এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • | ১৮ জুলাই ২০২৪ ২১:৫০534909
  • হ্যাঁ জামাত বা তার নানা ফ্যাকশান মিশে আছে নিজেদের মত করে চালিত করার চেষ্টা করছে সে তো একশোবার। হাসিনা এই মুক্তিযুদ্ধ আর মুক্তিযুদ্ধের চেতনা ব্যপারটাকে ওয়েপনাইজ করতে করতে মনে হয় টরশান পয়েন্ট পেরিয়ে গেছেন। 
    আবু সাইদের ভিডিওটা দেখে অবিকল জাফর ইকবালের আমার বন্ধু রাশেদের শেষটা মনে পড়ছিল। 
     
    এদিকে জাফর ইকবাল সমানে গালি খাচ্ছেন।  যখন মুক্তিযুদ্ধ ভুলিয়ে দেবার সর্বাত্মক চেষ্টা চলছিল সেই সময় একটা গোটা প্রজন্ম বেড়ে উঠেছে জাফর ইকবালের বই পড়ে, মুক্তিযুদ্ধের চেতনা মর্মে মর্মে বুঝে। সবকিছুরই শেল্ফ লাইফ আছে। ওঁরও। তবে ওঁর বই পড়বে না বিক্রই করবে না - এই লাইন অব অ্যাকশানের পেছনে সম্ভবত জামাত বা তার কোন ফ্যাকশান আছে। 
     
    হাসিনা খুবই বাজেভাবে হ্যান্ডল করছেন। 
  • সিএস | 2405:201:802c:7069:2973:51d:2b73:5c92 | ১৮ জুলাই ২০২৪ ২১:৫৮534910
  • গত কয়েক বছরের বিবিধ আন্দোলন জোর খাটিয়ে বন্ধ করতে পেরেছিল। কিন্তু ১৫ বছর ধরে এক পার্টির শাসন, কয়েক মাস আগের ভোটের প্রহসন, বিপ্লবী চেতনাকে শুধুই ভোটের কাজে লাগানো আর বিরোধীদের ডিসক্রেডিট করার জন্য ব্যবহার, অর্থনীতি ভাল থেকে খারাপ হলে চাপে পড়ে যাওয়া, এসব মনে হয় ফেটে বেরোচ্ছে। গণতান্ত্রিক ব্যবস্থাকে ম্যানিপুলেট করলে সুখকর কিছু নাও ঘটতে পারে, এরকম মনে হচ্ছে।
  • | ১৮ জুলাই ২০২৪ ২২:৫৬534915
  • একজন ক্লাস ১২ এর একজন ক্লাস ৯ এর বাচ্চা নিহত। 
    এগুলো কী হচ্ছেটা কি!?
  • &/ | 151.141.85.8 | ১৮ জুলাই ২০২৪ ২৩:৩৪534917
  • ফেবুতে বাংলাদেশের বন্ধুরা যাঁরা আছেন বন্ধু তালিকায়, তাঁদের অনেকেই পোস্ট দিচ্ছেন যে ফোন, নেট সব বন্ধ। বাইরে থেকে যোগাযোগ করতে পারছেন না বাড়িতে। সকাল থেকে চেষ্টা করে যাচ্ছেন, কোনোরকম কল যাচ্ছে না, খুব উদ্বিঘ্ন ওঁরা।
  • পলিটিশিয়ান | 2603:8001:b102:14fa:9ced:2b26:828f:9055 | ১৮ জুলাই ২০২৪ ২৩:৫৪534918
  • নেট বন্ধ কিন্তু পোস্ট দিচ্ছেন!! 
  • &/ | 151.141.85.8 | ১৯ জুলাই ২০২৪ ০০:১৯534924
  • হ্যাঁ, যাঁরা দিচ্ছেন তাঁরা তো বাইরে! প্রবাসী লোকজন। তাঁদের নেট চলছে তো।
  • NRO | 165.124.84.35 | ১৯ জুলাই ২০২৪ ০২:১২534954
  • এতে হাসিনার দোষ কোথায় ? আনন্দবাজার খুব ভালো এক্সপ্লেন করেছে: 
    "এর আগে ২০১৮ সালেও একই বিষয়ে আন্দোলনে উত্তাল হয়ে উঠেছিল দেশটি। সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে সে দেশে মোট ৫৬ শতাংশ আসন সংরক্ষিত ছিল এবং ৪৪ শতাংশ আসন সাধারণের জন্য নির্ধারিত ছিল। এই ৫৬ শতাংশের মধ্যে স্বীকৃতিপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের স্বজনদের জন্য ৩০ শতাংশ, নারীদের জন্য ১০ শতাংশ, বিভিন্ন জেলার জন্য ১০ শতাংশ, জনজাতিদের জন্য ৫ শতাংশ এবং প্রতিবন্ধীদের জন্য ১ শতাংশ সংরক্ষিত পদ ছিল। ২০১৮ সালে সংরক্ষণ বিরোধী আন্দোলন ছড়িয়ে পড়ায় প্রধানমন্ত্রী হাসিনা নির্দেশ জারি করে মুক্তিযোদ্ধার স্বজনদের জন্য ৩০ শতাংশ, নারীদের জন্য ১০ শতাংশ এবং জেলা খাতে ১০ শতাংশ সংরক্ষণ বাতিল করে দেন। রাখা হয় শুধু জনজাতিদের ৫ শতাংশ এবং প্রতিবন্ধীদের ১ শতাংশ সংরক্ষণ। তখনকার মতো আন্দোলনে ইতি টানেন ছাত্রেরা। পরে সাত জন মুক্তিযোদ্ধার স্বজন ২০১৮-র সংরক্ষণ বাতিলের নির্দেশনামার বৈধতাকে চ্যালেঞ্জ করে ২০২১-এ হাই কোর্টে যান। গত ৫ জুন হাই কোর্ট রায় দেয়, হাসিনা সরকারের নির্দেশ অবৈধ। নির্দেশনামা বাতিলের অর্থ ফের আগের মতো সংরক্ষণ ফিরে আসা। তার প্রতিবাদেই ফের আন্দোলনে নামেন ছাত্ররা। তাঁরা দাবি করেন, স্থায়ী ভাবে সরকারি নিয়োগ থেকে সব ধরনের কোটা ব্যবস্থা বাতিল করতে হবে। হাসিনা সরকার হাই কোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করেছে। রবিবার সেই মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে।"
  • upal mukhopadhyay | ১৯ জুলাই ২০২৪ ১৫:২৫534967
  • শ্রীলংকা কেনিয়া বাংলাদেশ স্বরাচারীর খেলাপ  গণ অভ্যুথানের  মাইল  ফলক 
  • আ খোঁ | 2402:3a80:1cd1:96c5:278:5634:1232:5476 | ১৯ জুলাই ২০২৪ ১৬:৫৬534971
  • বাংলাদেশের ভবিষ্যৎ কোনদিকে যাচ্ছে কে জানে। শুনছি অরাজনৈতিক ছাত্র আন্দোলন ঘিরে জামাতের ছাত্রশিবির অপারহ্যান্ড নিয়ে নিচ্ছে। শুনছি ভারতবিদ্বেষ চরমে। অটোক্রেসি পাল্টে কোনদিকে যাচ্ছে, কী হবে সবটাই ভীষণ চিন্তার বিষয়। কেউ একটু জানলে সবিস্তার করুন প্লিজ। 
  • Guru | 2409:4060:1b:e528:fdcb:1f00:9a53:cf49 | ১৯ জুলাই ২০২৪ ১৮:৪৪534973
  • @আ খোঁ,
    আমার ভালো লাগছে আপনার লেখা অনেকদিনের পরে পড়ে। বাংলাদেশের ব্যাপারটি খুবই ইন্টারেষ্টিং। আমি বলছি হাসিনার আমলে অনেক উন্নতি হয়েছে যেমন বিদ্যুৎ আর ইন্টারনেট এক্সেস, শিক্ষা নারীশিক্ষা, মাথাপিছু আয় ইত্যাদি এবং এর ফলে অনেকটাই একটা aspiring মধ্যবিত্ত ক্লাস তৈরী হয়েছে। তবে হাসিনার আমলে আবার আর্থিক অসাম্য, স্বজনপোষণ, দুর্নীতিও অনেকটাই বেড়ে গেছে। তাই এই aspiring ক্লাস এখন পথে নামছে যেহেতু এরা এখন আরো রাজনৈতিক অধিকার চায়। aspiring মধ্যবিত্ত শ্রেণীকে ইন্টারনেটের মাধ্যমে ম্যানিপুলেট করা খুব কঠিন নয়। আর এখনকার যুগে বাংলাদেশে জামাত সবচেয়ে বেশী organized কাজেই তারা এই অসন্তোষকে ব্যবহার কোরবে এ তো ঘটনা। সেক্যুলার আওয়ামী লীগ গত ১৫ বছরে পাওয়ারে থেকে মোবিলাইজের ব্যাপারটা ভুলেই গেছে।
  • শুদ্ধসত্ত্ব দাস | ২০ জুলাই ২০২৪ ০৬:১০535000
  • এই ব্যাপারটার নিয়ে কয়েকটা মোক্ষম কথা বলেছেন। আপনার বিশ্লেষণে দৃষ্টির ব্যাপ্তি আর ভাষার সংক্ষিপ্ততা খুব গালো লাগলো। 
  • Guru | 103.41.197.241 | ২০ জুলাই ২০২৪ ০৯:৪৩535014
  • @শুদ্ধসত্ত্ব দাস,
    অনেক ধন্যবাদ।
  • Guru | 103.41.197.241 | ২০ জুলাই ২০২৪ ১১:০২535022
  • @শুদ্ধসত্ত্ব দাস,
    আরো ডিটেইল এনালাইসিস করে বলে দিলাম নিচে। কেমন লাগলো জানাবেন।
     
    বাংলাদেশের ক্ষেত্রে কয়েকটা ফ্যাক্টর কাজ করছে এখানে। এক, প্রচুর aspiring পলিটিকাল actors তৈরী হয়ে গেছে গত কয়েকবছরে যেহেতু শিক্ষা, বিদ্যুৎ, মোবাইল, মাথাপিছু আয় ইত্যাদি ব্যাপারে হাসিনা সরকার অনেকটাই উন্নতি করতে পেরেছে। অর্থাৎ মানুষের মনে পলিটিকাল awareness অনেকটাই তৈরী হয়েছে ইন্টারনেটের জন্য। দুই, উন্নয়নের পাশাপাশি প্রবল ইকোনমিক ইনকোয়ালিটি, দুর্নীতি, স্বজনপোষণ মানুষকে খেপিয়ে তুলেছে যেহেতু মানুষের এসব ব্যাপারে awareness মোবাইল এক্সেস বারবার ফলে অনেকটাই বেড়ে গেছে আগের তুলনাতে। তিন, যেহেতু হাসিনাকে নির্বাচনের মাধ্যমে গদিচ্যুত করবার কোনো উপায় নেই কাজেই এখন এই aspiring এবং পলিটিকাল aware actors দের রাজপথে নামা ছাড়া কোনো উপায় নেই, চার, বাংলাদেশে গত পঁচাত্তর বছরে এধরণের অভিজ্ঞতা আগে অনেক দেখেছে। ৪০ এর দশকে পাকিস্তান আন্দোলন, ৫২ তে ভাষা আন্দোলন, ৬৯ এ আয়ুব খান বিরোধী আন্দোলন, ৭১, ৯০ দশকে এরশাদ বিরোধী আন্দোলন, ২০১৪ সালে শাহবাগ আন্দোলন এগুলো প্রত্যেকটি প্রতিষ্ঠান বিরোধী আন্দোলন যেগুলো সফল হয়েছিলো। পাঁচ, উপমহাদেশের অন্য যে কোনো দেশের থেকে বাংলাদেশ অনেকটাই বেশি homogeneous যেহেতু এখানে মূলতঃ একটি ভাষা ও একটি ধর্মের মানুষের প্রাধান্যই বেশী। homogeneous সমাজে প্রতিষ্ঠান বিরোধী আন্দোলনের সাফল্য যে বেশী হয় সেটি বাংলাদেশের অতীত ইতিহাস দেখিয়ে দিয়েছে। প্রসঙ্গতঃ পাকিস্তানে সেইভাবে সামরিক শাসকের বিরুদ্ধে প্রতিবাদ কখনোই মাথা চাড়া দেয় নি (ব্যতিক্রম ২০০৭ সালের lawyers মুভমেন্ট যার ফলে শেষ সামরিক শাসক পারভেজ মুশারফের গদিচ্যুত হয়) যেহেতু পাকিস্তান, বাংলাদেশের তুলনায় অনেক ethnically diverse। 
     
    আপাতত উপরের এই ৫ নোক্তাই ঠিক করবে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি।
  • আ খোঁ  | 2402:3a80:4304:2208:278:5634:1232:5476 | ২০ জুলাই ২০২৪ ১১:৫৮535025
  • গুরু 
    ভালো বুঝিয়েছেন। কিন্তু হাসিনা সরলে কী আছে তারপর? কারা উঠে আসবে?
  • আ খোঁ | 2402:3a80:4304:12d9:278:5634:1232:5476 | ২০ জুলাই ২০২৪ ১২:৩৭535026
  • আমি যা দেখছি একেবারেই স্বতঃস্ফূর্ত ছাত্র অভ্যুথ্যান। অন্ততঃ শুরুতে। কিন্তু এত শক্তি মিশে রয়েছে এর মধ্যে যে সঠিক লিডারশিপের অভাব হলে কোনদিকে যাবে সেটাতেই আশংকা। ৩০ শতাংশ ক্রস করে সম্পূর্ণ কোটা তুলে দেওয়ার দাবিও জোরালো হচ্ছে শুনলাম। মুজিব নয় জাতির পিতা ইব্রাহিম এই শ্লোগানও উঠেছে। তবে কোনো গণআন্দোলনই বিশাল মাপযোগ করে হয় না। দেখা যাক। 
  • . | ২০ জুলাই ২০২৪ ১২:৪০535027
  • ইব্রহিম কে?
  • Guru | 2409:4060:1b:e528:fdcb:1f00:9a53:cf49 | ২০ জুলাই ২০২৪ ১২:৫৭535029
  • ইব্রাহিম (স) একজন নবী l ইসমাইল (স) ও ইসহাকের (s) পিতা l এই ইসমাইলের বংশধর ছিলেন মহম্মদ(স) নবীজি l খুব সম্ভবতঃ জামাতিরা জাতির পিতাঃ ইব্রাহিমের বলতে বাংলার মুসলিম চরিত্র বোঝাতে চায় l
  • Guru | 2409:4060:1b:e528:fdcb:1f00:9a53:cf49 | ২০ জুলাই ২০২৪ ১৩:১৬535031
  • @আ খোঁ ,                                                                            হাসিনা তখনই সর্বেন যখন বাংলাদেশের সৈন্যবাহিনী তার ওপর থেকে হাত সরিয়ে নেবে l সেটা তখনি হবে যদি হাসিনার  বিপক্ষ, সেনাবাহিনীর মধ্যে যারা হাসিনাপন্থী নয় তাদের সঙ্গে একটা ডিল করতে পারে যার ফলে হাসিনার পতনের পরেও তাদের প্রভাবপ্রতিপত্তি বজায় থাকে l ভারত হাসিনার পাশে থাকবে নিজেরা নিজের স্বার্থেই l চীন আম্রিকা কি করবে এখনই বলা শক্ত ! তবে মিয়ানমারের মত প্রবল গৃহযুদ্ধের সম্ভাবনাও থাকছে l অবশ্য এটার সম্ভাবনা খুবই ক্ষীণ যে হাসিনা পদত্যাগ করবেন l
  • কৌতূহলী | 115.187.40.100 | ২১ জুলাই ২০২৪ ১৯:৪৬535110
  • বাংলাদেশের আপডেট কেউ দিতে পারবেন? আজকে নাকি সুপ্রিম কোর্ট কোটা নিয়ে রায় দিয়েছে।
    সেখানে মুক্তিযোদ্ধাদের জন্য শুনলাম ৫% কোটা রাখা হয়েছে। আর কিছু জানেন? আন্দোলনকারীদের রিসেন্ট স্ট্যান্ড ,বা বাংলাদেশে নেট বা ফোন চালু হয়েছে কিনা ,এসব কেউ জানলে জানাবেন কাইন্ডলি?
  • আন্দোলন | 2a0b:f4c2::22 | ২১ জুলাই ২০২৪ ১৯:৫০535112
  • মুক্তিযুদ্ধের বিরোধীদের স্লোগান।
    ভারত যাদের মামার বাড়ি
    বাংলা ছাড় তাড়াতাড়ি
  • . | ২১ জুলাই ২০২৪ ২০:১৩535113
  • ভারতীয়, নেপালী এবং ভুটানি ছাত্রছাত্রীদের বাসে করে হিলি সীমান্ত দিয়ে ভারতে আনা হয়েছে। আরও আনা হবে।
  • | ২১ জুলাই ২০২৪ ২১:৩৯535121
  • ৯৩ শতাংশ মেধার ভিত্তিতে আর ৭ শতাংশ সংরক্ষণের ভিত্তিতে সরকারী চাকরি পাবে।। মুক্তিযোদ্ধার বংশধর ৫ শতাংশ থাকবে।  মেয়েদের জন্য ১০% সংরক্ষণ ছিল সেটা পুরোই তুলে দিয়েছে। অনগ্রসর শ্রেণী ১ শতাংশ আর প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ বাকী  ১ শতাংশ। 
    এইটে খুব একটা ভাল বলে একেবারেই মনে হচ্ছে না। তথাকথিত মেধার পেছনে প্রিভিলেজের বেশ ভাল ভূমিকা থাকে অধিকাংশ ক্ষেত্রে।
  • r2h | 96.230.215.15 | ২১ জুলাই ২০২৪ ২১:৪৬535122
  • হুঁ, খুবই খারাপ মনে হচ্ছে। মেয়েদের জন্য, জনজাতি ও সংখ্যালঘুদের জন্য সংরক্ষণ একেবারে তুলে দেওয়ার মত জায়গায় বাংলাদেশ পৌঁছয়নি বলেই মনে করি।

    ভালো হলো না।
  • . | ২১ জুলাই ২০২৪ ২২:০২535124
  • সাত তারিখ মামলা উঠবে সুপ্রীম কোর্টে।
  • কৌতূহলী | 115.187.40.100 | ২১ জুলাই ২০২৪ ২২:০৮535125
  • মহিলা কোটা তুলে দেওয়া একদমই সমর্থন যোগ্য না। বরং মুক্তিযোদ্ধা কোটা পুরোপুরি তুলে দেওয়া উচিত ছিল। আশা করা যায় , বাংলাদেশের প্রগতিশীলরা মহিলা কোটা রাখার দাবিতে আন্দোলন করবেন। এটা সোশ্যাল জাস্টিসের মধ্যে পড়ে।
    খবর দেওয়ার জন্য সকলকে ধন্যবাদ। যা জানতে পারলাম ,নেট বা ফোন চালু হয়নি
  • Prabhas Sen | ২২ জুলাই ২০২৪ ১২:১৩535158
  • পশ্চিমবঙ্গ ভারতের একটি  প্রদেশ মাত্র।  তার সাথে স্বতন্ত্র রাষ্ট্র বাংলাদেশের তুলনা হয় কি ভাবে?
  • Tirtho Dasgupta | ২২ জুলাই ২০২৪ ১৮:২১535166
  • এই আন্দোলনের পেছনে ভারতের পররাষ্ট্র নীতি ও অনেকটাই দায়ী । ভারত তার আধিপত্য দেখানোর চেষ্টা করে গেছে এবং বাংলাদেশের সাথে ট্রেড ডেফিসিট ও একটা ফ্যাক্টর । ভারত প্রচুর ইনভেস্টমেন্ট করেছে বাংলাদেশে যার থেকে লাভটা মূলত নিজেরাই করছে । এর ফলে ভারত তার সফ্ট পাওয়ার বার্গেনিং হারিয়েছে এবং জামাত ও মৌলবাদী শিবির তার সুযোগ নিয়ে উস্কে গেছে মানুষকে । সোশ্যাল মিডিয়াও মারাত্মক ভাবে ইন্ধন যুগিয়েছে যেখানে দুদেশের মানুষের ঘৃণা উপচে পড়েছে । সবচেয়ে বড় ব্যাপার হাসিনা ভোট করতে না দিয়ে গণতন্ত্রের সেফটি ভালভ যা মানুষের দ্বিমত জানানোর শান্তিপূর্ণ পদ্ধতি সেটাকে নিষ্ক্রিয় করে দিয়েছেন তাতে স্বৈরতন্ত্র=হাসিনা সরকার = ভারত এক হয়ে গেছে । আর জামাত এটাকে সুকৌশলে স্বৈরতন্ত্র=হাসিনা সরকার = হিন্দু= ভারত এই ভাবে সমীকরণটাকে সাজিয়ে দিয়েছে ।
  • r2h | 192.139.20.199 | ২২ জুলাই ২০২৪ ১৮:৫৭535168
  • তার মানে কি কোটা টোটা কিছু না, জামাত, আওয়ামি লিগ বিরোধিতাই সব?
    • Tirtho Dasgupta | ২২ জুলাই ২০২৪ ১৮:২১
    • এই আন্দোলনের পেছনে ভারতের পররাষ্ট্র নীতি ও অনেকটাই দায়ী । ... জামাত এটাকে সুকৌশলে স্বৈরতন্ত্র=হাসিনা সরকার = হিন্দু= ভারত এই ভাবে সমীকরণটাকে সাজিয়ে দিয়েছে ।
     
     
    যদিও একটা দেশ নিজের ঘর সামলাতে না পারলে সেটা তাদেরই ব্যর্থতা, অন্য দেশের পররাষ্ট্রনীতিকে দোষ দিয়ে খুব লাভ নেই - এমন মনে করি, ভারতে যেমন চাড্ডিপনা, রুজি রোজগার শান্তি সম্প্রীতি থেকে রাম মন্দির ইত্যাদি নিয়ে বেশি লম্ফঝম্প নিজেদেরই ব্যর্থতা।
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক মতামত দিন