এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • কীভাবে নাস্তিক হলাম

    সিকি লেখকের গ্রাহক হোন
    অন্যান্য | ১৩ মে ২০১৫ | ১০৩৭৯৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • rajen goldar | 116.208.86.215 | ১৮ মে ২০১৫ ২২:১৬677027
  • বজ্রবিদ্যুৎ সহ পুষ্পবৃষ্টির প্রবল সম্ভাবনা।
  • - | 109.133.152.163 | ১৮ মে ২০১৫ ২২:৩১677028
  • তা, ছাতা নিয়ে বেরোব কি, অ রাজেনবাবু?
  • sm | 233.223.159.253 | ১৮ মে ২০১৫ ২২:৪৩677029
  • অভ্যু, এবার মানে মানে নাপানু টা কি বলে দাও।
  • Abhyu | 179.237.46.178 | ১৮ মে ২০১৫ ২৩:২৮677030
  • নাপানু মানে পানু নয়। হোস্টেলের সচ্চরিত্র যুবক, নিষিদ্ধ জিনিস না দেখিব, না শুনিব, না বলিব, না পড়িব ...
  • ranjan roy | 192.69.134.43 | ১৯ মে ২০১৫ ০০:৪২677031
  • কাল অর্থোপেডিক্স, অপথালমোলজিস্ট, থাইরয়েড স্পেশালিস্ট এদের কাছে আমার জন্যে অ্যাপো নেবে মেয়েরা।
    আমি ভাবছি লুকিয়ে চুরিয়ে একজন গাইনিও দেখিয়ে নিই। বলা তো যায় না!
    ভগবান চাইলে জলে শিলা ভাসে, মৃত তরু মুঞ্জরে, অন্ধ দেখে, পঙ্গু পাহাড়ে চড়ে--এখন সিএম যেভাবে আদা-জল খেয়ে লেগেছেন!
    ওনার কথা শুনে ভগবান যদি আমাকে আস্তিক করতে--! বলা তো যায় না! বাবাগো!!!
  • ranjan roy | 192.69.134.43 | ১৯ মে ২০১৫ ০০:৫০677032
  • এস এম বলছেনঃ
    "যদি বিশ্বাস হয়, তাহলে বলি আমার বিশ্বাস ভবিষ্যতে ঈশ্বরের অস্তিত্বের প্রমান পাওয়া যাবে না এটা ভাবা মূর্খামি।"

    --এটা ফাউল গেম। কেউ বলছে না যে ভবিষ্যতে ঈশ্বরের প্রমাণ পাওয়া যাবে না।
    শুধু বলা হচ্ছে যেদিন প্রমাণ পাওয়া যাবে সেদিন মানা হবে। আজকে নয়। নইলে N সংখ্যক হাইপোথিসিস মানতে হয়।
    বা সবাইকে , স্ত্রী-পুরুষ নির্বিশেষে গাইনির কাছে চেক আপ করাতে হয়। বলা তো যায় না, যিনি ধরাতে আসছেন তিনি মাতৃ না পিতৃ কার জঠরে আশ্রয় করেছেন!!
  • Atoz | 161.141.84.175 | ১৯ মে ২০১৫ ০০:৫৮677033
  • ভাবুন এখন যদি আপনার ইয়ে মানে ইয়ে হয়, আরো গোটা পাঁচ ছয় "পিতৃজ" ছেলেপুলে জন্মায়(মাতা এখানে ডোনার), এদের মানুষ করবেন কী করে সে খেয়াল আছে?
    ঃ-)
  • cm | 116.208.37.57 | ১৯ মে ২০১৫ ০৬:০৮677034
  • যদিও আমি আমার মত করে আস্তিক তবে ঈশ্বরে বাবাও যদি ফিজিকাল ল ভাঙেন ভারী কষ্ট পাবো।
  • ranjan roy | 192.69.134.43 | ১৯ মে ২০১৫ ০৭:৪৩677035
  • A2Z,
    সে খেয়াল আছে বলেই তো দুটো পোস্ট আগে লিখলাম-- বাবাগো!!
  • ranjan roy | 192.69.134.43 | ১৯ মে ২০১৫ ০৭:৫০677037
  • সিএম,
    ধ্যেৎ! ঈশ্বর ফিজিক্যাল ল ভাঙতে যাবেন কেন? বরং আমি-আপনি নতুন ফিজিক্যাল ল এর সঙ্গে পরিচিত হব। ঠিক যেমন ভাবে আলোকের গমনপথ নিয়ে বিন্দু, সরলরেখা, তরঙ্গ ব্লা ব্লা ব্লা একের পর এক এসেছে। তখন আগের যে থিওরিটা ফান্ডামেন্টাল মনে করা হত সেটা নতুন ফান্ডামেন্টাল ল এর পার্টিকুলার অ্যাপ্লিকেশন হয়ে যাবে।
    যেমন নিউটনের ল অফ মোশন শুধু রিজিড বডির ক্ষেত্রে প্রযোজ্য।
    (আসলে সমগ্র বিশ্বব্রহ্মান্ড হল তাঁর লীলাখেলা; তার নিয়মগুলো উনিই মাঝে মাঝে পাল্টে দেবেন। ক্রিকেটে নো-বলের রুলিং বদলাতে বদলাতে ফ্রন্ট ফুট/ব্যাক ফুট হয়ে এখন কোথায় পৌঁছেচে খ্যাল করুন। আমরা মুঢ় জীব এর কতটুকুই বা জানি!)
  • কল্লোল | 111.63.193.211 | ১৯ মে ২০১৫ ০৭:৫৭677038
  • বয়স বাড়লে সহনশীলতা বেশ কিছুটা বাড়ে। সেটা আমি নিজেকে দিয়েই বুঝি। এখন আর লড়কে লেঙ্গে বলে লড়ে যেতে ইচ্ছে করে না। এখন মনে হয় তর্ক করে আর কিইই বা হবে। তা বলে একদম তর্ক করি না তা নয়। তবে আগে যেমন ধর্মযুদ্ধের মানসিকতা নিয়ে লড়ে যেতাম, এখন তেমন করতে আর ইচ্ছে করে না। মনে হয়, তর্ক করে কি কিছু পাল্টানো যায়? না বোধহয়। যে যাতে ভালো থাকে থাকুক - এরকম মনে হয়।
    এর সাথে নাস্তিকাতা বা অস্তিকতার কোন সম্পোক্কো নাই।
  • PT | 213.110.246.22 | ১৯ মে ২০১৫ ০৮:৩৬677039
  • "ঈশ্বরে বাবাও যদি ফিজিকাল ল ভাঙেন ভারী কষ্ট পাবো।"
    "ধ্যেৎ! ঈশ্বর ফিজিক্যাল ল ভাঙতে যাবেন কেন?"

    ঈশ্বর ফিজিকাল ল ভাঙবেন না। বিশ্বসংসারের সব কিছুই ফিসিকাল ল দ্বারা নিয়ন্ত্রিত। সেখান থেকেই "সব কিছুই পূর্বনির্ধারিত" তত্বের উৎপত্তি যাকে আম-আদমি কপালের লিখন বলে।
    এক ফিসিসিস্টের দেওয়া গীতার তত্বের এই ব্যাখ্যাটি আমার বেশ মনে ধরেছিল!! এর সঙ্গে এখন অবিশ্যি DNA-তে লুকিয়ে থাকা ভবিষ্যতের খবর জুড়লে "ব্যাদে সব আছে" ভেবে "গর্ব" বোধ করা যায়।
  • SC | 84.95.11.209 | ১৯ মে ২০১৫ ০৮:৫৯677040
  • নিজের আধ্যাত্মিক জীবন সম্পর্কে বিজ্ঞানীর/ বা বিজ্ঞানের পরামর্শ নেওয়াটা অনেকটা গাড়ির কারখানা বানানোর ব্যাপারে নাট্যকারের পরামর্শ নেওয়ার মত ব্যাপার।
  • - | 109.133.152.163 | ১৯ মে ২০১৫ ০৯:১০677041
  • সত্যি, পিটি, সব কিছুই পূর্ব নির্ধারিত জানার পর আপনার ভালো লেগেছিলো? ব্যাখ্যাটা মনে ধরেছিল? তবু আপনি সিপিএমের হেরে যাওয়া নিয়ে দুঃখ পান? সেই জন্য পাতার পর পাতা হীরাভতে টাইপ করেন? সব জেনে এবং মেনে?!
    এমনও হয়!?
  • aranya | 154.160.226.94 | ১৯ মে ২০১৫ ০৯:১৪677042
  • এসসি, আস্তিক হওয়ার কারণ-টা লিখে ফেল। টই-এর নাম যাই হোক, আলোচনা যা চলছে, তার সাথে মোটেই বেমানান হবে না
  • bip | 79.138.209.156 | ১৯ মে ২০১৫ ১০:২৫677043
  • কিভাবে নাস্তিক হলাম মানে??? আস্তিক কবে ছিলাম?

    আস্তিক মানে বেদে যার আস্থা আছে। বেদ এই ফোরামে কেউ কোনদিন পড়েছে??????

    থ্রেড স্টার্টার কি বলতে চাইছেন কবে থেকে নীরাশ্বরবাদি বা নিধার্মিক হলাম??

    দুটো ক্ষেত্রে আমার উত্তর হচ্ছে

    -জন্মের সময় কি আমি ঈশ্বরবাদি ছিলাম ? না ঈশ্বর কি জানতাম? সুতরাং আমি নিরাশ্বরবাদি জন্ম থেকে। আমি কেন সবাই তাই। যেহেতু আমাকে কেউ বলে নি
    ঈশ্বরে বিশ্বাস করতে হবে। আমার ছেলেও তাই। যেকোন শিশুকে যদি ঈশ্বরের নামে ভয় দেখানো না হয় সে জানবেই না ঈশ্বরবাদি বলে একটা ব্যপার আছে।

    -আর যদি নিধার্মিকের প্রশ্ন ওঠে-আমি নিধার্মিক নই । আমি ভীষন ধার্মিক -ধর্ম বিশ্বাসী লোক। আমার গভীর বিশ্বাস সততা , পরিশ্রম এবং বুদ্ধির ওপর ।
  • ranjan roy | 192.69.134.43 | ১৯ মে ২০১৫ ১০:৩৫677044
  • অরণ্যকে ক।
    প্লীজ, এসসি। লিখে ফেলুন।
    আস্তিক্য-নাস্তিক্য--সবই মানবমনের গহনে উঁকি মারা, যুগ যুগ ধরে। এক মহাযাত্রা, এক অডিসি।
    এর আকর্ষণ অমোঘ। আর মানবমন কখনই ওভার-ডিটারমিনিস্টিক কোন ব্যাখ্যায়, যেখানে ফ্রি-উইলের কোন ভূমিকা থাকবে না --তাতে সন্তুষ্ট হতে পারে না। সে গীতার 'ময়ৈবৈতে নিহতা পূর্বমেব , নিমিত্তমাত্রং ভব সব্যসাচিন'ই্‌ হোক বা ডায়লেক্টিক্যাল মেটিরিয়লিজমের মেকানিক্যাল ডিটারমিনিস্টিক ব্যাখ্যাই হোক।

    আর দাদুতো বলেই গেছেন--শেষ নাহি যে, শেষ কথা কে বলবে!
  • d | 144.159.168.72 | ১৯ মে ২০১৫ ১০:৪০677045
  • "বেদ এই ফোরামে কেউ কোনদিন পড়েছে??????"

    এই ফোরামে অন্তত চারজনের কথা জানি যারা বেদ বেশ ভাল করে পড়েছে। শুধু একটা বা দুটো বেদ (সবকটা নয়) পড়া লোক আরও বেশী পাওয়া যাবে। সবাই কি বইয়ের-মলাট-পড়া-বেচু নাকি??
  • PT | 213.110.246.230 | ১৯ মে ২০১৫ ১০:৪৪677046
  • @ ড্যাস
    পূর্বনির্ধারিত তো বটেই!!
    গাছ থেকে মাটিতে আপেলের পতন, জলের নীচের দিকে আর গ্যাসবেলুনের ওপর দিকে যাওয়া এ - সবই পূর্বনির্ধারিত। ঐ ফিসিকাল লয়ের কারণে। সেই জন্যেই গ্রহ-উপগ্রহ গুলো চৌকো না হয়ে বলের মত গোল গোল হয়। আর টেলোমারেস সম্পর্কে আরো একটু খোলসা করে জানা গেলে বলা যাবে যে মানুষের শরীরেই মৃত্যুর সময়-নির্ঘন্ট পূর্বনির্ধারিত আছে!!
  • ~L~ | 118.171.159.41 | ১৯ মে ২০১৫ ১০:৪৬677048
  • সোসেন ওমনাথকে খুঁজছিলেন। ওমনাথ জানিয়েছে এই দীর্ঘ ৩০ পাতার ভাটের শেষ ৪ পাতা ছাড়া সে কিছুই পড়ে উঠতে পারে নাই। তাই এখুনি খোরাক হতে মাঠে নেমে পড়া চাপের। তদুপরি তাকে এখনো বুঝে উঠতে হবে সে নাস্তিক না আস্তিক, ফার্স্ট প্রিন্সিপল থেকে, তারো আগে অবিশ্যি ফার্স্ট প্রিন্সিপলটাও বুঝতে হবে। সেইটে কয় বছরের কাজ কেজানে।

    আপাতত সে কপিরাইট অ্যাক্ট ও কপিরাইট ভায়োলেশন পড়ে বোঝার চেষ্টা করে সময় নষ্ট করছে।

    তবে জানিয়েছে গাড়ির ফার্স্ট সার্ভিসিং করাতে গিয়ে বনেট ও ডিকির থেকে প্রথম গাড়িপুজোর তেল-সিঁদুরের মঙ্গলচিহ্ন তুলিয়ে, এবং সার্ভিসিং এর লোকেদের "কেউ তো তোলেনা" শোনার পরে, সেই দিনই বাড়ি ফেরার পথে প্রথমবার ঠুকে, সে প্রথমেই নিজেকে মনে মনে ব্লেম করেছে "তবে কি এইজন্যেই হলো!"

    আত্মবিশ্বাসের অভাব ছাড়া আস্তিকতার আর কোনো কারণ তাই এই মুহূর্তে তার সামনে নেই।
  • sm | 233.223.157.64 | ১৯ মে ২০১৫ ১০:৫০677050
  • the belief in one God as the creator and ruler of the universe, without rejection of revelation (distinguished from deism ). 2. belief in the existence of a god or gods (opposed to atheism ).
    এখানে তো অস্ত্ত্বিক মানে খালি ঈশ্বরে বিশ্বাসের কথা বলছে। বেদের কথা তো লেখে নি? বেদ পড়তেই হবে কেন সারা পৃথিবীর মানুষ কে? আন্দামান নিকোবরের জারওয়া, সাওন্তাল সব্বাই কে বেদ পড়তে হবে?
    তাদের মধ্যে কি অস্ত্ত্বিক নেই? কি মুশকিল!
    জন্ম থেকে কেউ ঈশ্বরবাদী হয় কে বলল? ঈশ্বর চেতনা আসে বিশ্বাস থেকে।মানুষ প্রথমে ঈশ্বর বিশ্বাস করেছে , তারপর পাপ পুন্যের ধারণা এসেছে।
    মানুষ ঈশ্বর কে ভয় করে, ভালোও বাসে।মাদার তেরেসা যখন ঈশ্বরের নাম আর্তদের সেবা করে; কোনো ভয় থেকে করে না।বিবেকানন্দও যখন বলেন জিবে প্রেম মানেই শিবে প্রেম বা চৈতন্য দেব যখন হরিনাম সন্কির্তনে বিভোর হয়ে যায়, কোনো ভয় থেকে করে না।
    ঈশ্বরে বিশ্বাসী মানুষ ও সৎ, বিশ্বাসী ও গভীর পরিশ্রমী হতে পারে, গোল টা কোথায়?
  • ranjan roy | 192.69.134.43 | ১৯ মে ২০১৫ ১০:৫০677049
  • বিপ,
    এটা একটু ইয়ে হয়ে গেল না?
    "আস্তিক" অর্থে শুধু বেদে আস্থাবান এটা ভারতীয় দর্শনের ক্যাটিগরিতে প্রযুক্ত। এখানে স্পষ্টতঃই কমনম্যানের ডেফিনিশন অর্থাৎ, আস্তিক=ঈশ্বরবিশ্বাসী, নাস্তিক= ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাসী নন, ধরে নিয়ে কথাবার্তা চলছে।

    আর "বেদ এই ফোরামে কেউ কোনদিন পড়েছে??????"
    --- এই মন্তব্যে তাচ্ছিল্যের ভাবটা বেশ প্রকট।
    কেউ কেউ নিশ্চয়ই পড়েছেন। গুরুভাইদের পড়াশুনোর স্তর এবং ব্যাপ্তি নিয়ে আমার বেশ গর্ব আছে, সে পলিটিক্যালি যে শিবিরের লোকই হোন না কেন। অন্ততঃ একজনের নাম করতে পারি পড়েছেন বলে--ডিডি।
  • ন্যাড়া | 172.233.205.42 | ১৯ মে ২০১৫ ১০:৫২677051
  • ওহ, শ্রীমতি-দ আজ পুরো ফর্মে। "বইয়ের-মলাট-পড়া-বেচু"-টা একঘর হয়েছে। তবে আমি সত্যি একজনকে জানি যে বইয়ের ব্লার্ব আর বিবলিওগ্রাফি পড়ে সলিড আঁতেল বলে নাম কিনেছিল।
  • d | 144.159.168.72 | ১৯ মে ২০১৫ ১০:৫৮677052
  • পিটির কথার সূত্র ধরে আরেট্টু বলি ঐ কারণেই পৃথিবীর জীবজগৎ কার্বন স্ট্রাকচারে। ঈশ্বর মীশ্বর কেউ চাইলেও ওটারে সিলিকন স্ট্রাকচার দিয়া বানাইতে লারতেন গ।
  • hu | 188.91.253.22 | ১৯ মে ২০১৫ ১১:০০677053
  • তুমি যে এটা বুঝলে এটাও তো ঈশ্বরের লীলা গো! আর ঈশ্বরকে "ঈশ্বর মীশ্বর" বলে উপহাস করার অধিকার তোমায় কে দিয়েছে?
  • Bhagidaar | 218.107.71.70 | ১৯ মে ২০১৫ ১১:০২677054
  • সেই তো! ঈশ্বর ফীশ্বর বলতে হয়।
  • ন্যাড়া | 172.233.205.42 | ১৯ মে ২০১৫ ১১:০৩677055
  • অ্যাকচুয়ালি, সাগানের বক্তব্য ছিল এলিয়েন যদি কিছু থাকে তাহলে তারা সিলিকন-বেসড হবে।
  • d | 144.159.168.72 | ১৯ মে ২০১৫ ১১:০৪677056
  • অধিকার কেউ কাউকে দেয় না হু, কেড়ে নিতে হয়।
  • san | 113.245.13.49 | ১৯ মে ২০১৫ ১১:০৪677057
  • না না , ভারতীয় দর্শনের সাপেক্ষে সত্যিই তো আস্তিক মানে বেদে বিশ্বাসী আর নাস্তিক বলতে বেদে অবিশ্বাসী । তবে এখন মনে হয় সম্প্রসারিত অর্থই সর্বত্র আলোচিত হয় , তাই আমরাও :-)
  • sm | 233.223.157.64 | ১৯ মে ২০১৫ ১১:০৫677060
  • কেন কার্বন ছাড়া অন্য কিছু দিয়ে বানানো যেত না, খুলে বলুন।
    আর পিটি , ঠিক কথা টেলোমিয়ার , জিন এবং ফ্রি রয়াদিকাল্স রা ঘন্ট পাকিয়ে এপপটোসিস করে।এবং সেটা পূর্ব নির্ধারিত। তা, বলে সেল এর আয়ু কৃত্রিম ভাবে বাড়ানো যাবেনা এমনটি নয়।
    প্রশ্ন হলো বাড়িয়ে লাভ কি? অর্থাত মানুষ ২০০ বছর বাঁচলে কি ক্ষতি বা লাভ ?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল মতামত দিন