শোনা অনেক ভালো। করাত-টরাত বলে ঠিকই, কিন্তু জ্যোতিবাবুর কটা বিয়ে এ নিয়ে কোনো কমেন্ট করেছেন বলে শুনিনি। :)
  • shrabani | 124.30.233.102 | ২০ মে ২০০৯ ১০:৫৭410126
  • বারগেনিং করে ভাল করেছে তো নির্ঘাত। সেটা নিয়ে কেউ কিছু বলছেনা।
    তবে ডিএমকে প্রথম দিন থেকেই মন্ত্রীর কথা বলছে ১৬ তারিখ রাত থেকেই। মমতা ঐ জয়েন্ট ফ্যামিলী, নি:শর্ত সমর্থন, আমি কারুর কাছে কিছু চাইনা এগুলো গত তিনদিন ধরে ক্রমাগত বিভিন্ন ন্যাশনাল চ্যানেলে বলে গেছে, ব্রেকিং নিউজ!

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা খুশি মতামত দিন