এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ভোট শেষ -- কে কি বল্লেন

    Ishan
    অন্যান্য | ১৬ মে ২০০৯ | ১৫৪৬২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Samik | 122.160.41.29 | ২৫ মে ২০০৯ ২০:০০410293
  • সুমন যখন "আমি চাই সাঁওতাল' গানটা অ্যালবামে বের করেন, তার অনেক আগে বিরানব্বইয়ের দাঙ্গা হয়ে গেছে। তিনি নতুন করে কিছু দ্যাখেন নি, ধর্মের নামে মানুষের মানুষকে মারা।

    যাক গে, এতদিন বাদে এ নিয়ে এত বকার কোনও মানেই হয় না। বল্লাম তো, সব মানুষ তো নিজের পছন্দমত হয় না। সুমনকে একদিন পাগলের মত ভালোবাসতাম, আজও বাসি, তবে এই সুমন সেই সুমন নয়।

    আবার তার মানেই এই নয় যে আজ ভোটে জেতা সুমনকে যে বিশেষণে ভূষিত করা হচ্ছে, আমি তার সমর্থক। সুমনের নির্বাচনী প্রচারের স্ট্র্যাটেজিটা যেরকম লক্ষ্য করেছি, লোকের খাবার মতই স্ট্র্যাটেজি বানিয়েছিলেন, লোকে খেয়েছেও। হাল্কা মাস ম্যানেজমেন্টের কাজ করেছিলেন। ঠিক ঠিক জায়গায় হিট করে গেছে ব্যাপারটা।

    লোকটা যতই হিপোক্রিট হোক, অভদ্র হোক, যাই হোক, সেই অর্থে অসৎ নয় যেরকম অসৎ সো কল্‌ড রাজনীতিকরা হয়ে থাকে।
  • dd | 122.167.2.115 | ২৫ মে ২০০৯ ২০:৩২410294
  • এবং হিমেশ রেশমিয়া।
    উনি যদি ভোটে দাঁড়াতেন আর আপদমস্তক হারতেন তো আমি বিশেষ আহ্লাদিত হতাম।
    দু চোক্ষে দেখতে পারি না।
  • ranjan roy | 122.168.61.74 | ২৫ মে ২০০৯ ২২:১৯410295
  • হিমেশকে দেখতে পারিনা বলে ডিডির পাশে দাঁড়ালাম।
  • a | 122.163.218.156 | ২৬ মে ২০০৯ ০০:২২410296
  • স্টারানন্দ মমতাপন্থী হয়ে উঠেছে বেশ কিছুদিন ধরেই, এবং আমার ধারণা আবাপ গ্রুপ সেদিকেই turn নিচ্ছে ভবিষ্যতের দিকে তাকিয়ে। যেমন আজ, সন্ধ্যা ৭ টার খবরে, যখন সারা দেশ তথা বিদেশ কলকাতার খবর জানতে হাপিত্যেশ করছে, তখন প্রথম headline (স্টারানন্দের সুমনের গলায়) যে মমতা কিভাবে নজিরবিহীন ভাবে রেল মন্ত্রীত্ব কলকাতায় নেবেন মা-মাটি-মানুষের পাশে থকতে গিয়ে (quote unquote)

    আজ, যেখানে লক্ষাধিক মানুষের ক্ষতি হয়েছে, কোটি কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে, সেইদিনে এই নির্লজ্জ প্রচারের বিরুদ্ধে প্রতিবাদটা record করলাম।

    (BTW দিদি বলেছে "দরকার হলে" সাংসদরা হপ্তায় ৬ দিন কলকাতায় আর ২ দিন দিল্লীতে থাকবেন। এটা কি অগণতন্ত্রের পরিচায়ক? )
  • shyamal | 24.119.10.202 | ২৬ মে ২০০৯ ০১:২৬410297
  • গণতন্ত্র অগণতন্ত্র জানিনা, তবে এটা বলে থাকলে ওনার ম্যাথে গড়বড় আছে। হপ্তায় আটদিন কবে থেকে হল?
  • Ishan | 173.26.17.106 | ২৬ মে ২০০৯ ০৯:৪০410298
  • সাংসদরা সংসদ না চললে (সে আর কদিন) এমনিতেই নিজের নিজের এলাকায়/রাজ্যে থাকেন (ইয়েচুরি বা বৃন্দার মতো সাংসদরা কি করেন অবশ্য জানিনা)। সাংসদরা হপ্তায় ছদিন কলকাতায় থাকবেন কথাটার তাই কোনো মানে নেই। মমতা বলে থাকলে, সেটা অগণতান্ত্রিক এক্কেবারেই নয়, তবে, নি:সন্দেহে জাস্ট বাজে গিমিক।
  • dipu | 207.179.11.216 | ২৬ মে ২০০৯ ০৯:৫২410299
  • না:, ম্যাথে গড়বড় নেই। ৫ দিন/ ২ দিন বলেছিল।
  • bitoshok | 75.72.245.81 | ২৬ মে ২০০৯ ০৯:৫৮410300
  • সাংসদের বদলে মন্ত্রী। (স্বকর্ণে শুনিনি। পড়েছি) কিন্তু, হেইডা আজকালের কোচ্চেন ছিল মনে লয়।
  • dipu | 207.179.11.216 | ২৬ মে ২০০৯ ১০:০৬410301
  • হ্যাঁ, সাংসদ নয়, মন্ত্রী।
  • d | 144.160.5.25 | ২৬ মে ২০০৯ ১০:১৭410303
  • আমরা যখন সদ্য কলেজে উঠেছি, তখন শ্রীরমপুর কলেজে ফিজিক্সের প্রফ ছিলেন বিমলকান্তি ঘোষ। তো, তিনি আবার শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের বিজয়ী সাংসদও বটেন। কংগ্রেসের সাংসদ। তেনার নামে ফার্স্ট ইয়ারে একটি কেলাস বরাদ্দ থাকত শুক্রবার 12.30 থেকে। তো, তেনাকে নাকি ৮-১০ বছর যাবৎ ঐ কেলাসে কেউ দেখেটেখে নি। ইন ফ্যাক্ট কলেজেই খুব কম দেখা গেছে। কোনওদিন কলেজে এলে নতুন ছেলেমেয়েরা ভীড় করে গিয়ে উঁকিঝুকি মেরে দেখে আসত। এনাকে কেলাসটা অ্যালোকেট করা হত, সেইটা একটা রহস্য বটে।

    তো, ইনি তো কলেজেও থাকতেন না, এলাকায়ও খুব দেখাটেখা যেত না। কোথায় থাকতেন সেইটে জানার খুব ইচ্ছা ছিল তখন।

    অ্যাদ্দিনে বোধহয় মইর‌্যা গ্যাসেন গিয়া।
  • Tim | 71.62.2.93 | ২৬ মে ২০০৯ ১০:২৬410304
  • দমদির পোস্টে (শেষ লাইনটা বাদে) বাকিসব এক রেখে প্রফেসরের নামটা সৌগত রায় করে ডিট্টো দিলাম।
  • Ishan | 173.26.17.106 | ২৬ মে ২০০৯ ১০:৩৩410305
  • কলেজের নামটাও মনে হয় বদলাতে হবে। :)
  • Ri | 203.197.96.50 | ২৬ মে ২০০৯ ১০:৩৮410306
  • তাতিন,
    সুমনের কটা অনুষ্ঠান আপনি দেখেছেন জানিনা , আমি তখন সুমন ভক্ত ছিলাম বলে অনেক অনুষ্ঠানে থাকতাম। তাতে সুমন প্রায় ই আমি ধর্ম মানিনা আমি নাস্তিক ইত্যাদি বলত।জেনেরালি তারপর ভগবান কত ভালো গান টা ধরত। রেকর্ড করা নেই তাই ইউ টিউব লিংক দিতে পারব না।
    আর আজ মঞ্চে উঠে স্থান ভেদে ওনার বক্তব্য পাল্টে পাল্টে যায়। কখন ও উনি বলেন আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি।আবার কখন বলেন আমি ধর্ম ত্যাগ করেছি সংখ্যালঘু হওয়ার জন্যে । আমি কত মহান দেখানো টা ডেলিবারেট লি করেন। তা ওনার যদি ধর্মে মতি হয়ে থাকে সেটা সর্বত্র বলতেই বা দোষ কি? না উনি ইমেজ হারানোর ভয়ে তা শহুরে আঁতেল সমাজে বলবেন না।
    আর ইসলামে বিশ্বাস না থাকলেও যদি উনি ইসলাম জাস্ট দেখনদারী আর বিয়ে করার জন্যে নিয়ে থাকেন তাহলে ইসলাম বিশ্বাসী দের প্রতি তঞ্চকতা করেছেন।হিপোক্রেসির তো এটা ছোটো তুচ্ছ দৃষ্টান্ত। আরো অনেক হিপোক্রেসি আছে। যথা ওনার আর্থিক নীতি কি ? মাওবাদ আর কাশ্মীর সম্পর্কে নীতি কি?দেশের প্রতিরক্ষা নিয়েই বা ওনার নীতি কি? সেটা কি তৃণমূলের দলের নীতির সঙ্গেও মেলে? সরকারের এর সাথে মতের মিল না হলে কি করবেন ইত্যাদি।
    ধর্মের কথা আর লিঙ্গার করতে ভালো লাগছে না।হিন্দু থেকে মুসলিম অনেকে হয়েছে ,কারুর গায়ে ফোস্কা পড়ে নি। উনি সুবিধা মত ধর্ম বেচে ফায়দা তুলতে চান।
    যাগ্গে এনিয়ে আর তক্কো করব না।
  • nyara | 64.105.168.210 | ২৬ মে ২০০৯ ১০:৪৯410307
  • হায়, হায়! আমি আর আমার বউ সুমন সম্বন্ধে কত কি জানি - মায় ঐ মারিয়ার কেসের পরিণতি অব্দি - কিন্তু আমরা অসম্ভব বিনয়ী এবং কোন অহংকার নেই বলে এই থ্রেডে মুখই খুললাম না।
  • Tim | 71.62.2.93 | ২৬ মে ২০০৯ ১১:০৫410308
  • হ্যাঁ হ্যাঁ কলেজের নাম কেলাসের সময় এইসবগুলোও পাল্টে দেওয়া উচিত
  • dd | 122.167.100.124 | ২৬ মে ২০০৯ ১৫:৫৭410309
  • এবং আবাপে নিয়মিত কলাম লেখেন রংগন চক্কোত্তি। তিনি ভোটে হেরে গ্যালেও যৎপরোনাস্তি আহ্লাদিত হবো।

    একে তো নাম চোর (পদবী শুদ্ধু) তায় বেহ্মোদা করে টরে কী ভয়ানক বাজে ল্যাখেন।

    শুধু যদি আপত্তিকর লিখতেন তো অসুবিধে ছিলো না - কিন্তু এ যে কী বিকট বোরিং। ভাষায় প্রকাশ করা যায় না। ভোটে দাঁড়ালে বুঝিয়ে দিতাম।

  • Samik | 122.160.41.29 | ২৬ মে ২০০৯ ১৬:৩৫410310
  • এদিকে আমার বাবার নামের একটা পার্ট হল "ব্রহ্ম"। পড়লেই মনে হয় আমার বাপের সাথে এয়ার্কি মার্চ্ছে। :-)
  • r | 198.96.180.245 | ২৬ মে ২০০৯ ১৬:৪১410311
  • এই প্রথম কাউকে দেখলাম যে ব্রহ্মের অংশ। ছি ছি, এতদিন এনাকে বে থে বে থে করে এলাম!!
  • shyamal | 24.119.10.202 | ২৬ মে ২০০৯ ১৬:৪৩410312
  • এই রঙ্গন চক্কোত্তির লেখার ফর্ম্যাট চুরি করা। অনেক কাল আগে বোধ হয় ১৯৬৫-৬৬ তে সুনীল গাঙ্গুলি এই ফর্ম্যাটে ফিচার লিখতেন আনন্দবাজারে সনাতন পাঠক ছদ্মনামে। এনার যেমন বেম্মোদা, ওনার ছিল দ্বিজুদা। দ্বিজুদা ছিলেন সর্বজ্ঞানী। আলু, পটলের দর থেকে মুখ্যমন্ত্রীর ব্যবহার সব ব্যাপারেই কমেন্ট করতেন।
    তবে সুনীলের সব লেখারই যেটা চরিত্র, অসৎ সিউডো আঁতেলপনা ছিলনা, যেটা এই রঙ্গনের লেখাতে পরিষ্কার। আর লেখাটা ছিল সুখপাঠ্য, যাকে তখনকার দিনে বলত রম্যরচনা।
  • r | 198.96.180.245 | ২৬ মে ২০০৯ ১৬:৪৫410314
  • প্লিজ! উনি "রঙ্গন" না, রংগন।
  • Partho | 59.93.204.243 | ২৬ মে ২০০৯ ১৯:২৫410315
  • আচ্ছা, আপনারা কি সবাই কলকাতার বাইরে থাকেন, নাকি কেউ পয়সা খরচ করে রোববারের সংবাদ প্রতিদিন কেনেন না? গত রোববারের প্রতিদিনের ম্যাগাজিন (সম্পাদক - ঋতুপর্ন ঘোষ) কেউ দেখেছেন কি ?- বিশেষ করে প্রচ্ছদে 'পরিবর্তন'- লেখাটা। সবকটা লেখাই অসাধারণ - লিখেছেন ঋতুপর্ন, নবনীতা দেবসেন, যোগেন চৌধুরী, শুভাপ্রসন্ন, ব্রাত্য বসু,জয় গোস্বামী, সমীর আইচ, কৌশিক সেন,কুনাল ঘোষ, অনিন্দ্য চট্টোপাধ্যায়। কিন্তু কি মুশকিল! কো'ন ছিপিএন-এরি দেখছি লেখাগুলো, মায় অমন ভাল প্রচ্ছদটাও পছন্দ নয়- ওরা নাকি পোড়া পোড়া গন্ধ (ঝাঁট জ্বলার বোধ হয়!) পাচ্ছে। কেন কে জানে !
  • Du | 65.124.26.7 | ২৬ মে ২০০৯ ২১:৫০410316
  • ঐ কেউ বিবাহিত অবস্থায় বিয়ে করবে বললে আমরা যেমন বর্তমান বউকে ডিভোর্স করবে ধরে নিই। আসলে দেবেশবাবু ভুলটা করেছেন মমতার কথার মানে করতে গিয়ে। ঐটার চেষ্টা করাই উচিত না। কাল যেমন পড়লাম উনি বলেছেন - সিপিএম গোর্খাল্যান্ড , কামতাপুর এবং মাওদের সাথে মিলে বাংলাকে ভাঙার চেষ্টা করছে। মাওরা যে সিপিএমের বন্ধু তার প্রমাণই হল যে ওদের অঞ্চলে সিপিএম জিতেছে।
    এর পরে আর কোন কথা হয় ?
  • Ishan | 12.163.39.254 | ২৬ মে ২০০৯ ২১:৫৬410317
  • রোব্বার ফিরিতে দেয়না তো। সেইজন্য পড়া হয়না। ফিরিতে না পেলে আমি খবরের কাগজ ঝট করে পড়িনা। :)
  • Ishan | 12.163.39.254 | ২৬ মে ২০০৯ ২২:২৫410318
  • আর দেবেশ রায়কে বেনিফিট অফ ডাউট একদমই দিতে পারছিনা। পরের দিন অশোক দাশগুপ্তও প্রায় একই কথা লিখেছেন। ওটা ওনাদের স্ট্র্যাটেজি। অমুক সরকারের ক্ষমতায় থাকার নৈতিক অধিকার নেই, নতুন ভোট চাই, এই দাবী, আর রাষ্ট্রপতি শাসন চাই, এই দাবী যে এক জিনিস নয়, এটা ওনারা ভালই জানেন।
  • Du | 65.124.26.7 | ২৬ মে ২০০৯ ২২:৩৮410319
  • আমরা কথা বলবো - টা কি দাবী করার ধরন? হতে পারে, কিন্তু এভাবে বললে দাবীটা রাজ্য সরকারের উদ্দেশ্যে মনে হয়না। হয় কি?
  • Arpan | 122.252.231.12 | ২৬ মে ২০০৯ ২৩:০৭410320
  • মমতা কী বলেন তাই নিয়ে এত গুরুত্ব অশোকবাবু আর দেবেশবাবু ছাড়া আর কেউ দেন বলে মনে হয় না।

    আর সব কথার গুরুত্ব দিতে গেলে তো বেলা বয়ে যাবে। যেমন ধরো কথায় কথায় সাম্রাজ্যবাদী শক্তির চক্রান্তের ভূত দেখতে গেলে হয়েছে আর কি!:)
  • Ishan | 12.163.39.254 | ২৬ মে ২০০৯ ২৩:৪১410321
  • "আমরা কথা বলব', কথাটার মানে অবশ্যই রাজ্য সরকারের কাছে কোনো দাবী করা নয়। কার সঙ্গে কে কি কথা বলবেন, সেটাও ক্লিয়ার নয়। কিন্তু ওটার মানে "রাষ্ট্রপতি শাসন চাইব' এক্কেবারেই না। ডেফিনিটলি না।
  • Ishan | 12.163.39.254 | ২৬ মে ২০০৯ ২৩:৪৬410322
  • উল্টোদিকে প্রতিদিনে কয়েকদিন ধরেই, মাওবাদীরা যে আসলের সিপিএমের মদতপুষ্ট, ইত্যাদি ইত্যাদি দেখছি, খুব কায়দা করে লেখা করা হচ্ছে। সেই কিষাণজীর ইন্টারভিউ টা বেরোনোর পরেই। যুক্তি হিসেবে দেখানো হচ্ছে, ওখানে লক্ষাধিক সিপিএম বিরোধী ভোট মাওবাদীরা বাক্সে পড়তে দেয়নি।

    তবে ওগুলো এখনও চিঠিপত্রেই লেখা হয়েছে। কোনো স্বনামধন্য বুদ্ধিজীবিকে ঐ মতটি জাস্টিফাই করতে দেখিনি। এখনও।
  • Ishan | 12.163.39.254 | ২৭ মে ২০০৯ ২১:৩৭410325
  • http://www.anandabazar.com/27edit3.htm

    পার্থ চট্টোপাধ্যায়। জীবনের সবচেয়ে খারাপ লেখাটা লিখলেন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে মতামত দিন