এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ভোট শেষ -- কে কি বল্লেন

    Ishan
    অন্যান্য | ১৬ মে ২০০৯ | ১৫৪৬৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ishan | 173.26.17.106 | ২০ মে ২০০৯ ১১:০৭410127
  • প্রকাশ্যে বলেছে? কি লোক রে ভাই। এবার সোনিয়ার ধুদ্ধুড়ি নেড়ে দিল বলে। :)
  • dd | 122.167.75.35 | ২০ মে ২০০৯ ১১:১৮410128
  • আর মনি শংকর আয়ার হেরে যাওয়াতেও খুব খুসী হয়েছি।
    বেশ হয়েছে।
  • Ishan | 173.26.17.106 | ২০ মে ২০০৯ ১১:১৯410129
  • কেন, মনিশংকর আয়ার আবার কি করল?

    জাস্ট জিজ্ঞাসা করছি, আমার কোনো বক্তব্য নাই এ বিষয়ে। :)
  • shrabani | 124.30.233.102 | ২০ মে ২০০৯ ১১:২০410131
  • মমতার এই ত্যাগের অ্যানালিসিস করতে গিয়ে পরশু দুপুরেই CNN-IBN এ দীপতোষ মজুমদার বলল যে আসলে কংগ্রেস ইম্পর্ট্যান্ট ক্যাবিনেট তৃণমূলের মধ্যে একমাত্র মমতাকেই দেবে, অন্যদের না। অথচ মমতা দিল্লীতে বেশী সময় দিতে চায়না, কলকাতাতেই থাকতে চায় আগামী বিধানসভা ইলেকশনের জন্যে এখন থেকেই কাজ করতে চায়। তাই মমতা মন্ত্রীত্বে নিজে একেবারেই ইন্টারেস্ট দেখাচ্ছেনা।

    এছাড়াও উনি বললেন এর আগে এন ডি এ তে মমতা রেলদপ্তরে ঠিকঠাক সময় দিচ্ছিলনা বলে অনেক কমপ্লেন ছিল। এম পি হিসেবে ওর অ্যাটেনডেন্স রেকর্ডও নাকি ভাল নয়।

  • saikat | 202.54.74.119 | ২০ মে ২০০৯ ১১:২০410130
  • আরে, NDTV-তে রেজাল্টের দিন প্রণয় রায় একবার হিসেব করছিল যে মমতা যদি ইউপিএ থেকে বেরিয়ে যায় তাহলে কি হবে? অন্য কে একজন জিগ্যেস করাতে বলল উনি তো সেজ ইত্যাদির বিরোধিতা করছেন, সেই জন্য হিসেবটা করা হচ্ছে। অনেকেই অপেক্ষা করে আছে এ ব্যাপারে মমতা কি করে দেখার জন্য। তবে যেহেতু ২০১১-ই লক্ষ্য সুতরাং ধরে নেয়া যায় ততখানিই করবে যতখানি করলে লক্ষ্যপূরণে সাহায্য হবে বা হবে না।
  • Ishan | 173.26.17.106 | ২০ মে ২০০৯ ১১:২৪410132
  • আমরা সেজ বিরোধী মমতাকে দেখতে চাই। ফ্যাতাড়ু অ্যাটাকে সোনিয়ার গুষ্টির তুষ্টি করে দিক। এইভাবে। :)
  • Arijit | 61.95.144.123 | ২০ মে ২০০৯ ১১:২৫410133
  • মমতার পাখির চোখ রাইটার্স। আমার মাঝে মাঝে মনে হয় উনি মনে করেন ওই চেয়ারটা ওঁর, অন্য কেউ বসে থাকুক উনি সহ্য করতে পারেন না। জ্যোতিবাবুর আমলে জ্যোতিবাবুকে গাল না দিয়ে দিন শুরু হত না। এখন জ্যোতিবাবু খুব ভালো, জ্ঞানী-গুণী-মানী, বুদ্ধবাবু হল দ্য ডেভিল। বুদ্ধবাবু ছেড়ে নিরুপম সেন হলে আবার পাল্টাবে।

    আমার অন্য একটা ভয় হল জোটের জোরে আর জোট বজায় রেখে সুবিধা করার ইচ্ছেতে প্রচণ্ড গোলমাল বাধিয়ে বিধানসভা ভেঙে দেওয়া হতে পারে। লোকসভায় জিতলে বিধানসভা ভোট আগে করার একটা গান তো গাওয়াই হয়েছিলো।
  • saikat | 202.54.74.119 | ২০ মে ২০০৯ ১১:২৮410134
  • সে তো এখনও দেখা যাবে। নয়াচর হবে বলে মনে হয় না, আজকে কাগজে দেখলাম লক্ষন শেঠ এরকম কিছু একটা বলেছে। নয়াচরের final clearence কেন্দ্র থেকে কি এসে গেছে?

    তবে বিরোধিতা সত্যি কতখানি সেটা তো দেখা যাবে যদি ২০১১-এ জেতে। তার আগে নয়। :-)
  • pi | 69.143.119.233 | ২০ মে ২০০৯ ১১:৩১410135
  • হ্যাঁ, রিজু, আশা তো রাখবো সেজ, এভাবে জমি অধিগ্রহণ এগুলো নিয়ে এখন যেমন বলেছেন, এবার পার্লামেন্টে গিয়েও তাই বলবেন।
    না বল্লে আর কি, গাল দেবো।
    পরেরবার দাঁড়ালে সাপোর্ট করবো না।
    কিন্তু তার আগে কেন গাল দেবো ?
    ওনাদের ইস্তেহারে দাবী রয়েছে সেজ তুলে দেবার জন্য। তো , সেই দাবী নিয়ে ওনার ভোটে দাঁড়ানো অব্দি তো আমি কোনো ইনকনসিস্টেন্সি দেখতে পাচ্ছিনা।
    বরং সেই দাবী তুলেছেন বলে, এবং ওনার বিরোধীপক্ষ তোলেনি বলে,( সে বিরোধীপক্ষের প্রার্থী স্বভাবে যতই সুশীলতর হোন না কেন :)), আমি চাইবো ভোটে সুমন জিতুন। সিম্পল।
  • pi | 69.143.119.233 | ২০ মে ২০০৯ ১১:৩২410137
  • তবে সে জ্যোতিবাবুও এখন মমতার কথাবাত্তা, কাজকম্মো কে অনেক পাত্তা টাত্তা দেন :)
  • shrabani | 124.30.233.102 | ২০ মে ২০০৯ ১১:৩৬410138
  • কংগ্রেসের গান এখন:
    "না চাহিলে যারে....তেয়াগিলে..." ইত্যাদি।

    বহেনজী, অমর ভাই, লালুজী, কুমারস্বামী এরা না চাইতেই প্রেসিডেন্টকে চিঠি দিয়ে ইউপিএ কে নি:শর্ত সমর্থনের কথা জানিয়ে দিয়েছে (সিবিআই ঠেকাতে হবে তো নাকি!)।
    এছাড়া নির্দল, আবদুল্লা এটসেটরা তো আছেই।

    তার ফলে ইউপিএর ঝোলায় এখন তিনশরও বেশী এম পি।

    কোনো শরিকই আর সোনিয়া আর বাবা রাহুল ও তাদের প্র্যাম মিনিস্টারকে ব্ল্যাকমেল করতে পারবেনা, হুঁ হুঁ বাবা!
  • Arijit | 61.95.144.123 | ২০ মে ২০০৯ ১১:৩৭410139
  • কিন্তু দুই বিপরীতমুখী দাবীর লোকের মধ্যে জোট হয় কি করে? যেটা আমি আগে বল্লাম। আমার প্রশ্ন হল তাহলে কোনটা বড়? দাবী/আদর্শ, নাকি প্রতিদ্বন্দীকে হারানো?

    এর থেকে অনেক অনেক পুরনো ডিবেট নতুন করে শুরু করা যায়।
  • saikat | 202.54.74.119 | ২০ মে ২০০৯ ১১:৪০410141
  • মমতার এই যে স্টান্স যে জ্যোতিবাবু ভাল (এখন) আর বুদ্ধবাবু খারাপ কিংবা জ্যোতিবাবু নিজেও আর সিপিএম-কে পছন্দ করেন না - সেটা আমার অন্তত মনে হয়েছে মমতার একটা স্ট্র্যাটেজী।

    কোথাও পড়েছিলামও মনে হয় যে এই রকম বলে যাওটা ওনার সঙ্গী নকসাল এবং সমীর পুততুন্ডর বুদ্ধি (ভুল হতে পারি)।
  • intellidiot | 220.225.245.130 | ২০ মে ২০০৯ ১১:৪০410140
  • বহেনজি তো আবার বলে চলেছেন সিংজি নাকি "বহিন' বলে ডাকাতে উনি না করতে পারেন নি। জব্বর খিল্লি :-)
  • Ishan | 173.26.17.106 | ২০ মে ২০০৯ ১১:৪৩410142
  • এবারের ভোটটা বাপু সত্যি বড়ো ঘাঁটা। সুমন ছাড়া একটাও ভালো লোককে লোকসভায় দেখছিনা। ;)
  • intellidiot | 220.225.245.130 | ২০ মে ২০০৯ ১১:৪৮410143
  • হ্যাঁ, এবার বহু হিসেব উল্টেছে শেষ মুহুর্তে। টি২০-র মত :-)
  • shrabani | 124.30.233.102 | ২০ মে ২০০৯ ১১:৫৬410144
  • কেন শশী থারুর! কি ইসমার্ট লোক! MEA তে এরকমই একজনকে মানায়।

    তবে আমার বর বলছে শশী থারুরও যদি এই ইলেকশনে না দাঁড়িয়ে পরেরটায় দাঁড়াত তাহলে ওকে জিততে হলে এল ডি এফের হয়ে দাঁড়াতে হত! :)
    কেরালায় এর নড়চড় হয়না! ভদ্রলোকের এক কথা।:)
  • Arijit | 61.95.144.123 | ২০ মে ২০০৯ ১২:১৩410145
  • http://macroscan.org/cur/may09/cur180509Lok_Sabha_Election.htm

    Finally, the Left Front's electoral debacle could not have come at a more inopportune time, given the unravelling of the ideological coherence around economic policy. There are of course other ways to use that space, but a significant presence in parliament, even outside the UPA alliance, would have helped in crafting a more inclusive economic policy.

  • a | 203.201.231.35 | ২০ মে ২০০৯ ১২:২৪410146
  • আমার মতে বিধানসভা ভেঙ্গে দিয়ে ভোটে গেলে বুদ্ধিমানের কাজ হবে প: বঙ্গে। মানে সিপিয়েমের পক্ষে, রাজনৈতিক ভাবে। তবে আমার মনে হয় ওরা আবার wait and see game খেলবে আর হারবে।
  • Ri | 121.240.210.2 | ২০ মে ২০০৯ ১২:২৮410148
  • কোটিপতি শিল্পপতি সাংসদ দের মধ্যে সবচেয়ে বেশী সংখ্যার এম পি কংগ্রেসে - যেমন নবীন জিন্দাল। মমতা তো ১৯০ টা বিধানসভায় জিতেছে।সুতরাং রাজ্যের উন্নতি তে ওকে শ্যাডো মুখ্যমন্ত্রী হিসেবে কাজ শুরু করতেই হবে।পাওয়ারের সাথে রেসপন্সিবিলিটি তো আসে। এবর মমতা বৃহত্তম শরিক হিসেবে দাবি করুক দেখি যে পশ্চিমবঙ্গে এত হাজার কারখানা বন্ধ আছে,তোমরা ওগুলো কিনে নিয়ে চালু কর পুরোনো শ্রমিক কের কাজ দাও ,তাদের বকেয়া দাবী মেটাও ইত্যাদি।সুমন গিয়ে প্রফুল প্যাটেল দের বলুক যে GMR কে অমুক এয়ারপোর্ট করার জন্যে এত এত জমি এত কম দামে অধিগ্রহণ করা হয়েছে কেন ? শুভেন্দু শিশির গিয়ে কমলনাথ কে বলুক সেজ গঠন চলবে না - বাংলা যেমন নয় তেমন ভারতের অন্য কোথও নয়।
    Then lets see the fun
  • Blank | 170.153.65.102 | ২০ মে ২০০৯ ১২:২৯410149
  • আমারো সেটাই মনে হয় আপাতত।
  • T | 203.101.108.91 | ২০ মে ২০০৯ ১২:৩১410150
  • তাহলে third front এ শেষমেষ রইলো কারা? কারাত বাবু তো এখনো সেটার কথা বলে চলেছেন।
    পুরো হারিদ্দা-জারিদ্দা-লরিদ্দা কেস!
  • shrabani | 124.30.233.102 | ২০ মে ২০০৯ ১২:৪৫410151
  • সেই বিধানসভা হলে দেখিয়ে দিতাম, লোকসভায় থেকে কাজ করতে পারছিনা, রাজ্য সরকার করতে দিচ্ছেনা এই অজুহাত গুলো বাজে।

    নীতিশকুমার রেলমন্ত্রী হিসেবে বিহারের কোলে ঝোল টেনে তার ফল বিহার বিধানসভায় পেয়েছে। লালুও সেই পন্থা অনুসরণ করে গতবারে রেলমন্ত্রক চেয়ে নিয়েছিল। কিন্তু ধোপে টিকলনা।

    এমপি হিসেবেও অনেক কাজ করা যায়। মায়াবতীর ইউপিতে জয়া প্রদা নাকি নিজের নির্বাচনী এলাকায় রেগুলার গিয়ে অনেক কাজকম্ম করেছে আর সেই কারণেই জিতেছে নাহলে আজম খান যেভাবে লেগেছিল, ওর জেতা মুশকিল ছিল।

  • r | 125.18.104.1 | ২০ মে ২০০৯ ১২:৫৭410152
  • কবীর সুমনের রাজনীতি। ইন্টারেস্টিং। ভোটে দাঁড়াবার পর টাইমস অফ ইন্ডিয়াতে দুটো ইন্টারভিউ থেকে দুটো ইন্টারেস্টিং পয়েন্ট পেয়েছি: এক, উন্নয়ন দেখতে হলে নরেন্দ্র মোদীকে দেখ। ওটাই হল উন্নয়ন। দুই, পশ্চিমবঙ্গে সব শিল্প বন্ধ হয়ে যাওয়ার প্রধান কারণ বামপন্থীদের জঙ্গী ট্রেড ইউনিয়নবাজি। তুলেই দিই:

    "If Bengal has a negative industrial image, it’s because of jingoistic trade unionism. Let me take Narendra Modi’s example. Under his leadership, bijli, sadak and paani have reached every Gujarat village. That’s development".

    হতে পারে এটাই নতুন বামপন্থী নিও-লিবারেলবিরোধী ডিসকোর্স। জানি না।

    বাকি মামলামোকদ্দমার কথা থাক। নব্বই দশকের কাগজপত্র ঘেঁটে সত্যকে সত্য প্রমাণ করার মেহনত পোষাবে না। কিন্তু ৪৯৮এ নয়। এই মামলা যে সময় শুরু তখন ৪৯৮এ ছিল না।
  • r | 125.18.104.1 | ২০ মে ২০০৯ ১৩:১৮410153
  • কিন্তু এই ঢপেচ্চপ বস্তুটি নিয়ে এত হ্যাজাচ্ছিই বা কেন? ওফ্‌!

    ওঁ
    ওঁ
    ওঁ
    হরি ওম্‌ তৎসৎ।
  • r | 125.18.104.1 | ২০ মে ২০০৯ ১৩:২১410154
  • তবে যাবার আগে....

    সুমন যে বাজে লোক তা নিয়ে কোনো তর্ক হতেই পারে না। যেমন পল্লব কীর্তনিয়া যে কোনো গায়কই নয়, বা সুবোধ সরকার কোনো কবিই নয়- এ নিয়ে কোনো তর্ক হতে পারে না। ;-)
  • pi | 69.143.119.233 | ২০ মে ২০০৯ ১৩:৩১410155
  • হ্যাঁ শশী থারুর। খুব স্মার্ট, ভদ্র, সংযত। কোন আলপটকা মন্তব্য করেন না। খুব ই যোগ্য প্রার্থী।:)

    চারদিকে ওনাকে নিয়ে মডেল এম পি এইসব বলে টলে খুব সোরগোল পড়ে গিয়েছে। :)

    তবে কিনা কিছু কথা একদম ই চাপা পড়ে গেছে, ওনার কোকের অ্যাডভাইসরি বোর্ডে থাকা নিয়ে আপত্তি উঠেছিল কেরালায় কোকের পরিবেশ দূষণের বিরুদ্ধে আন্দোলনকারী অনেকগুলি সংস্থা থেকে।
    http://openspace.org.in/node/833

    উত্তরে শশী থারুর যা বলেছিলেন, তা কিন্তু মোটেও সন্তোষজনক না। আর এনাদের তথ্য ঠিক হলে বলতে হয় থারুর কিন্তু বেশ ভুলভাল কথা বলেছেন।

    http://colonos.wordpress.com/2009/03/24/coca-cola-india-foundation-shashi-tharoor-greenwashing-at-its-best/

    http://www.indiaresource.org/campaigns/coke/2009/ircresponse.html

    তবে এসব কিছুই তো অভিযোগ দায়ের করার মত না। সাধারণ মানুষের পানীয় জলে ক্যাডমিয়াম মেশাবার জন্য অভিযুক্ত কোম্পানীর অ্যাডভাইসরি বোর্ডে উনি থাকতেই পারেন। সঠিকভাবে না ই জানতে পারেন, যে কোম্পানীর বোর্ডে আছেন, তাদের বিরুদ্ধে কেসের তথ্য।
    এসব নিয়ে কোনো মিডিয়াতেও হৈ চৈ হবেনা, লিফলেটিং ক্যাম্পেনিং ও হবেনা, বড়জোর কটি ব্লগ এ, ওয়েবসাইটে কিচিরমিচির হবে।

    যাই হোক ,এখানে বর্ণিত ও নির্ধারিত অনেক ক্রাইটেরিয়া মাফিক থারুর অনেক দিক দিয়ে জনপ্রতিনিধিত্ব করার জন্য অনেক যোগ্য ব্যক্তি বলে অনেকের কাছে মনে হতে পারেন।
    আমার কাছে যদিও রাজনৈতিক প্রার্থী হিসেবে থারুরের এই পদক্ষেপ ও ভুলভাল স্টেটমেন্ট গুলো অনেক বেশি নেগেটিভ পয়েন্ট পাবে।
  • pi | 69.143.119.233 | ২০ মে ২০০৯ ১৩:৩৮410156
  • তবে উনি কত বাজে লোক সেটা প্রমাণ করার জন্য লোকে চাপ নিয়ে লিফলেট ভরে ভরে কত হেজিয়েও গেছে। :)

    http://www.outlookindia.com/full.asp?fodname=20090512&fname=calcutta&sid=1&pn=2

    The portion of the article that was extracted - a quote from the man from the original extensive interview of him on his life and his work - was the one part which, if taken out of context, could be used by his opponents against him if they were intent on sullying his image. Here Kabir Suman talks about his marriages and his women and his search for love which when taken in the context of other aspects of his life reveals another facet, an integral one, of the man as an artist. Indeed the entire pullout was a collection of quotes and extracts taken out of context obviously to be used as negative publicity against a candidate running for election. And though it was made to look as though it was a collection brought out in supplement form by the reputable dailies with which it was supplied, it was anonymous. No one will take credit - or discredit - for it as the case maybe. Interestingly, people in other constituencies did not receive the pullout. It was being circulated via the local newspaper vendors to reach voters of that particular area with only two days to go before they cast their ballot.
  • r | 125.18.104.1 | ২০ মে ২০০৯ ১৩:৫০410157
  • ওনার মত এত জনদরদী, সুবক্তা, সুভদ্র, সৎ, বিনম্র, পন্ডিত, আজীবন সংগ্রামী, বামপন্থী, মাটির মানুষের বিরুদ্ধে কিভাবে লোকে একটা কথাও বলে ভাবতে পারি না। মা-মাটি-মানুষ, এদের ক্ষমা কোরো!
  • Blank | 170.153.65.102 | ২০ মে ২০০৯ ১৪:৩০410159
  • বারুইপুরে ক্যাম্পেনে এসে খোলা গাড়িতে ঘুরে অসুস্থ হয়ে যান কবীর সুমন। একটা বাড়িতে বসে কিছুক্ষন বিশ্রাম নেন। তারপরে ফের নেমে এসে বলেন,
    'আমি তো রাজনীতির লোক নই। তাই এসব অভ্যেস নেই। দিদির কথায় ভোটে দাড়িয়েছি।'
    এমনকি পেছন থেকে TMC র ছেলেগুলো আবাজ দিচ্চিলো 'তো দাঁড়িয়েছো কেনো?'
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে মতামত দিন