এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ভোট শেষ -- কে কি বল্লেন

    Ishan
    অন্যান্য | ১৬ মে ২০০৯ | ১৫৪৬৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dipu | 207.179.11.216 | ২১ মে ২০০৯ ১৩:৫৩410227
  • তখনকার দিনে ১০০০৫ টাকা তো অনেক টাকা!! ভদ্রলোকের বড় জামাইটি তো মোটেই সুবিধের নয়!
  • T | 203.101.108.91 | ২১ মে ২০০৯ ১৪:১১410228
  • সুমন মারিয়াকে সত্যিই মারিয়াছিলেন কি ন সে তর্ক মুল্‌তুবি রেখে এখন আপনারা আবার রবি ঠাকুরকে নিয়ে পড়লেন দেখছি! এদিকে কারা মন্ত্রী হবে ঠিক করতে না পেরে প্রধাণমন্ত্রী-রাষ্ট্রপতি-র মিটিং পিছিয়ে গেলো!

    দিদি-র কি বুদ্ধি, বলেছে ডি এম কে থেকে যত মন্ত্রী হবে, আমাদের তার থেকে একজন বেশি চাই! এবার ঠ্যালা বোঝো!!
  • dipu | 207.179.11.216 | ২১ মে ২০০৯ ১৪:১৯410229
  • প্রধানমন্ত্রী - রাষ্ট্রপতি এসকল নিমিত্তমাত্র। সবই মা-মাটি-মানুষের ইচ্ছা।
  • intellidiot | 220.225.245.130 | ২১ মে ২০০৯ ১৪:২০410230
  • T -এর সাথে একমত :-)
    তবে আড্ডার জল তো এমন ভাবেই গড়ায়।
  • pi | 69.143.119.233 | ২১ মে ২০০৯ ১৪:৩৭410231
  • দিদি কিন্তু শুনলাম upa এ বৈঠকে জানিয়ে দিয়েছেন সেজ নিয়ে ওনার আপত্তির কথা :)
  • shrabani | 124.30.233.105 | ২১ মে ২০০৯ ১৪:৫০410232
  • হাতে গরম লাঞ্চের সাথে খবর দেখে এলাম।
    ১) দিদির সবুজপাড় শাড়ী আর শতাব্দীর সবুজ টপ, এছাড়া আর কেউ সবুজ পরেনি।
    ২) দিদি ওয়েস্ট বেঙ্গলে সরকার ফেলে দেওয়ার বায়না করেছে। দিদির হয়ে দিনেশ ত্রিবেদী এন ডি টিভির মনু শর্মাকে জানাল। প্রেসিডেন্ট রুল ও ফ্রেশ ম্যানডেট।

    ৩) ডিএম কে ও দিদি দুজনেই রেল চাইছে।

    ৪) তৃণমূল এম পিরা বার্গেন কথাটা ইউজ করলে রাগ ও আপত্তি করছে বলে এনডিটিভিতে বলল।
  • shyamal | 24.119.10.202 | ২১ মে ২০০৯ ১৫:০৮410233
  • সুমনের চরিত্র নিয়ে আমার মাথাব্যাথা নেই। তবে ওনার রাজনৈতিক ভিউটা কি, বা কোন ভিউ আছে নাকি জানলে সুবিধা হত। কখনো উনি বলেন, আমরা গান্ধীবাদী, অহিংসায় বিশ্বাসী। আবার কখনো মাওবাদীদের দ্বারা উজ্জীবিত হন। কখনো সুজনকে বলেন সিপিএম যথেষ্ট মার্ক্সবাদী নয়। ( কোট করতে বলবেন না)

    সুমন ঠিক কংগ্রেসী কিনা বোঝা মুশকিল। মমতার পার্টি কিন্তু বেসিকালি কংগ্রেস --- যদি অর্থ ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গী দেখা যায়।
    উনি কি মার্ক্সবাদে বিশ্বাসী না মুক্ত অর্থনীতিতে (সে ফ্রিডম্যানই হোক আর কেইন্সই হোক)।

    জানেন ঈশ্বর অথবা লেনিন।
  • shyamal | 24.119.10.202 | ২১ মে ২০০৯ ১৬:১০410234
  • ১৯৭৭ এ ইন্দিরাকে হারিয়ে জনতা পার্টি দিল্লিতে আসার একমাসের মধ্যে স্থির করে নয়টি কংগ্রেস শাসিত রাজ্যের সরকারকে ফেলে দিয়ে প্রেসিডেন্টস রুল করে নতুন ভোট করা। কারণ কংগ্রেস লোক সভার ভোটে এই রাজ্যগুলোর কোনটাতে পেয়েছিল শুন্য , বাকিগুলোতে ১০ এর কম সীট। বলাই বাহুল্য, রাজ্য সরকারগুলো রাজী হয়নি। তখন জোর করে প্রেসিডেন্টস রুল করা হয় এবং এই রাজ্যগুলোতে ভোট করা হয়। কংগ্রেস সবকটা রাজ্যতে হারে।
    এছাড়া তামিলনাডুতেও করুনানিধির বিধানসভা ভেঙে দেওয়া হয় দুর্নীতির অভিযোগে। সেখানে ভোটে জেতেন এম জি আর।

    মমতা মনে হয় এই প্রিসিডেন্স ব্যাবহার করতে চাইছেন।
  • Arijit | 61.95.144.123 | ২১ মে ২০০৯ ১৬:৩১410235
  • সুমনের রাজনৈতিক ভিউ (অন্তত: নব্বইয়ের দশকে - এবং শ্যামলের প্রশ্নের পরিপ্রেক্ষিতে প্রাসঙ্গিক) কি ছিলো সেটা তো ওই গানেই স্পষ্ট - আগে লিখেছি - "নুইয়ে মাথা চাইছ প্রসাদ...'
  • Samik | 122.160.41.29 | ২১ মে ২০০৯ ১৭:০১410237
  • স্যানকে,

    দুবেলা ভালো খেতে পরতে পাবার লোভে অনেক অনেক লোক ধর্মান্তরিত হয়। ওড়িশার আদিবাসী অধ্যুষিত এলাকাতেও হয়, ব্যান্ডেল চার্চ সংলগ্ন মধ্যবিত্ত পাড়াতেও হয়। চার্চ নব্যখ্রীস্টানদের জন্য অনেক খরচা করে। আমার নিজের দেখা।

    সুমন সংখ্যালঘুর ইস্যুটা তুলেছিলেন বটে, কিন্তু সেক্ষেত্রে আমার প্রশ্ন, ভারতে কি মুসলমান মহিলা কম পড়িয়াছিল? উনি কেন সংখ্যালঘুকে তোল্লাই দিতে গিয়ে এমন একজন মহিলাকে বিয়ে করলেন, যে দেশে সেই মহিলা সংখ্যাগুরুর দলে?
  • shyamal | 24.119.10.202 | ২১ মে ২০০৯ ২১:৫২410238
  • শমিকের লজিকটা বুঝলাম না। সুমন কি সংখ্যালঘু বিয়ে করে সমাজ সংস্কার করার জন্য সাবিনা ইয়াসমিনকে বিয়ে করেছেন? সাবিনা কিন্তু সুমনের চেয়ে অনেক অনেক বেশি বিখ্যাত গায়িকা । সুমন সবে আশির দশকে উঠেছেন। সাবিনা অন্তত: আরো দশ বারো বছর আগে থেকে বিখ্যাত। যতদূর মনে পড়ে বাংলাদেশ যুদ্ধের সময়ে বোধ হয় প্রথম ওনার গান শুনি।

    আমার ধারণা সুমন প্রেমে পড়ে সাবিনাকে বিয়ে করেছেন, অন্য কোন কারণে নয়।
  • Ishan | 12.163.39.254 | ২১ মে ২০০৯ ২২:১৩410239
  • সাবিনা বাংলাদেশে প্রচন্ড বিখ্যাত। তা বলে সুমন এ পারে মোটেই কম কিছু বিখ্যাত না। সুমনকে এভাবে খাটো করে দেখালে আমি পোচোন্ডো রেগে যাব।
  • Samik | 122.162.236.222 | ২১ মে ২০০৯ ২২:১৭410240
  • সাবিনাকে বে করার পেছনে সুমনের আরেকটা যুক্তি ছিল, "আমি সংখ্যালঘুদের দলে থাকতে চাই।'

    সেই প্রসঙ্গে বলা। সাবিনা বাংলাদেশে মোট্টেই সংখ্যালঘু সম্প্রদায়ের নন।
  • tatin | 130.39.149.146 | ২২ মে ২০০৯ ০১:১৭410241
  • R
    'কবীর সুমনের রাজনীতি। ইন্টারেস্টিং। ভোটে দাঁড়াবার পর টাইমস অফ ইন্ডিয়াতে দুটো ইন্টারভিউ থেকে দুটো ইন্টারেস্টিং পয়েন্ট পেয়েছি: এক, উন্নয়ন দেখতে হলে নরেন্দ্র মোদীকে দেখ। ওটাই হল উন্নয়ন। দুই, পশ্চিমবঙ্গে সব শিল্প বন্ধ হয়ে যাওয়ার প্রধান কারণ বামপন্থীদের জঙ্গী ট্রেড ইউনিয়নবাজি। তুলেই দিই:'

    purointv-erlinkTipelebetterhoy
  • tatin | 130.39.149.146 | ২২ মে ২০০৯ ০১:২০410242
  • kallol,
    কাঙাল হরিনাথের সঙ্গে ঠাকুরদের সম্পর্ক কী ছিল?
    সেই সময়ে রবীন্দ্রনাথ আবার বৌঠাকুরাণীর হাটে ধনঞ্জয় বৈরাগীর চরিত্র লিখছেন।
  • Ishan | 12.163.39.254 | ২২ মে ২০০৯ ০৩:২৪410243
  • মমতা তো ৩৫৬ ধারার কথা বলেননি দেখলাম। সরকার ভাঙার কথাও বলেননি।
  • Ishan | 12.163.39.254 | ২২ মে ২০০৯ ০৪:২১410246
  • দুকে। এতে তো ৩৫৬র কথা কিছু বলা নেই। আমি সেইজন্য গণশক্তি পড়লাম। তাতে বলেছে, দীনেশ ত্রিবেদী ওরকম একটা কথা বলেছেন। মমতা নয়।

    এই দেখুন:
    http://bangla.ganashakti.co.in/shownews.php?w=528&h=1236&year=2009&month=5&date=22&page=1&dpn=203087
  • Ri | 203.197.96.50 | ২২ মে ২০০৯ ১০:১৬410248
  • কাল মহারাষ্ট্রে ১৬ জন পুলিশ মাওবাদী হানায় খুন হয়েছে। এবার মহা: র কং মুখ্যমন্ত্রী ( যার নিজের ও সদ্য লোকসভায় জেতা ম্যান্ডেট আছে) মাও গেরিলা নিকেশে অল আউট জেতে চায় তখন সুমন কং শরিক হিসেবে কি বলবে শুনতে চাই
  • saikat | 202.54.74.119 | ২২ মে ২০০৯ ১১:১২410249
  • অশোক মিত্র -

    http://www.telegraphindia.com/1090522/jsp/opinion/story_10994551.jsp

    Those organizing protests and agitations against the Left Front regime — and who have succeeded in bringing state administration to a virtual standstill — are of course no lily-white species. They include a fair proportion of crooks, knaves and opportunists. But the voters did not sit in judgment on them. they voted against the Left Front; whom they voted for was of secondary concern.
  • pi | 69.143.119.233 | ২২ মে ২০০৯ ১১:২৪410250
  • 'কার সাথে আছি বড় কথা নয়, কার বিরুদ্ধে আছি ...' :)
  • santanu | 82.112.6.2 | ২২ মে ২০০৯ ১৩:১৮410251
  • একটা ভালো কথা মনে হচ্ছে -

    এবার নিশ্চই মমতাদিদি ২০১১ বিধানসভা জেতার জন্য, কেন্দ্রের ৬-৭ জন মন্ত্রিদের দিয়ে পশ্চিমবঙ্গের উন্নতির খাতে বেশ কিছু করাবেন

    আবার বুদ্ধবাবু ও ২০০৯ এর ধাক্কা সামলে ২০১১ তে ভালো ফল করার জন্য অনেক কিছু করবেন

    তাহলে এই দু-বছর তো পশ্চিমবঙ্গের সোনার দিন হবে - দুগ্গা দুগ্গা
  • arjo | 168.26.215.13 | ২২ মে ২০০৯ ২১:১৪410252
  • এখানেই লিখি, ভাটে লিখলে লোকজন এবারে কেলাবে মনে হয়। এখানে লিখলেও কেলাতে পারে কিন্তু সম্ভাবনা কম। :)

    ঈশানের সাথে অলমোস্ট একমত। 'যাপন' কি 'পার্সোনাল লাইফ' অত ভেবে বলি নি। মূলত ক্লিন পার্সোনালিটি না হলে লোকে অভিযোগ করবেই। কেউ যদি ফৌজদারী মামলার কথা বলে থাকে প্রমাণ করার দায় অবশ্যই তার। কারণ সেটা অনেক স্ট্রং অ্যালিগেশন।

    পাই, আমাদের দেশে প্রার্থীদের পার্সোনাল লাইফে বা মতান্তরে 'যাপনে' কিছু ঘাপলা থাকলে কি করা হবে তার কোনো গাইডলাইন নেই, প্রিসিডেন্সও নেই। তাই লোকজন নিজের নিজের মতন স্টান্স নেয়। যেমন শ্যামলবাবু ইগনোর করেন, আমি ভোট দিতে গেলে ভেবে দেখব। তবে এটাকে নির্বাচনী ইস্তেহার করে ঘরে ঘরে বিলি করলে আপত্তি আছে। কারণ তাহলে স্বাভাবিক প্রশ্ন সিপিএম কি একেবারে ক্লিন? এবারে এই চাপান উতোরে এক তো ভোটের প্রচারে নীতি ইত্যাদি ভোগে গিয়ে খেঁউড় চলে। দুই লোকটিকে সোশ্যালি হ্যারাস করা হয়। তিন, আরও জটিল তত্বও আছে। নির্বাচনী কমিশনের কাছে অভিযোগ অবধি ঠিক আছে। আর দেখাই যাচ্ছে অধিকাংশ লোক এর বিরুদ্ধাচরণ করেছেন।

    তাই যখন তাবলে গুরুর পাতায় কেউ তার ব্যক্তিগত মতামত জানাতে পারবে না, সেটাও হয় না। রাষ্ট্রের কনসেন্ট ম্যানুফ্যাকচারিং আর ব্যক্তিগত মতামত জানানোর মধ্যে যেটুকু পার্থক্য আর কি। ;)
  • Ishan | 12.163.39.254 | ২২ মে ২০০৯ ২১:২৪410253
  • এই যা:। আমি ভাটে লিখে ফেললাম। কেউ ক্যালাবে না তো? :)
  • Du | 65.124.26.7 | ২২ মে ২০০৯ ২২:৩৮410254
  • স্যানকে, ঐ বিষয়ে কি বলব বল? ভাবছি । ভাবো তুমিও।

    যারা স্কুলে না দিয়ে ছেলেমেয়েকে কাজে পাঠায় , তারা কিরকম বাবা মা?
    শুধু দুমুঠো খেয়ে থাকতে পারার জন্য ভালো না বেসেও কাউকে বিয়ে করাটা কেমন কাজ?
    নিজের প্রেমিকাকে শিক্ষা দেবার জন্য অন্যকে বিয়ে করা কেমন কাজ?

    যেটুকু আমি বলতে পারি সেটা হল জাতপাতের বিপরীতে ইসলাম বলে ঈশ্বরের চোখে সবাই সমান হবার কথা। বাকী ডিটেলে অত জানি না - কিন্তু অনেক খ্রীষ্টানও ইসলাম নেন - আকৃষ্ট হয়েই নেন। মৌলবীরা শুধু ধর্ম প্রচারের জন্য সব ক্ষেত্রে জেরা করে কিনা জানি না - তবে যে নেয় সে ঐ বলেই নেয়। বিয়ে করবার জন্য কেউ নিয়ে থাকলে সেটা অবশ্যই তার ব্যপার - মিথ্যে বলে নিতেই পারে। এবার সেটা ভাল কিনা সেটা তোমার আমার অভিমত । এমন কি মিথ্যে বলাও ভাল কিনা সেটাও অভিমত - অনেক সময় মিথ্যে বলে প্রাণ বাঁচানো যায় কারও। তবে মিথ্যে মিথ্যেই। ভালো বলে সেটা সত্য হয়ে যায় না।

    সুমন সম্পর্কে তার ধর্ম নেওয়া ইত্যাদি নিয়ে তুমি জানতে চাও নি, আর আমিও বলতে চাইনি। কিন্তু দেশবাসীর যে পাপের জন্য আমরা সত্যিই কিছু করিনি তার প্রতিবাদে উনি যদি ওটা করেছেন সেটা এত কম করা যে সেই নিয়ে বলাই একটা পাষন্ডের লক্ষ্মণ । কোনও মানেও হয় না, যেখানে তালিবানেরাও এই কাজটা করতে কম পারদর্শী হবে না হয়তো। দ্বিতীয়ত: ব্ল্যাংকি বলেছে এবং আমরা সকলেই কাগজে তার ধর্মপ্রাণ ভাব প্রদর্শনের কিছু কিছু খবর পাই। তারপরে এই ইন্টারভিউ। সব মিলিয়ে আবার অভিমতের জায়গা থাকতেই পারে কিন্তু ঘটনাগুলো বা বাংলা ভাষয় এর জন্য যে শব্দ আছে তা বদলে যায় না।
    বলতে গেলে সুমনের জন্য জায়গা চিরদিন ছিল, 'পাঁচটা মারুন'ও সেটা ভাঙেনি জানতাম একটু ক্ষ্যাপা আছে , চাটুকারীতা দিয়ে সে জায়গা ভাঙতে শুরু করল আর এই পাইয়ের তুলে দেওয়া 'কারন ' কফিনে শেষ পেরেক বলতে পারো। সুমনের কোন আচরণে আমি আর কোনওদিন দু:খ পাবো না।
  • dd | 122.167.29.203 | ২২ মে ২০০৯ ২৩:০০410255
  • না, আমি শুধু ভাবি যদি তিনোমুল রাজ্য সরকারের দখল পায় তখন কি হবে?

    আরে দুর? আমি দিদিকে নিয়ে এয়ার্কি মারচি না। ওটা ক্লিশেরও ক্লিশে।

    এই যে প্রতিবাদী বিরোধী পদ্ধতির বেঞ্চমার্ক হয়ে গ্যলো "প্রতিরোধ ক্ষুধার্ত্ত" বাম দল এটাকে নিয়ে কি করবে বুঝতে পারছেন?

    *প্রতি শুক্কুরবার বাংলা বন্ধ
    *অল্টারনেট সোমবারেও তাই
    *সব, সব ডেভেলপমেন্টাল প্রজেক্ট বন্ধ,সব
    *হাজরা ও পার্ক স্ট্রীটের মোড়ে রাস্তা কাটা

    এবং ..........

  • tatin | 130.39.149.146 | ২২ মে ২০০৯ ২৩:৩৪410256
  • khuখুব ইন্টারেস্টিং একটা ব্যাপার হবে, জিনিসটা সারা দেশে ছড়াতে পারলে আরো ভালো- ইন্ডাস্ট্রিয়াল হাউসের হাল ভেবে এখন-ই মজা লাগছে
  • pi | 128.231.22.89 | ২২ মে ২০০৯ ২৩:৫২410257
  • khu আবার কি ?
  • Samik | 122.162.236.19 | ২৩ মে ২০০৯ ০১:১০410259
  • না:, তিনোমূল এখন আর অত্তো সহজে বন্‌ধ ডাকবে না। ওদের অ্যাজেন্ডা পাল্টে গেছে। বন্‌ধের রাজনীতিতে মাম্মাম্মা এখন, আপাতত আর নেই।

    এই শেষ কথা বলে, আমি যাব চলে।

    গ্যুটেন নাখ্‌ট।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে প্রতিক্রিয়া দিন